বিনোদন ডেস্ক : মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা শাহীনুর সরোয়ার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে আনুমানিক ৪টা ৩০ মিনিটের খাগড়াছড়ির একটি প্রত্যন্ত পাহাড়ের শুটিংয়ের সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
প্রবীণ এই অভিনেতার বয়স হয়েছিল ৬৫ বছর। তার স্ত্রী ও ৩ মেয়ে রয়েছে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
শুধু মঞ্চ নাটকই নয়, টিভি নাটকসহ বিভিন্ন চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। চট্টগ্রামের সাংস্কৃতিক জগতে অত্যন্ত প্রিয়মুখ ছিলেন শাহীনুর সরোয়ার। তার মৃত্যুতে চট্টগ্রামের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন নাট্যসংগঠক ও সাংস্কৃতিক সংগঠকরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।