নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়েছে।
বীর মুক্তিযোদ্ধার সন্তান ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর ধামইরহাট উপজেলার উস্তমাবাদ গ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়।
সম্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন, ধামইরহাট উপজেলার রুপনারায়ণপুর গ্রামের রফিকুল ইসলাম, রইচ উদ্দিন, এমএ আহাদ আলী, আব্দুল আজিজ মন্ডল, সাফিউল ইসলাম, আব্দুস সামাদ, জগৎনগর গ্রামের আব্দুর রহিম, লাল মার্ডি, জগদল গ্রামের আলবেরী কুস মুরমু, হাজি মো: ইসমাইল হোসেন, মাযায় টুডু, মফেল উদ্দিন, বেনী দুয়ার গ্রামের রইচ উদ্দিন, জয়জয়পুর গ্রামের একেএম বদিউজ্জামান, মজিবুর রহমান, কালুপাড়ার রইচ উদ্দিন, উত্তর চক রহমতপুর গ্রামের হাবিবর রহমান, জোতমাহমুদপুর গ্রামের ছাইদুল হক ও আব্দুর রউফ কমান্ডার।
সম্মাননা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ক্রেষ্টসহ বিভিন্ন সামগ্রী উপহার দেয়া হয়।