অলিদুর রহমান অলি, গাজীপুর : গাজীপুরে কাচাঁমাল আড়ৎদার মালিক গ্রুপের উদ্যোগে গতকাল দুপুরে নগরীর চৌরাস্তায় মালিক সমিতির কার্যালয়ে কাচাঁমাল আড়ৎদার মালিক সমিতির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা ও কম্ভল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর আড়ৎদার মালিক সমিটির সভাপতি মো: আব্দুল সোবাহান সভাপতিত্বে সুলতান মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাতির শেষ্ঠ সন্তার বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুব লীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল। এ ছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,জাতীয় শ্রমিকলীগ গাজীপুর মহানগর শাখার যুগ্ম আহবায়ক হাজী আব্দুল কাদির, শ্রমিকলীগ নেতা মুজিবুর রহমান, মো: ইব্রাহীম মিয়া, গাজী আব্দুল জলিল, সাংবাদিক মো: মনিরুজ্জামান, আবুল হোসেন , বাসন থানার অফিসার ইনচার্জ আ: মালেক খসরু, ওসি তদন্ত মো: জাহাঙ্গীর আলম, শওকত আলম , মো: ইয়াসিম মিয়া, শাহজাহান খন্দকার, আফজাল হোসেন সরকার মন্ডল, সুলতান মন্ডল, আতিকুল ইসলাম রাহাত প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, গাজীপুর কাচাঁমাল আড়ৎদার মালিক সমিতির দীর্ঘ ১৭ বছর শান্তিপৃর্ন ভাবে ব্যবসা বানিজ্য করে আসছেন। একটি ষড়যন্ত্রকারী এ সমিতির মান ক্ষুন্ন করার পায়তাড়া করছেন । এ সব ষড়যন্ত্রকারী প্রতিহত করার জন্য সংগঠনের নেতৃবৃন্দকে সজাগ থাকার আহবান জানান।