এস ডি সুব্রত : অমর একুশ এক অবিনাশী চেতনার নাম । একুশ এলেই মনে পড়ে একুশের ভোরে প্রভাত ফেরীতে যোগদানের কথা । আমাদের ভাষা আন্দোলন ছিল একটি বহুমাত্রিক জাগরণ যার প্রভাব লক্ষ্যণীয় আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে। আমাদের গৌরবের ইতিহাস দুটি । একটি ভাষা আন্দোলন , আরেকটি মুক্তিযুদ্ধ। ভাষা আন্দোলন থেকেই আমাদের মুক্তিযুদ্ধের সূচনা ।
অমর একুশ বাঙালির ইতিহাসে শুধু একটি তারিখ নয় । অমর একুশ হলো আমাদের ভাষা ও সংস্কৃতির সংগ্রাম। অমর একুশকে কেন্দ্র করে ভাষা আন্দোলনের রক্তাক্ত সংগ্রামের ভেতর দিয়ে বাঙালির জাতিসত্তায় যে চেতনার জন্ম হয়েছিল, তা ছিল এক অবিনাশী চেতনা। এই চেতনার পথ ধরে ছেষট্টির ছয় দফা, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও সত্তরের নির্বাচন এবং ১৯৭১-এ আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
অমর একুশ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার মর্যাদা রক্ষার স্মৃতি চিহ্নিত এই দিনটি সংগ্রামের এবং রক্তাক্ত আত্মত্যাগের মহিমায় ভাস্বর। জাতিগত, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের সুদীর্ঘ পথপরিক্রমায় ১৯৪৭ সালে পূর্ব বাংলার জনগণের অস্তিত্ব ও ভাগ্যকে জুড়ে দেয়া হয়েছিল কৃত্রিম ও সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তানের সাথে। সে সময় পাকিস্তানে শতকরা ৫৬ জনের মুখের ভাষা বাংলা হলেও সংখ্যালঘিষ্ঠদের মুখের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠী।
১৯৪৮ সালে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়া হয়। ঠিক তখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বিক্ষোভ প্রতিবাদে গর্জে ওঠে পূর্ব বাংলার দামাল ছেলেরা , প্রতিবাদে ফেটে পড়ে জনতা । ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বৈষম্য আর অপমানের বিরুদ্ধে বাঙালি প্রথম প্রতিবাদী জবাব দেয় রক্তের মাধ্যমে । অমর একুশ কেবল বাংলা ভাষার লড়াই ছিল না। একুশ ছিল আমাদের মুক্তির সংগ্রাম।
বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির অস্তিত্ব রক্ষার সেই লড়াইয়ের সাথে ওতপ্রোথভাবে জড়িয়ে ছিল শিক্ষা, সমাজ ও অর্থনীতির লড়াইও। একুশ ছিল বাংলার এগিয়ে যাবার সংগ্রাম । এখন। সারা পৃথিবীব্যাপী এ দিনটি পালিত হচ্ছে মাতৃভাষার চর্চা ও মর্যাদাকে সমুন্নত রাখার দিন হিসেবে । বিশ্বব্যাপী যেখানে শত শত ভাষা নিজস্বতা হারিয়ে বিপন্ন প্রায় সেখানে বাংলা ভাষা ও সাহিত্য এগিয়ে চলেছে সগৌরবে ।
ভাষা আন্দোলনের মধ্য দিয়ে সেদিন পূর্ব বাংলার অধিকারবঞ্চিত মানুষের প্রথম সংগঠিত সংগ্রামের বহিঃপ্রকাশ ঘটেছিল। জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সংগঠিত হতে একুশ আমাদের উদ্বুদ্ধ করেছে। আমাদের প্রতিটি গণ-আন্দোলনের প্রেরণাশক্তি হিসেবে কাজ করেছে ওই আন্দোলন। একুশের পথ ধরেই আমরা বারবার পেরিয়ে এসেছি সকল বাঁধা । আমাদের মুক্তিযুদ্ধের মূলমন্ত্র পেয়েছি মহান ভাষা আন্দোলন থেকে।
