নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: এম এম লিংকন, মহসীন কবির: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে রাজনৈতিক নেতাদের মধ্যে সংলাপ গুরুত্বপূর্ণ, কমিশন রাজনীতিতে জড়াতে চায় না, তবে কমিশন রাজনৈতিক দলের কাছ থেকে সুষ্ঠু ভোটের জন্য সহযোগিতা চায়। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যদি আন্তরিকতা না থাকে তাহলে নির্বাচন করা কঠিন বলে। রাজপথে শক্তি দেখিয়ে সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন হবে না। ভোটে কার্যকরী প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং কেন্দ্রে তাদেরকেই ব্যালন্স তৈরি করতে হবে।
সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ডায়ালগ অপরিহার্য। তাদের মধ্যে ডায়ালগ থাকলে নির্বাচন করা সহজ হবে। প্রস্তাব পাঠানো হয়েছে, আমরা অপেক্ষা করছি।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।