কবি-সাহিত্য - বাঙলা প্রতিদিন https://banglapratidin.net/category/কবি-সাহিত্য/ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল Sun, 18 Feb 2024 17:55:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 একুশে গ্রন্থমেলায় পিতা-পুত্রের আট গ্রন্থ https://banglapratidin.net/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/ https://banglapratidin.net/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/#respond Sun, 18 Feb 2024 17:55:33 +0000 https://banglapratidin.net/?p=136917 বাঙলা প্রতিদিন ডেস্ক : দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী ও তার পুত্র নাট্যকার ড. মুকিদ চৌধুরীর মোট আটটি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। এর মধ্যে ২টি গ্রন্থ লিখেছেন আব্দুর রউফ চৌধুরী। সেগুলো হলো- ‘গল্পসভার’ (আদিত্য প্রকাশ): দশটি ভিন্নস্বাদের ছোটগল্প। দাম্পত্যজীবনের জটিলতা : ‘বিকল্প’ এবং ‘বন্ধুপত্নী’; সামাজিক সমস্যা ও প্রতিবাদ : ‘ভূত ছাড়ানো’ এবং […]

The post একুশে গ্রন্থমেলায় পিতা-পুত্রের আট গ্রন্থ first appeared on বাঙলা প্রতিদিন.

The post একুশে গ্রন্থমেলায় পিতা-পুত্রের আট গ্রন্থ appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
বাঙলা প্রতিদিন ডেস্ক : দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী ও তার পুত্র নাট্যকার ড. মুকিদ চৌধুরীর মোট আটটি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। এর মধ্যে ২টি গ্রন্থ লিখেছেন আব্দুর রউফ চৌধুরী। সেগুলো হলো-

‘গল্পসভার’ (আদিত্য প্রকাশ): দশটি ভিন্নস্বাদের ছোটগল্প। দাম্পত্যজীবনের জটিলতা : ‘বিকল্প’ এবং ‘বন্ধুপত্নী’; সামাজিক সমস্যা ও প্রতিবাদ : ‘ভূত ছাড়ানো’ এবং ‘জিনা’; মনস্তাত্ত্বিক : ‘পরিচয়’ ও ‘শাদি’; মুক্তিযুদ্ধের চেতনা : ‘বীরাঙ্গনা’ এবং ‘বাহাদুর বাঙালি’; বাৎসল্য রস : ‘যৌতুক’ এবং ‘ট্যাকরা-ট্যুকরি’। ভৌগোলিক স্থান যুক্তরাজ্য, পাকিস্তান এবং বাংলাদেশ। ভৌগোলিক ব্যবধান থাকা সত্ত্বেও একজনের ভালোবাসা, সুখদুঃখ, হাসিকান্না– সবই এক, রক্তের রং-ও এক; কাজেই একটি বিশাল ক্যানভাসে মানুষের গল্প চিত্রিত হয়েছে।

‘একটি জাতিকে হত্যা’ (আদিত্য প্রকাশ): উপজীব্য বাংলাদেশে পাকিস্তানি শাসক ও সমরনায়ক গোষ্ঠী কর্তৃক ১৯৭১-এর হত্যাযজ্ঞ ও গণহত্যা। এসম্বন্ধে বিদেশি পত্রপত্রিকার দুষ্প্রাপ্য কিছু প্রতিবেদনের কখনও হুবহু অনুবাদ, কখনও বিশ্লেষণ-পর্যালোচনা এই গ্রন্থে যুক্ত করা হয়েছে। স্থান-কাল-পাত্রের পরিপ্রেক্ষিতে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিশ্লেষণ-পর্যালোচনা-গবেষণার ক্ষেত্রে লেখকের পারঙ্গমতা প্রশ্নাতীত। তাঁর অভিজ্ঞতা, তথ্যসংগ্রহ ও বিশ্লেষণ-ব্যাখ্যা এই গ্রন্থটির মর্যাদাকে অন্যস্তরে উন্নীত করেছে। এখানেই ‘একটি জাতিকে হত্যা’ গ্রন্থটির অভিনবত্ব ও শ্রেষ্ঠত্ব।

এছাড়া অপর ছয়টি গ্রন্থ লিখেছেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী। সেগুলো হলো-

‘জার্মানি : অতীত ও বর্তমান’ (আগামী প্রকাশনী): এই গ্রন্থে বিশদভাবে জার্মানির সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য, দর্শন, রাজনীতি, কূটনীতি, আর্থসামাজিক, গণতান্ত্রিক ও মানবিক দিকগুলো আলোচনা করা হয়েছে। সমগ্রভাবে জার্মানির বিবর্তনের ইতিহাস বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ হিসেবে এই গ্রন্থটি একটি উল্লেখযোগ্য ও চমকপ্রদ দলিল।

‘জার্মান সাহিত্য : প্রারম্ভ থেকে অধুনা’ (আদিত্য প্রকাশ): এই গ্রন্থটি জার্মান সৃজনশীল চিন্তাধারার এক পরিপূর্ণ ইতিহাস। সপ্তম শতকে রচিত হিলডেব্রানডের কীর্তন থেকে শুরু করে উচ্চজার্মান ও ব্যারোক যুগ হয়ে ক্যানট, লেসিং, ক্লোপস্টক, হারডার, ক্লিংগার (তুফান ও তাড়ন), ভাগনার, গ্যেটে, শিলার, ফিশচে, নোভালিশ, ক্লাইস্ট, কার্ল মার্কস, কাফকা, ম্যান, ব্রেশট, রেমার্ক, গ্রাস, মুলার প্রমুখ কথাসাহিত্যিক, কবি, দার্শনিকের রচনার নিদর্শন এই গ্রন্থে দেওয়া হয়েছে। জার্মান সাহিত্যের সুদীর্ঘ ঐতিহ্য, মানবিকতাবোধ, সমাজব্যবস্থার আলোচনা-সমালোচনা– কখনও উগ্র, কখনও-বা বৈপ্লবিক; ন্যায়পরায়ণতা ও গণতান্ত্রিক প্রত্যয়, পুঁজিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক আর্থসামাজিক ব্যবস্থা– সামগ্রিকভাবে এই স্বাতন্ত্র্য, অভিনব ও তথ্যপূর্ণ গ্রন্থে আলোচনা করা হয়েছে।

নাট্যোপন্যাস ‘যোদ্ধা’ (আদিত্য প্রকাশ): ময়নামতির (ত্রিপুরা) সুপ্রতীক মহারাজ বীরচন্দ্র মাণিক্য। হঠাৎ তার রাজকোষে এক লাখ মুদ্রার প্রয়োজন পড়ে। তখন তিনি খোয়াই নরপতির কাছে এক লাখ মুদ্রা ধার চান। কিন্তু খোয়াই নরপতি ধার দিতে অস্বীকৃতি জানান। তাকে ভোজসভায় আমন্ত্রণ জানিয়ে মহারাজ অপমান করেন। এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই শুরু হয় যুদ্ধ। ত্রিপুরার সেনাপতি মহাবীর ভরতের কাছে পরাজিত হয়ে নিহত হন খোয়াই নরপতি। ভরত নতুন খোয়াই নরপতি হয়। আর বীরশ্রেষ্ঠ শশীভূষণকে করার হয় সেনাবাহিনীর সেনাধ্যক্ষ। কিন্তু ত্রিপুরা সিংহাসন অধিকার করার জন্য ভরত ষড়যন্ত্র শুরু করে। শুরু হয় একের পর এক হত্যা। শশীভূষণ ত্রিপুরাকে রক্ষার জন্য ভরতের মুখোমুখী হয়। তরবারি রক্তে রঞ্জিত হয়। পাপাচার ও তার পরিণামের এক মর্মবিদারী বিষয়ই যোদ্ধা নাট্যোপন্যাসের মূল উপজীব্য। একজন মানুষের নিষ্ঠুর কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে যে-জীবন স্থাপিত হয় তা অবশেষে তাকেই নিক্ষেপ করে অন্ধকার মৃত্যুকূপে।