আমাদের শিল্প-সাহিত্য-সংস্কৃতির চেতনার বিকাশে একুশে ফেব্রুয়ারি অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলা ভাষা ও সাহিত্যের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র মোকাবেলায় একুশের চেতনা ইতিবাচক ভূমিকা রেখেছে সব সময়। ছিল। ১৯৫০ ও ১৯৬০-এর দশকে তারা বাংলা ভাষার বিকৃতি ঘটানোর নানা অপপ্রয়াসে লিপ্ত থাকে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী।
বাংলা ও উর্দু মিলিয়ে একটা নতুন ভাষা তৈরি করা, বাংলা বর্ণমালা তুলে রোমান হরফে বাংলা প্রবর্তন করা ইত্যাদি। তাদের সকল হীন পদক্ষেপ ও অপতৎপরতার বিরুদ্ধে প্রেরণা জুগিয়েছে ভাষা আন্দোলন। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষ বাংলা ভাষায় পাণ্ডিত্য অর্জন করবে; প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষায় বাংলা ব্যবহৃত হবে। দেশের সর্বোচ্চ আদালতেও বাংলা ভাষার প্রচলন হবে। কিন্তু সর্বস্তরে বাংলা প্রচলন এখনো বাস্তবায়িত হয়নি। বরং অনেক ক্ষেত্রে বাঙালির হাতেই বাংলা ভাষা উপেক্ষার শিকার। শিক্ষাঙ্গনে ও অফিস-আদালতে, ব্যবসা-বাণিজ্যে, গণমাধ্যম ও বিজ্ঞাপনে ইংরেজি ভাষার দখলদারি ব্যাপক হারে আজ পরিলক্ষিত।
আজ আমাদের দেশে ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি পাচ্ছে। ফলে বাংলার গুরুত্ব ক্রমেই কমছে। অন্য দিকে, বিশ্বায়নের প্রভাবে আমাদের মানসিকতায় বিদেশীয়ানার প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার লক্ষণ দেখা যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণে বিদেশী ভাষার আশ্রয় নেয়ার, বিয়ে বা জন্মদিনের আমন্ত্রণপত্রে বিদেশী ভাষার ব্যবহার, দৈনন্দিন কাজকর্মে, কথাবার্তায় বিদেশী ভাষা ব্যবহার, বিজ্ঞাপন ও বিজ্ঞপ্তিফলকে বিদেশী ভাষাকে অনেক গুরুত্ব দেয়া।
অনেকেই আমরা ভুলে গেছি যে, সামাজিক অর্থনৈতিক উন্নতির সাথে মাতৃভাষার উন্নতির রয়েছে অবিচ্ছেদ্য যোগসূত্র। একুশের চেতনাই আমাদের সব যড়যন্ত্রের প্রতিবন্ধকতা দূর করতে সাহায্য করে। ভাষা আন্দোলনের অমর একুশে ফেব্রুয়ারি এখন আর আমাদের ইতিহাসের একটি রক্ত-রঙিন দিন নয়, এদিন এখন পেয়েছে বিশ্বস্বীকৃতি।
একুশ আমাদের অহঙ্কার; আমাদের জন্য গৌরব ও প্রেরণার। একুশের চেতনা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা , একুশের চেতনা মানে গণতন্ত্র , একুশের চেতনা মানে বাক স্বাধীনতা । একুশ আজো আমাদের পথ দেখায় চেতনার বাতিঘর হিসেবে ।অমর একুশ আমাদের ভাষা ও সংস্কৃতির সংগ্রাম । অমর একুশ মিশে আছে আমাদের সত্তায় অনুভবে ।
লেখক: কবি ও প্রাবন্ধিক।
(এই লেখাটি লেখকের নিজস্ব মতামত। বাঙলা প্রতিদিন সম্পাদকের নীতিমালার মধ্যে নাও পরতে পারে)