রংপুর ব্যুরো : আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা বলা হয় রংপুর। এখনও আবহাওয়া অনুকূলে তাই তেমন কোন বড় রোগে আক্রান্ত না হওয়ার খবর পাওয়া যায়। ফলন ও বাজার মূল্য ভাল হওয়ায় কতেক চাষী আগাম জাতের আলু বাজারজাত করছেন।
কৃষি বিভাগ রংপর জানান, প্রায় ১৫ লাখ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এ জেলাতে। এর মধ্যে ৫৩ হাজার ৩০৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। যার আগাম জাতের আলু চাষ হয়েছে ১২ হাজার হেক্টরে।
গতকাল মঙ্গলবার রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ও তিস্তার চর বেস্টিত কয়েকটি গ্রামে আগাম জাতের আলু তুলতে দেখাগেছে। রংপুরের মিঠাপুকুর উপজেলার চাষী আব্দুল মুত্তালেব জানান, গতবারের তুলনায় এবার আবাদের বেশি। ব্লাইন্ড রোগও কমেছে। তিনি আরও জানান, খেত থেকেই আলু বিক্রি হচ্ছে ১৫-১৭ টাকা কেজি দরে। অন্যদিকে পীরগাছা উপজেলার পারুল গ্রামের আলু ব্যবসায়ী এরশাদ মিয়া জানান, সবেমাত্র আলু উঠতে শুরু করেছে। বাজারে আলুর দাম ভালো রয়েছে। পুরোদমে আলু উঠতে আরও এক মাস লাগবে। তবে মৌসমের শেষে এই দাম নাও থাকতে পারে বলে আশঙ্কা তার।
এদিকে রংপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপ-পরিচালক শামিমুর রাহমান জানান, আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ১৫ লাখ মেট্রিক টন নিরদ্ধারণ করা হয়েছে। যার মধ্যে আগাম জাতের আলু ইতিমধ্যেই বাজারে পাওয়া যাচ্ছে। তিনি আরও জানান, একখনও আবহাওয়া অনুকূলে রয়েছে। এই পরিস্থিতি থাকলে প্রতি হেক্টরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩-৪ মেট্রিক টন বেশি আলু উৎপাদনের সম্ভাবনা রয়েছে।