কবিতাসম্ভার ‘অনাহূত অতিথি’ (আদিত্য প্রকাশ): ‘অনাহূত অতিথি‘ মা-মাটি-মানুষের এক অশ্রুসিক্ত লবণাক্ত ছবি। কখনও দিনবদল বা কালবদলের পূর্বাভাস; কখনও সমাজবদলের প্রস্তুতি আর ঝড়ের দুরন্ত আনাগোনা; কখনও যন্ত্রণাবিদ্ধ সহস্র হৃদয়ের আর্তনাদ; স্বপ্ন-প্রতিবাদ-প্রতিরোধের মন্ত্রণা; হত্যা-সন্ত্রাস-আন্দোলন-ধর্মঘট– রাজনৈতিক ঘটনা আর ধর্মীয় উন্মাদনায় উত্তাল জনজীবন– এইসব নিয়েই ‘অনাহূত অতিথি‘। একটা সময়কে, একটা দেশকে, একটা সমাজকে একদল মানুষকে বুঝে নিতে হলে অনাহূত অতিথির কাছে বারবার ফিরে আসতে হয়।

তিনটি নাটক ‘ত্রয়ী’ (আদিত্য প্রকাশ): তিনটি নাটক : ‘যোদ্ধা’, ‘কলকাতায় গির্জা গালিব’ ও ‘আটই ফাল্গুন‘। যোদ্ধা : ময়নামতির (ত্রিপুরা) ইতিহাসাশ্রয়ী একটি বিয়োগান্ত নাটক, কল্পনাও। মানুষের ভেতরের উচ্চাকাঙ্ক্ষা কীভাবে অবচেতন চিন্তায় কুমন্ত্রণা দেয়, কীভাবে মানুষের ভেতরের গোপন বাসনাকে কালসাপের মতো উন্মাদ করে তোলে, হিতাহিতজ্ঞানশূন্য হয়ে সমস্ত বিবেক বিসর্জন দিয়ে আপন মানুষকে নির্মমভাবে হত্যা করে।

অবশেষে নৃশংস হত্যা ও পাপকর্মের পরিণামস্বরূপ এই মানুষ নামের জীবটিরও মৃত্যু ঘটে শোচনীয়ভাবে। কলকাতায় গির্জা গালিব : একটি বিয়োগান্তক নাটক। গালিব তখন যুবক। কলকাতায় এসেছেন কয়েক বছরের জন্য। এখানেই তাঁর একজন বাঈজির সঙ্গে মাত্র কয়েক দিনের পরিচয়। ভালোবাসা, মায়া, মমতা, দুঃখ, যন্ত্রণা নিভৃতে ভাষা পায়। হঠাৎ বাঈজি কলকাতা ছেড়ে চলে যায়।

গালিবও কলকাতা ত্যাগ করেন, যা অনিবার্য পরিণতির লক্ষ্যমাত্রা নির্ণয় করে। আটই ফাল্গুন : এই নাটকের প্রধান চরিত্র আম্মা। তিনি একজন ভাষাসৈনিক। তিনি দুর্লভ এক নারী। কালকে অতিক্রম করে যান, একইসঙ্গে এগিয়ে দেন প্রবহমাণ কালের ধারাকেও, যে-ধারা মাঝেমধ্যে স্তিমিত হয়, নিস্তরঙ্গ হয়। তিনি লাঞ্ছিত হন, উপহসিত হন, বিরক্তিভাজন হন। অতীত-হারানো ও ঠিকানা খুঁজে-ফেরা আম্মার বুক-ফাটা যন্ত্রণা ও হাহাকারের এক হৃদয়স্পর্শী অজানিতি একটি আলেখ্য।

‘মগ্নপাঠ : সুরা বাকারাহ’ (আদিত্য প্রকাশ): ধর্মগ্রন্থ হিসেবে আল-কুরআনের বাণী চিরন্তন– সর্বজ্ঞানসম্পন্ন; কিন্তু যুগে যুগে আল-কুরআনের মগ্নপাঠের প্রয়োজন রয়েই যায়; কারণ, আরবি ও বাংলা ভাষার বাক্যগঠনরীতি, বাক্ভঙ্গি, উপমা-উৎপ্রেক্ষা-রূপক ব্যবহারের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তাছাড়া আল-কুরআনের ভাষা ধ্রুপদী আরবি, বচনবিন্যাসপ্রণালি নিপুণ, শব্দ অমৃতকণা, অলংকার– মাধুর্য মধুরতায় ভরপুর, অনুপমেয়। ফলে আক্ষরিক বঙ্গানুবাদে আল-কুরআনের নিদর্শনসমূহের মর্মার্থে পৌঁছানো কঠিন। তবে আল-কুরআনে বারবার তার নিদর্শনসমূহের অর্থ উপলব্ধি এবং হৃদয়ঙ্গম করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তাই এই মহাগ্রন্থের একটি অধ্যায়ের (সুরার) মূলানুগ মগ্নপাঠের চেষ্টা করা হয়েছে।

The post একুশে গ্রন্থমেলায় পিতা-পুত্রের আট গ্রন্থ first appeared on বাঙলা প্রতিদিন.

The post একুশে গ্রন্থমেলায় পিতা-পুত্রের আট গ্রন্থ appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
https://banglapratidin.net/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/feed/ 0
‘পদ্মশ্রী’ প্রাপ্তিতে সংগীত ঐক্যর পক্ষ থেকে বন্যাকে ফুলেল শুভেচ্ছা https://banglapratidin.net/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82/ https://banglapratidin.net/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82/#respond Tue, 06 Feb 2024 14:43:32 +0000 https://banglapratidin.net/?p=136343 বাঙলা প্রতিদিন ডেস্ক : সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান রেজওয়ানা চৌধুরী বন্যা। এবার একই কারণে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদকে ভূষিত হলেন এই শিল্পী। এমন অর্জনে সংগীত ঐক্য বাংলাদেশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় শিল্পীকে। যিনি নিজেও এই সংগঠনের সভাপতি। সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রেজওয়ানা […]

The post ‘পদ্মশ্রী’ প্রাপ্তিতে সংগীত ঐক্যর পক্ষ থেকে বন্যাকে ফুলেল শুভেচ্ছা first appeared on বাঙলা প্রতিদিন.

The post ‘পদ্মশ্রী’ প্রাপ্তিতে সংগীত ঐক্যর পক্ষ থেকে বন্যাকে ফুলেল শুভেচ্ছা appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
বাঙলা প্রতিদিন ডেস্ক : সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান রেজওয়ানা চৌধুরী বন্যা। এবার একই কারণে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদকে ভূষিত হলেন এই শিল্পী। এমন অর্জনে সংগীত ঐক্য বাংলাদেশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় শিল্পীকে। যিনি নিজেও এই সংগঠনের সভাপতি।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রেজওয়ানা চৌধুরী বন্যার বাসায় গিয়ে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দুই মহাসচিব গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ও সংগীতশিল্পী নকীব খান। এসময় তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রচার ও প্রকাশনা সচিব জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল।

ফুলেল শুভেচ্ছা শেষে তাঁরা পারস্পরিক খোঁজ-খবর নেন। আলাপ করেন দেশীয় সংগীতের উন্নয়ন ও বিকাশে আগামীর কর্ম-পরিকল্পনা নিয়ে। তথ্যগুলো জানান, ঐক্যের অন্যতম মহাসচিব ও গীতিকবি সংঘ বাংলাদেশ-এর সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী।

প্রসঙ্গত, বাংলাদেশের গীতিকবি, সুরস্রষ্টা, মিউজিশিয়ান ও কণ্ঠশিল্পীদের প্রাপ্য সম্মান ও সম্মানী উন্নয়নের লক্ষ্যে সংগীতের চার সংগঠন গীতিকবি সংঘ বাংলাদেশ, মিউজিক কম্পোজার্স সোসাইটি বাংলাদেশ, সিংগার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন-এর সম্মিলিত মঞ্চ ‘সংগীত ঐক্য বাংলাদেশ’। সংগীতের সব পক্ষের মাঝে যোগসূত্র তৈরি ও যৌথভাবে প্রণীত উন্নয়ন প্রস্তাবগুলো নিয়ে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও কপিরাইট দফতরের সঙ্গে একসঙ্গে কাজ করছে এই সংগঠন।

সংগীত ঐক্য বাংলাদেশ মনে করে, ৫০ বছর ধরে গীতিকবি, সুরস্রষ্টা ও কণ্ঠশিল্পীরা নানা অনিয়ম, অবহেলা আর প্রাপ্য সম্মান ও সম্মানী থেকে বঞ্চিত হয়ে আসছেন। এ পরিস্থিতি উত্তরণের লক্ষ্যে গত বছর অর্থাৎ ২০২১ সালের ১০ জুলাই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পীরা এক ছাতার নিচে আসেন। গঠিত হয় ‘সংগীত ঐক্য বাংলাদেশ’।

সংগঠনটির প্রথম ও বর্তমান কমিটিতে রয়েছেন- সভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা, মহাসচিব (৩ জন) শহীদ মাহমুদ জঙ্গী, নকীব খান ও কুমার বিশ্বজিৎ, অর্থ ও দফতর সচিব আসিফ ইকবাল, তথ্যপ্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সচিব হাসান আবিদুর রেজা জুয়েল, সাংস্কৃতিক সচিব বাপ্পা মজুমদার, প্রচার ও প্রকাশনা সচিব জুলফিকার রাসেল এবং নির্বাহী সদস্য মানাম আহমেদ, কবির বকুল, শওকত আলী ইমন ও জয় শাহরিয়ার।

বলা দরকার, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন। এরপর রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

এ বছর ভারত সরকার ১৩২ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মাননার জন্য মনোনীত করেছে। তাঁদের মধ্যে পাঁচজন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ আর ১১০ জন পদ্মশ্রী সম্মাননা পাচ্ছেন। এরমধ্যে বাংলাদেশের একমাত্র শিল্পী হিসেবে এবার সম্মানিত হচ্ছেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী ও সংগীত ঐক্য বাংলাদেশ-এর সভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা।

এর আগে ২০২১ সালে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব অধ্যাপক সন্‌জীদা খাতুন এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির বীর প্রতীককে পদ্মশ্রী পদকে ভূষিত করেছিল ভারত সরকার।

তার আগে অধ্যাপক আনিসুজ্জামান ও কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী ‘পদ্মভূষণ’ সম্মাননা পেয়েছিলেন। আর পদ্মশ্রী সম্মাননা পেয়েছিলেন প্রত্নতত্ত্ববিদ এনামুল হক ও সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী।

The post ‘পদ্মশ্রী’ প্রাপ্তিতে সংগীত ঐক্যর পক্ষ থেকে বন্যাকে ফুলেল শুভেচ্ছা first appeared on বাঙলা প্রতিদিন.

The post ‘পদ্মশ্রী’ প্রাপ্তিতে সংগীত ঐক্যর পক্ষ থেকে বন্যাকে ফুলেল শুভেচ্ছা appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
https://banglapratidin.net/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82/feed/ 0
বাংলা সাহিত্যের অডিওবুক অ্যাপ ‘কাহিনীক’-এর আত্মপ্রকাশ https://banglapratidin.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95/ https://banglapratidin.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95/#respond Mon, 29 Jan 2024 10:38:39 +0000 https://banglapratidin.net/?p=135682 # ২৫টি দেশে সেই দেশের মুদ্রায় পাওয়া যাচ্ছে শতাধিক অডিওবুক বিশ্বব্যাপী ধ্রুপদ ও সমকালীন বাংলা সাহিত্যের বিশাল ভান্ডার বাঙলা প্রতিদিন ডেস্ক : শতাধিক অডিওবুক বিশ্বব্যাপী ধ্রুপদ ও সমকালীন বাংলা সাহিত্যের বিশাল ভান্ডার নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো বাংলা সাহিত্যের অডিওবুক অ্যাপ ‘কাহিনীক’। আজ সোমবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। প্রতিষ্ঠাতা […]

The post বাংলা সাহিত্যের অডিওবুক অ্যাপ ‘কাহিনীক’-এর আত্মপ্রকাশ first appeared on বাঙলা প্রতিদিন.

The post বাংলা সাহিত্যের অডিওবুক অ্যাপ ‘কাহিনীক’-এর আত্মপ্রকাশ appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
# ২৫টি দেশে সেই দেশের মুদ্রায় পাওয়া যাচ্ছে শতাধিক অডিওবুক বিশ্বব্যাপী ধ্রুপদ ও সমকালীন বাংলা সাহিত্যের বিশাল ভান্ডার
বাঙলা প্রতিদিন ডেস্ক : শতাধিক অডিওবুক বিশ্বব্যাপী ধ্রুপদ ও সমকালীন বাংলা সাহিত্যের বিশাল ভান্ডার নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো বাংলা সাহিত্যের অডিওবুক অ্যাপ ‘কাহিনীক’।

আজ সোমবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

প্রতিষ্ঠাতা পরিচালক ম. হামিদ অনুষ্ঠানে বলেন, ‘কাহিনীক লিমিটেড’ বাংলাদেশে নিবন্ধিত একটি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মাধ্যমে বাংলা ভাষায় রচিত ও অনুদিত সাহিত্যের ডিজিটাল অডিও প্রকাশনাকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে আমরা ‘কাহিনীক (Kahinik)’ নামে একটি অ্যাপ তৈরি করেছি।

বাংলা সাহিত্যের ইতিহাস ও ঐতিহ্যকে যুগোপযোগী মাধ্যমে সহজলভ্য ও সংরক্ষণ করার লক্ষ্যকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।

