300X70
রবিবার , ৪ ডিসেম্বর ২০২২ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ৪০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৪, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : চীনা কোম্পানি ফিনিক্স গার্মেন্ট লিমিটেড ৩৯.৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে
বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি হাই-এন্ড গার্মেন্টস কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে
প্রতিষ্ঠানটি বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর সাথে আজ (০৪-১২-
২০২২) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষর করে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন)
জনাব আলী রেজা মজিদ এবং ফিনিক্স গার্মেন্ট -এর চেয়ারম্যান মি. মা জুয়াং নিজ নিজ
প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় বেপজার নির্বাহী
চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি ফিনিক্স
গার্মেন্টকে অভিনন্দন জানান। তিনি কারখানা স্থাপন ও উৎপাদন কার্যক্রম শুরু করতে বেপজার সকল
ধরনের সেবা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান কারখানা ভবন তৈরির সময়
ব্যবহৃত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের প্রতি আহবান জানান। তিনি প্রতিষ্ঠানটির কারখানা
ভবনের ছাদকে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের কাজে ব্যবহারের অনুরোধ জানান।
ফিনিক্স গার্মেন্ট-এর চেয়ারম্যান মি. মা জুয়াং বলেন, “আমি ১২ বছর ধরে বাংলাদেশে রয়েছি এবং
চট্টগ্রাম ও কুমিল্লা ইপিজেডে আমাদের দুইটি কারখানা রয়েছে। ফিনিক্স গার্মেন্ট হতে
যাচ্ছে বেপজায় আমাদের তৃতীয় কারখানা।” তিনি ওয়ান স্টপ সেবা প্রদানের মাধ্যমে ইপিজেডে
নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার সুযোগ প্রদানের জন্য বেপজার প্রশংসা করেন। বাংলাদেশে
বিনিয়োগের কারণ হিসেবে তিনি বলেন, “বিনিয়োগের জন্য আমি বিশ্বের বিভিন্ন দেশে
ঘুরেছি কিন্তু ব্যবসা প্রসারের জন্য বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ, দক্ষ জনশক্তি বিশেষ করে
ইপিজেড এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলকেই সেরা গন্তব্য মনে হয়েছে।”
প্রকল্প প্রস্তাব অনুযায়ী ফিনিক্স গার্মেন্ট লিমিটেড বার্ষিক ১০ মিলিয়ন পিস স্পোর্টস
জ্যাকেট, মোটরসাইকেল সেফটি জ্যাকেট, কাভারঅল, হসপিটাল গাউন, পিপিই, লাগেজ,
ব্যাকপ্যাকসহ বিভিন্ন ধরনের হাই-এন্ড পোশাক সামগ্রী উৎপাদন করবে। প্রতিষ্ঠানটি ১৫,৮২০ জন
বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
উল্লেখ্য, চট্ট্রগামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ১১৩৮.৫৫ একর জমির উপর স্থাপিত
বেপজা অর্থনৈতিক অঞ্চল বেপজার সর্ববৃহৎ উদ্যোগ। এখানে কারখানা স্থাপনের জন্য ফিনিক্স
গার্মেন্টসহ মোট ১৫টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করল বেপজা। প্রতিষ্ঠানসমূহের মোট
প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৩৬৩.৬৫ মিলিয়ন মার্কিন ডলার। ইতিমধ্যে ৩টি প্রতিষ্ঠান
কারখানা নির্মাণ কাজ শুরু করেছে। বেপজা আশা করছে এদের মধ্যে একটি কারখানা ২০২৩ সালের
শুরুর দিকে পণ্য উৎপাদন শুরু করতে পারবে।
অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু,
নির্বাহী পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ)
নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন,
নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশিদ আলম প্রমূখ।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর