নিজস্ব প্রতিবেদক:খালি ট্রাকের পাটাতনে শতশত বোতল ফেনসিডিল ঢোকানো হচ্ছিলো অভিনব কায়দায়। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ গ্রেপ্তার করা হয় দুজনকে। জব্দ করা হয় ১২শ’ বাতল ফেন্সিডিল। পুলিশ বলছে, এ চক্রের অন্য সদস্যদের গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় দশ হাজার বোতল ফেন্সিডিল।
রাজধানীর শেরেবাংলা নগর। ট্রাকে মাদক চালানের তথ্য পেয়ে আগে থেকেই অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। ঘণ্টা দুই অপেক্ষার পর সন্দেহ হলে থামানো হয় একটি ট্রাক। ট্রাকের ভেতর ও বাইরে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে মেলেনি কোনো মাদক।
এসময় আটক করা দুজনকে জিজ্ঞাসাবাদের পর ট্রাকের চাকার ওপর পাটাতনের ভেতর চালানো হয় তল্লাশি। যেখানে সন্ধান মেলে শত শত বোতল ফেন্সিডিলের। আটককৃতরা জানায়, এই চালান বেনাপোল থেকে রাজধানীতে পৌঁছে দেয়াই ছিলো তাদের কাজ।
পুলিশের দাবি, এই চক্রটিই গত সপ্তাহে লাশবাহী ফ্রিজিং গাড়িতে কাফনে মোড়ানো ফেন্সিডিল চালানের সাথে জড়িত। নতুন নতুন কৌশলে তারা রাজধানীতে মাদক ঢোকানোর পরিকল্পনা করতো।
গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার জানান, আটককৃতরা রাজধানীর কুখ্যাত এক মাদক কারবারির হয়ে কাজ করে, যাকে ধরতে এরই মধ্যে অভিযানে নেমেছেন তারা।
এর আগেও এই চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার এবং জব্দ করা হয় প্রায় দশ হাজার বোতল ফেন্সিডিল।