এ লক্ষ্যে আমরা বিভিন্ন লেখক ও প্রকাশকের কাছ থেকে বই সংগ্রহ করে অডিও মাধ্যমে প্রকাশনা ও পরিবেশনার কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করার পরীক্ষা-নিরীক্ষার কাজ সম্পন্ন করেছি। বিগত ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখ মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কাহিনীক (Kahinik)’ অ্যাপ Apple ios ও Android এ বিশ্বের পঁচিশটি দেশে পৌছে দেয়া এবং সেই দেশের মুদ্রায় বিনিময়ের সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করেছে।

এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাচ্ছে ধ্রুপদ ও সমকালীন বাংলা সাহিত্যের শতাধিক অডিওবুক। অচিরেই ৫০টি দেশে ‘কাহিনীক’ অ্যাপ পাওয়া যাবে। সারাবিশ্বের বাঙালীর কাছে এক বিপুল সাহিত্যসম্ভার পৌঁছানোর জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিদগণ যৌথভাবে কাজ করছেন। আমাদের প্রাণঢালা অভিনন্দন তাদেরকে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী কম্পিউটার সাইন্টিস্ট ইফতেখার আলম ইভান এই অডিওবুক অ্যাপের স্বপ্নদ্রষ্টা। তাঁর আহ্বানে সাড়া দিয়ে প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী মামুন আকবর, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী মোঃ মিজানুর রহমান ভূঞা, নিউইয়র্ক প্রবাসী বিশ্ববিদ্যালয়ে কর্মরত শেহলা যামানী ইফতেখার ও উন্নয়নকর্মী ইমরাদ জুলকারনাইন ইমন।

অডিওবুক এর ধারণা বিশ্বে খুব পুরানো নয়, তবে বাংলাদেশে একেবারেই নতুন। তিনি আরো বলেন, গত দুই দশকে সেলুলার ফোন প্রযুক্তিতে এক অভুতপূর্ব উন্নতি হয়েছে যা ‘চতুর্থ শিল্পবিপ্লব’-এর মূল উপাদান। মানুষের জীবন গেছে পাস্টে। পোস্ট অফিস, ব্যাংক, বিশ্বকোষ, ঘড়ি, ক্যালেন্ডার, ক্যামেরা, সংগীত, দোকান-পাট, রেস্তোঁরা সব কিছু এসে পরেছে হাতের মুঠোয়। কোটি কোটি মানুষের হাতে ‘স্মার্ট ফোন’ যা একটি কম্পিউটারেরই ক্ষুদ্র সংস্করণ।

মানুষের জীবন হয়ে গেছে অতি গতিশীল, সকল কাজের মাঝে মানুষ মোবাইল ফোনের যোগাযোগে পর্যাপ্ত সময় কাটায়। নগরে, গঞ্জে মানুষের ভিড় বেড়ে যাওয়ায়, বেড়ে গেছে যাতায়তের সময়। শহীদের রক্তে রঞ্জিত ঐতিহ্যবাহী ও সমৃদ্ধশীল বাংলা ভাষাকে এই নবতর প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতেই হবে – এই ভাবনা থেকেই কাহিনীকের প্রতিষ্ঠাতাগণ ‘কাহিনীক অডিওবুক’ অ্যাপ তৈরির সিদ্ধান্ত নেয় ২০২২ সালের মাঝামাঝি।

আধুনিক প্রযুক্তি, বিশ্বব্যাপী ব্যবহার-উপযোগী দ্রুতগতির সার্ভার, ব্যবহার-বান্ধব একটি অ্যাপ তৈরি যেমন চ্যালেঞ্জিং ছিল, তার চেয়েও বেশী চ্যালেঞ্জিং ছিল বাংলা সাহিত্যকে তার রূপ-রস-গন্ধ ঠিক রেখে নতুন মাধ্যমে উপস্থাপন করা। ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা ও কর্মশালার মধ্য দিয়ে কাহিনীক তার নিজস্ব একটি প্রকাশ ফর্ম খুঁজে নিয়েছে। আর এই সাহিত্যিকের রচিত দৃশ্যপটকে কণ্ঠে ধারণে আমাদের সাথে কাজ করছেন একগুচ্ছ সুদক্ষ, সৃজনশীল বাচিক শিল্পীবৃন্দ। আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই।

মান-সম্মত অডিওবুকের প্রধান শর্ত হলো, মান-সম্মত বই। তাই কাহিনীক প্রথম থেকেই প্রকাশনা শিল্পের একটি অংশ হতে চেয়েছে। কাহিনীক-প্রকাশক-লেখক এই তিনপক্ষের মিলিত অংশগ্রহনের কর্মধারা তৈরিতে প্রকাশকবৃন্দ আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমাদের অসীম কৃতজ্ঞতা এই অংশীদার প্রকাশকদের প্রতি।

অমর একুশে বইমেলা ২০২৪ এ কাহিনীক থাকছে বইমেলায় (স্টল নং-৩৯৭) আগত সাহিত্যপ্রেমীদের কাহিনীক অ্যাপের মাধ্যমে সাহিত্যরস আস্বাদনের সুযোগ করে দিতে। মেলার মাঠে আমাদের স্টলে আপনাদের স্বাগত জানাই।
কাহিনীক অডিওবুক রুচি-বিকাশে ও সাংস্কৃতিক-মনন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য স্কুল-কলেজের ছাত্রদের মাঝে অডিওবুক হয়ে উঠতে পারে অতি সহজ মাধ্যম।

বাংলাদেশ সরকারের গৃহীত ‘ডিজিটাল বাংলাদেশ’ ও ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ায় কাহিনীক অ্যাপ এক বিস্ময়কর ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করবে এই পদক্ষেপ। সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের সাহিত্য রস আস্বাদনের এক বিশাল প্ল্যাটফর্ম তৈরি করে দিবে কাহিনীক।

চর্যাপদ থেকে রবীন্দ্রনাথ, বেগম রোকেয়া থেকে শামসুর রহমান, হুমায়ূন আহমেদ থেকে সমকালীন সাহিত্যিকগণ বাংলা ভাষার বিস্তারে যারাই ভূমিকা রেখেছেন সবার প্রতি কাহিনীকের শ্রদ্ধাঞ্জলি।

তিনি সাংবাদিকদের বলেন, আপনাদের উপস্থিতি আমাদের ভরসা যোগায়। যেকোন ভালো উদ্যোগের প্রচারে সংবাদে- গঠনমূলক সমালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংবাদমাধ্যম। তাই আজ কাহিনীকের প্রথম প্রকাশ্য অনুষ্ঠানে আপনারা আমাদের নতুন অংশীদার ও আমাদের ভবিষ্যতের অগ্রপথিক।

The post বাংলা সাহিত্যের অডিওবুক অ্যাপ ‘কাহিনীক’-এর আত্মপ্রকাশ first appeared on বাঙলা প্রতিদিন.

The post বাংলা সাহিত্যের অডিওবুক অ্যাপ ‘কাহিনীক’-এর আত্মপ্রকাশ appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
https://banglapratidin.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95/feed/ 0
ভারতের “জীবন কৃতি সম্মান” পাচ্ছেন ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী https://banglapratidin.net/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa/ https://banglapratidin.net/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa/#respond Sat, 20 Jan 2024 20:16:29 +0000 https://banglapratidin.net/?p=134933 বাঙলা প্রতিদিন ডেস্ক : ভারতের কলকাতার নাট্য সংগঠন সুখচর পঞ্চম তাদের ৩৪ বছর পূর্তি উপলক্ষে দর্শকের দরবার ২৯বর্ষ পর্বে “জীবন কৃতি সম্মান ” প্রদান করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান, শিল্পবন্ধু ঋদ্বিমান ও শিশুবন্ধু ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকীকে। আগামিকাল ২১ জানুয়ারি ২০২৪ এ কলকাতায় এ সম্মাননায় ভূষিত হবেন তিনি। ইতোপূর্বে […]

The post ভারতের “জীবন কৃতি সম্মান” পাচ্ছেন ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী first appeared on বাঙলা প্রতিদিন.

