বিনোদন প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামীকাল সোমবার (৯ জানুয়ারি) বিএফডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব ২০২৩। চলচ্চিত্র উৎসবটির আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।
বাচসাসের সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজের স্বাক্ষরিত এক প্রেস রিলিজে বিষয়টি জানানো হয়।
দুপুর ২ টা থেকে শুরু হতে যাওয়া উৎসবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গেরিলা, শ্যামল ছায়া, মেঘের পরে মেঘ ও চিরঞ্জীব মুজিব এই চারটি সিনেমা প্রদর্শন করা হবে।
বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব ২০২৩ উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।