The post ভারতের “জীবন কৃতি সম্মান” পাচ্ছেন ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
বাঙলা প্রতিদিন ডেস্ক : ভারতের কলকাতার নাট্য সংগঠন সুখচর পঞ্চম তাদের ৩৪ বছর পূর্তি উপলক্ষে দর্শকের দরবার ২৯বর্ষ পর্বে “জীবন কৃতি সম্মান ” প্রদান করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান, শিল্পবন্ধু ঋদ্বিমান ও শিশুবন্ধু ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকীকে।

আগামিকাল ২১ জানুয়ারি ২০২৪ এ কলকাতায় এ সম্মাননায় ভূষিত হবেন তিনি।

ইতোপূর্বে এই জীবন কৃতি সম্মান প্রাপ্ত হন উপমহাদেশের খ্যাতিমান রতন থিয়াম ও বাউল সমাজ্ঞী পার্বতী বাউল।

ঋদ্ধিমান নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী বাংলা নাটককে আন্তর্জাতিক পর্যায়ে এবং বাংলাদেশে নাটকের প্রকাশকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন। পাশাপাশি শিশু নাটককে আন্তর্জাতিক ও দেশীয় পরিসরে ভিন্নমাত্রা প্রদান করার নিরলস প্রচেষ্টাকে স্বীকৃতি স্বরূপ সুখচর পঞ্চম খ্যাতিমান অভিনেতা, নির্দেশক, সংগঠক, গণসঙ্গীত শিল্পী ও নাট্যব্যক্তি লিয়াকত আলী লাকীকে তাদের জীবন কৃতি সম্মান প্রদান করছে।

The post ভারতের “জীবন কৃতি সম্মান” পাচ্ছেন ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী first appeared on বাঙলা প্রতিদিন.

The post ভারতের “জীবন কৃতি সম্মান” পাচ্ছেন ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
https://banglapratidin.net/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa/feed/ 0
শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান https://banglapratidin.net/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%ac/ https://banglapratidin.net/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%ac/#respond Mon, 15 Jan 2024 14:40:10 +0000 https://banglapratidin.net/?p=134471 বাঙলা প্রতিদিন ডেস্ক : সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের প্রধান অবলম্বন। যে জাতির সংস্কৃতি যত সমৃদ্ধ সে জাতি সভ্যতা ও সৃষ্টিশীলতার দিক থেকে তত অগ্রগামী। বাঙালি জাতির রয়েছে সংস্কৃতি চর্চার হাজার বছরের ঐতিহ্য ও উত্তরাধিকার। সেই উত্তরাধিকারের ধারাবাহিকতা রক্ষা ও সুকুমারবৃত্তির অনুশীলন-পরিশীলনের মধ্য দিয়ে সৃজনশীল মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বাংলাদেশ […]

The post শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান first appeared on বাঙলা প্রতিদিন.

The post শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
বাঙলা প্রতিদিন ডেস্ক : সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের প্রধান অবলম্বন। যে জাতির সংস্কৃতি যত সমৃদ্ধ সে জাতি সভ্যতা ও সৃষ্টিশীলতার দিক থেকে তত অগ্রগামী। বাঙালি জাতির রয়েছে সংস্কৃতি চর্চার হাজার বছরের ঐতিহ্য ও উত্তরাধিকার। সেই উত্তরাধিকারের ধারাবাহিকতা রক্ষা ও সুকুমারবৃত্তির অনুশীলন-পরিশীলনের মধ্য দিয়ে সৃজনশীল মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের সংস্কৃতি চর্চার অন্যতম জাতীয় প্রতিষ্ঠান। জাতীয় সংস্কৃতির গৌরবময় বিকাশকে অব্যাহত রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন।

জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে সকল মানুষের জন্য শিল্প সংস্কৃতির প্রবাহ তৈরি এবং বিশ্বময় বাঙালি সংস্কৃতির সম্প্রসারণের লক্ষেই শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন তিনি। বর্তমানে ৬৪ জেলায় ও ৪৯৩ উপজেলায় শিল্পকলা একাডেমির শাখা প্রতিষ্ঠিত হয়েছে এবং তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়েছে সংস্কৃতি চর্চা।

দেশের শিল্প-সংস্কৃতির সকল অনুষঙ্গের সংগ্রহ, সংরক্ষণ, বিকাশ সাধন, সবার অন্তরে শিল্পের আলো প্রজ্বালন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের গৌরবোজ্জ্বল সংস্কৃতিকে সুপ্রতিষ্ঠিত করার ব্রত নিয়ে নিরন্তর কাজ করে চলেছে একাডেমি।

‘শিল্পকলা পদক’
বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক ‘শিল্পকলা পদক’ প্রবর্তন বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ইতিহাসে একটি অনন্য পদক্ষেপ। এই আয়োজনের মাধ্যমে একদিকে যেমন গুণী শিল্পীদের গুরুত্বপূর্ণ কৃতিত্বের স্বীকৃতি প্রদান করা হয়, অন্যদিকে আমাদের জীবনঘনিষ্ঠ সংস্কৃতি চর্চা, উন্নয়ন এবং বিকাশের গতি ত্বরান্বিত হয়। বাঙালি সংস্কৃতির বিকাশ-পর্বে শিল্পকলা একাডেমির ভূমিকা প্রণিধানযোগ্য।

গবেষণা ও প্রকাশনা বিভাগের ব্যবস্থাপনায় ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান প্রথা চালুর মাধ্যমে একাডেমির নবপর্যায়ের মঙ্গল-যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য গুণীজন এবং তাঁদের কর্মকে চিহ্নিত করে সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও বিকাশ সাধনের লক্ষ্যে নীতিমালা অনুযায়ী ‘শিল্পকলা পদক’ প্রদান করা হয়ে থাকে।

মাঠ পর্যায় থেকে প্রাপ্ত গুণীজনের তালিকা ও আবেদন চূড়ান্তভাবে মনোনয়নের লক্ষ্যে ‘শিল্পকলা পদক’ নীতিমালা অনুযায়ী আবেদনসমূহ পর্যালোচনা জন্য গঠিত মূল্যায়ন কমিটির মাধ্যমে সর্বসম্মতিক্রমে (১২টি ক্ষেত্র হতে ১০টি ক্ষেত্র) ২০ জন গুণীশিল্পী ও প্রতিষ্ঠানকে ২০২১ সালে এবং ২০২২ সালের জন্য ‘শিল্পকলা পদক’ প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী ১৬ সদস্যের কমিটি প্রতি বছর পদকের জন্য গুণীজন নির্বাচন করে থাকেন। ‘শিল্পকলা পদক’-এর জন্য মনোনীত ব্যক্তি/ প্রতিষ্ঠানকে ১টি করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর নাম এবং মনোগ্রাম সম্বলিত স্বর্ণ পদক, সনদপত্র এবং ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়ে থাকে।

পদক প্রসঙ্গে একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী বলেছেন, ‘‘বিনম্র শ্রদ্ধা মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি শিল্পের মহান পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার স্বপ্নযাত্রায় শিল্প-সংস্কৃতির চর্চা, প্রসার ও বিকাশকে বিশেষ গুরুত্ব দিয়েছেন; অনুপ্রাণিত করে চলেছেন দেশের শিল্পী, সাহিত্যিক এবং সংস্কৃতিসেবীদের। আমি বিশ্বাস করি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশকে বিশ্বের একটি অন্যতম আলোকিত ও সৃজনশীল দেশে পরিণত করতে অনন্য ভূমিকা পালন করবে। আমি পদকপ্রাপ্ত গুণী শিল্পীদের শ্রদ্ধা জানাই। সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।”
২০২১ ও ২০২২ অর্থ বছরে যে সকল গুণী শিল্পীরা শিল্পকলা পদক পেয়েছেন:

২০২১ সালে শিল্পকলা পদক পেয়েছেন:
১. যন্ত্রসঙ্গীত- মো: নূরুজ্জামান
২. নৃত্যকলা- শারমীন হোসেন
৩. কণ্ঠসংগীত- সাদি মহম্মদ
৪. চারুকলা- শিল্পী বীরেন সোম
৫. নাট্যকলা- অধ্যাপক আবদুস সেলিম
৬. লোকসংস্কৃতি – মো: নহীর উদ্দিন
৭. চলচ্চিত্র- ড. মতিন রহমান
৮. আবৃত্তি – কাজী মদিনা
৯. যাত্রাশিল্পী – এম. এ. মজিদ
১০. সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন/সংগঠক- জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ
২০২২ সালে শিল্পকলা পদক পেয়েছেন:
১. যন্ত্রসঙ্গীত- ফোয়াদ নাসের
২. নৃত্যকলা- সাজু আহম্মেদ
৩. কণ্ঠসংগীত- এলেন মল্লিক
৪. চারুকলা- অধ্যাপক অলক রায়
৫. নাট্যকলা- খায়রুল আলম সবুজ
৬. লোকসংস্কৃতি-সুনীল কর্মকার
৭. ফটোগ্রাফি- রফিকুল ইসলাম
৮. আবৃত্তি- মীর বরকতে রহমান
৯. যাত্রাশিল্পী- অরুণা বিশ্বাস
১০. সৃজনশীল সাংস্কৃতিক গবেষক- ড. সফিউদ্দিন আহমদ।
শিল্পকলা পদকপ্রাপ্ত সকল গুণীজনদের বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সদয় অনুমতি ও তারিখ নির্ধারণ সাপেক্ষে ‘শিল্পকলা পদক’ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে।

The post শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান first appeared on বাঙলা প্রতিদিন.

The post শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
https://banglapratidin.net/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%ac/feed/ 0
একুশে বইমেলায় সেরা ২৪ প্রকাশনা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো বিকাশ https://banglapratidin.net/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%aa%e0%a7%8d/ https://banglapratidin.net/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%aa%e0%a7%8d/#respond Mon, 20 Nov 2023 19:12:03 +0000 https://banglapratidin.net/?p=130702 অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন :  একুশে বইমেলা ২০২৩ -এ বিকাশ পেমেন্টের মাধ্যমে সর্বোচ্চ বিক্রেতা ২৪ প্রকাশনা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো বিকাশ। তিন ক্যাটাগরিতে সেরা বই বিক্রেতা প্রকাশনীগুলোকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। প্যাভিলিয়ন ক্যাটাগরিতে বিকাশের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট গ্রহণ করে ‘অ্যাপল ওয়াচ সিরিজ-৮’ জিতে নেয় অন্যপ্রকাশ, ঐতিহ্য, তাম্রলিপি, সাহিত্যদেশ ও প্রথমা প্রকাশনী। দ্বিতীয় পুরস্কার হিসেবে […]

The post একুশে বইমেলায় সেরা ২৪ প্রকাশনা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো বিকাশ first appeared on বাঙলা প্রতিদিন.

The post একুশে বইমেলায় সেরা ২৪ প্রকাশনা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো বিকাশ appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন :  একুশে বইমেলা ২০২৩ -এ বিকাশ পেমেন্টের মাধ্যমে সর্বোচ্চ বিক্রেতা ২৪ প্রকাশনা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো বিকাশ। তিন ক্যাটাগরিতে সেরা বই বিক্রেতা প্রকাশনীগুলোকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

প্যাভিলিয়ন ক্যাটাগরিতে বিকাশের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট গ্রহণ করে ‘অ্যাপল ওয়াচ সিরিজ-৮’ জিতে নেয় অন্যপ্রকাশ, ঐতিহ্য, তাম্রলিপি, সাহিত্যদেশ ও প্রথমা প্রকাশনী। দ্বিতীয় পুরস্কার হিসেবে ‘সিলেটের হোটেল প্যালেস-এ ২ জনের জন্য ২ দিন ১ রাত অবকাশ যাপন’ জিতে নেয় বাতিঘর, পাঞ্জেরী, অস্তিত্ব, চমন প্রকাশ, দ্যা পপ-আপ ফ্যাক্টরি, বাঁধন ও কাকলী প্রকাশনী। আর তৃতীয় পুরস্কার হিসেবে ‘ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ২ জনের জন্য বুফে ডিনার’ জিতে নেয় অনন্যা, জ্ঞানকোষ, বিশ্ব সাহিত্য কেন্দ্র, নালন্দা, সময়, অবসর, অন্বেষা, কথাপ্রকাশ, আগামী, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, প্রগতি ও ষ্টুডেন্ট ওয়েজ প্রকাশনী।

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশকদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রকাশক মাজহারুল ইসলাম, বিকাশ-এর মার্চেন্ট পেমেন্ট এর ভাইস-প্রেসিডেন্ট ফয়সাল শহীদ, মার্চেন্ট বিজনেসের ঢাকা সার্কেলের ভাইস-প্রেসিডেন্ট অভিজিত রায়, মার্কেটিং এর জেনারেল ম্যানেজার জাফর ইকবাল সহ অন্যান্য প্রকাশকরা।

প্রকাশকদের বই মেলায় ডিজিটাল পেমেন্ট গ্রহণ করাকে উৎসাহিত করতে এই আয়োজন করে দেশের সবচেয়ে বড় এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। দেশজুড়ে বড় ব্র্যান্ড শপ, অনলাইন মার্কেটপ্লেস সহ গলির ফার্মেসী, মুদি দোকান, লাইব্রেরী, লাইফস্টাইল পণ্যের ছোট-বড় সব দোকানে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বিকাশ পেমেন্ট। বর্তমানে প্রায় ৬ লাখ মার্চেন্ট রয়েছে বিকাশের।

উল্লেখ্য, গত ছয় বছর ধরে মূল পৃষ্ঠপোষক হিসেবে বাংলা একাডেমি আয়োজিত একুশে বই মেলার সাথে সম্পৃক্ত আছে বিকাশ। বই কিনতে উৎসাহিত করতে প্রতি বছর বইমেলায় ক্যাশব্যাকও দিয়ে আসছে বিকাশ।

The post একুশে বইমেলায় সেরা ২৪ প্রকাশনা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো বিকাশ first appeared on বাঙলা প্রতিদিন.

The post একুশে বইমেলায় সেরা ২৪ প্রকাশনা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো বিকাশ appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
https://banglapratidin.net/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%aa%e0%a7%8d/feed/ 0
বাজারে এলো সদ্যপ্রয়াত কবি আসাদ চৌধুরীর নতুন বই https://banglapratidin.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95/ https://banglapratidin.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95/#respond Wed, 11 Oct 2023 17:37:15 +0000 https://banglapratidin.net/?p=128011 নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সদ্যপ্রয়াত কবি আসাদ চৌধুরীর নতুন শিশুতোষ গল্পের বই ‘ছোট্ট ইঁদুর দেখবে সাগর’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বইটি প্রকাশ করেছে ‘কিন্ডারবুকস’। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাট্যজন রামেন্দু মজুমদার বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মুজিবপিডিয়া সম্পাদক […]

The post বাজারে এলো সদ্যপ্রয়াত কবি আসাদ চৌধুরীর নতুন বই first appeared on বাঙলা প্রতিদিন.

The post বাজারে এলো সদ্যপ্রয়াত কবি আসাদ চৌধুরীর নতুন বই appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সদ্যপ্রয়াত কবি আসাদ চৌধুরীর নতুন শিশুতোষ গল্পের বই ‘ছোট্ট ইঁদুর দেখবে সাগর’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বইটি প্রকাশ করেছে ‘কিন্ডারবুকস’।

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাট্যজন রামেন্দু মজুমদার বইটির মোড়ক উন্মোচন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুজিবপিডিয়া সম্পাদক কবি ফরিদ কবির, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার প্রমুখ।

বইটি প্রকাশ উপলক্ষে ‘কিন্ডারবুকস’-এর প্রকল্পপ্রধান আজহার ফরহাদ বলেন, ‘কবি আসাদ চৌধুরী গত ৫ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। খ্যাতিমান এ কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিন্ডারবুকস থেকে প্রকাশিত হয়েছে তাঁর এ শিশুতোষ বইটি। নজরকাড়া প্রচ্ছদ, নান্দনিক ডিজাইন আর দুর্দান্ত ইলাস্ট্রেশন ও চিত্র শিশুদের আর্কষণ করবে বলে আমাদের বিশ্বাস।’

উল্লেখ্য, বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে ‘ঢাকা বিভাগীয় বইমেলা ২০২৩’। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ঢাকা বিভাগীয় বইমেলা চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। বাংলা একাডেমি চত্বরে প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলছে।

‘ছোট্ট ইঁদুর দেখবে সাগর’ছোটদের জন্য লেখা আসাদ চৌধুরীর শিশুতোষ গল্পের বই। এতে অলঙ্করণ করেছেন শিল্পী রাজীব দত্ত। মূল্য ১৪০ টাকা। ২৫% ছাড়ে মেলায় পাওয়া যাবে ১০৫ টাকায়।

The post বাজারে এলো সদ্যপ্রয়াত কবি আসাদ চৌধুরীর নতুন বই first appeared on বাঙলা প্রতিদিন.

The post বাজারে এলো সদ্যপ্রয়াত কবি আসাদ চৌধুরীর নতুন বই appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
https://banglapratidin.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95/feed/ 0
বিএটি বাংলাদেশ চেয়ারম্যানের বইয়ের মোড়ক উন্মোচন https://banglapratidin.net/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af/ https://banglapratidin.net/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af/#respond Sat, 16 Sep 2023 15:03:25 +0000 https://banglapratidin.net/?p=125958 বাঙলা প্রতিদিন ডেস্ক : বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনের আত্মজীবনীমূলক বই ‘বহুজাতিক কোম্পানিতে ৫০ বছর’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার গুলশান-১ এ অবস্থিত পুলিশ প্লাজা কনকর্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেহজাদ মুনিম। এরপর বইটির […]

The post বিএটি বাংলাদেশ চেয়ারম্যানের বইয়ের মোড়ক উন্মোচন first appeared on বাঙলা প্রতিদিন.

The post বিএটি বাংলাদেশ চেয়ারম্যানের বইয়ের মোড়ক উন্মোচন appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
বাঙলা প্রতিদিন ডেস্ক : বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনের আত্মজীবনীমূলক বই ‘বহুজাতিক কোম্পানিতে ৫০ বছর’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার গুলশান-১ এ অবস্থিত পুলিশ প্লাজা কনকর্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেহজাদ মুনিম। এরপর বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সমাজের গণ্যমান্য ও শিল্পখাতের প্রথিতযশা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

পরে বইটি সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করেন গোলাম মইন উদ্দীন। তিনি বলেন, “বইটি প্রকাশ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দেখতে দেখতে বহুজাতিক কোম্পানিতে কাজ করার অনেকদিন হয়ে গেলো।

এই অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করবো বলে ভাবছিলাম। শেষ পর্যন্ত, এই বইটির মাধ্যমে আমার কর্ম ও ব্যক্তিজীবনের অনেক কথা আপনাদের সাথে বলা হলো। অনুষ্ঠানে আগত সকল অতিথিকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।”

উল্লেখ্য, ‘বহুজাতিক কোম্পানিতে ৫০ বছর’ বইটির ৩৫টি অধ্যায়ে বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনের জীবনের নানা দিক উঠে এসেছে।

বইটির পরতে পরতে ছড়িয়ে আছে মইন উদ্দীনের শৈশব-কৈশোর, কর্মজীবনের শুরু, চা-বাগানে কাজ করার নানান অভিজ্ঞতা, বিএটি বাংলাদেশে লেখকের বর্ণাঢ্য কর্মজীবন, তার সময়কালে বিএটি বাংলাদেশের বিভিন্ন এমডিদের কার্যক্রম, বিএটি বাংলাদেশের নেয়া নানারকম উদ্যোগ এবং কর্মীদের জন্য দিক-নির্দেশনাসহ ব্যক্তিজীবনের বিভিন্ন দিক ।

লেখক আত্মজীবনীমূলক এই বইটি উৎসর্গ করেছেন তাঁর বন্ধুবান্ধব, ৫০ বছরের পেশা জীবনের সহকর্মী, শ্রমিক-কর্মচারী, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কৃষক ও সাধারণ জনগণকে। ৮০০ টাকা গায়ের মূল্যের বইটির প্রচ্ছদ এঁকেছেন লিটন হালদার। বইটি প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী ।

The post বিএটি বাংলাদেশ চেয়ারম্যানের বইয়ের মোড়ক উন্মোচন first appeared on বাঙলা প্রতিদিন.

The post বিএটি বাংলাদেশ চেয়ারম্যানের বইয়ের মোড়ক উন্মোচন appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
https://banglapratidin.net/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af/feed/ 0
আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর রিয়াদ শামসের মার্কেটিং এর বিষয়ে নতুন বই https://banglapratidin.net/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%95%e0%a7%8d/ https://banglapratidin.net/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%95%e0%a7%8d/#respond Sat, 26 Aug 2023 05:41:37 +0000 https://banglapratidin.net/?p=123726 নিজস্ব প্রতিবেদক : মার্কেটিং ম্যানেজমেন্ট পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার’ নিয়ে বিদেশী তিন অধ্যাপকের সাথে যৌথভাবে প্রকাশিত হলো আন্তর্জাতিক পর্যায়ে কর্মরত বাংলাদেশী শিক্ষক ডক্টর রিয়াদ শামসের নতুন বই। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মীজানুর রহমান। ডক্টর শামস যুক্তরাজ্যের নর্থআমব্রিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ ক্যাসেল […]

The post আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর রিয়াদ শামসের মার্কেটিং এর বিষয়ে নতুন বই first appeared on বাঙলা প্রতিদিন.

The post আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর রিয়াদ শামসের মার্কেটিং এর বিষয়ে নতুন বই appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
নিজস্ব প্রতিবেদক : মার্কেটিং ম্যানেজমেন্ট পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার’ নিয়ে বিদেশী তিন অধ্যাপকের সাথে যৌথভাবে প্রকাশিত হলো আন্তর্জাতিক পর্যায়ে কর্মরত বাংলাদেশী শিক্ষক ডক্টর রিয়াদ শামসের নতুন বই।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মীজানুর রহমান।

ডক্টর শামস যুক্তরাজ্যের নর্থআমব্রিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ ক্যাসেল বিজনেস স্কুলের সিনিয়র লেকচারার এবং পিএইচডি কর্মসূচীর প্রধান হিসেবে শিক্ষকতা করছেন।
আলোচ্য বই ‘মার্কেটিং ম্যানেজমেন্ট পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার’এর সহ লেখকগন হলেন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল আর. জিনকোটা, হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসাকি কোতাব এবং নিকোশিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেমেন্তিস ভ্রোন্টিস।
বিশ্ববিদ্যালয়গুলোতে বিপণন বিষয়ে অধ্যায়নরতদের জন্য এই বইটি শিক্ষার্থীদের ক্লাসিক্যাল এবং সমসাময়িক মার্কেটিং বিষয়ে তত্ত্ব এবং তাদের ব্যবহারিক প্রভাব সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদান করবে। প্রথাগত তত্ব থেকে শুরু করে সমসাময়িক কেইস, ব্যবসা ব্যবস্থাপনা থিউরি এবং ক্রস-ফাংশনাল প্রভাব, সমসাময়িক বিপণন ব্যবস্থাপনা নীতি এবং বিপণন ব্যবস্থাপনার ভবিষ্যত প্রয়োগ স্থান পেয়েছে এখানে।
অনুষ্ঠানে, অধ্যাপক মীজানুর রহমান মার্কেটিং ম্যানেজমেন্টের নতুন বইটিকে বাংলাদেশের শিক্ষার্থী এবং গবেষকদের জন্য গুরুত্বপুর্ন একটি রিসোর্স হিসেবে উল্লেখ করেন কারন বইটিতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে স্থানীয় একজন শিক্ষকের ভুমিকা রয়েছে।
সুইজারল্যান্ডের স্পিরঞ্জার পাবলিশিং থেকে চতুর্থ সংস্করনে বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত বিপণন ব্যবস্থা ও প্রযুক্তি ভিত্তিক আগামী দিনের ব্যবসায় আলোকপাত করা হয়েছে বলে জানান লেখক ডক্টর রিয়াদ শামস।
তিনি বলেন, বইটিতে মার্কেটিং এর মূল এবং জটিল সমস্যাগুলিকে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে সারাংশ, মূল শর্তাবলী, পর্যালোচনা এবং আলোচনার প্রশ্ন এবং একটি অনুশীলন কুইজ রয়েছে যাতে করে শিক্ষার্থীরা আনন্দের সাথে নিজের যাচাই করে নিতে পারে।
পাশাপাশি গঠনমূলক চিন্তাভাবনা, বোঝার এবং ভবিষ্যত কর্পোরেট জগতে নিজেদের যোগ্য নেতা করে তুলতে পারবে বলে ধারনা লেখকের।

The post আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর রিয়াদ শামসের মার্কেটিং এর বিষয়ে নতুন বই first appeared on বাঙলা প্রতিদিন.

The post আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর রিয়াদ শামসের মার্কেটিং এর বিষয়ে নতুন বই appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
https://banglapratidin.net/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%95%e0%a7%8d/feed/ 0
একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ রফিক আর নেই https://banglapratidin.net/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%95%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9/ https://banglapratidin.net/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%95%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9/#respond Sun, 06 Aug 2023 19:08:22 +0000 https://banglapratidin.net/?p=121244 বাঙলা প্রতিদিন ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত কবি অধ্যাপক মোহাম্মদ রফিক মারা গেছেন। রোববার (৬ আগস্ট) বরিশাল থেকে ঢাকা ফেরার পথে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। কবি মোহাম্মদ রফিকের মৃত্যুর বিষয়ে কবির ভাই মোহাম্মদ তারেক জানিয়েছেন, তিনি বরিশালে বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। রোববার রাতে সেখান থেকে ঢাকা […]

The post একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ রফিক আর নেই first appeared on বাঙলা প্রতিদিন.

The post একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ রফিক আর নেই appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
বাঙলা প্রতিদিন ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত কবি অধ্যাপক মোহাম্মদ রফিক মারা গেছেন। রোববার (৬ আগস্ট) বরিশাল থেকে ঢাকা ফেরার পথে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

কবি মোহাম্মদ রফিকের মৃত্যুর বিষয়ে কবির ভাই মোহাম্মদ তারেক জানিয়েছেন, তিনি বরিশালে বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন।

রোববার রাতে সেখান থেকে ঢাকা আসার পথে রাজৈর উপজেলায় তিনি অসুস্থ হয়ে পড়েন। গাড়িতে থাকা অবস্থায় তার বমি শুরু হয়।

পরে সেখানকার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হয়। রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কবিকে ঢাকা আনা হবে না। তার মরদেহ বাগেরহাটে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দাফনের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, মোহাম্মদ রফিকের জন্ম ২৩ অক্টোবর ১৯৪৩ সালে বাগেরহাটে। ২০১০ সালের একুশে পদকপ্রাপ্ত এ কবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

একজন মননশীল আধুনিক কবি হিসেবে পরিচিতি পাওয়া মোহাম্মদ রফিক খুলনা জেলা স্কুল থেকে ১৯৫৮ সালে মাধ্যমিক পাস করেন।

পরে ঢাকার নটরডেম কলেজে ভর্তি হন। ১৯৬১ সালে উচ্চমাধ্যমিক পাসের পর রাজশাহী সরকারি কলেজে ইংরেজি বিভাগে ভর্তি হন এবং স্নাতক শেষ করেন।

তার আত্মপ্রকাশ ১৯৬০-এর দশকে। পাকিস্তান আমলে ছাত্র আন্দোলন এবং স্বাধীন বাংলাদেশে আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কাব্যিক রসদ যুগিয়ে তিনি বিখ্যাত হন।

১৯৭০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘বৈশাখী পূর্ণিমা’ প্রকাশিত হয়। ১৯৭৬ সালে প্রকাশ পায় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ধুলার সংসারে এই মাটি’।

কবির উল্লেখযোগ্য অন্য কাব্যগ্রন্থগুলো হলো- কীর্তিনাশা (১৯৭৯), খোলা কবিতা ও কপিলা (১৯৮৩), গাওদিয়ায় (১৯৮৬), স্বদেশী নিঃশ্বাস তুমিময় (১৯৮৮), মেঘে এবং কাদায় (১৯৯১), রূপকথা কিংবদন্তি (১৯৯৮), মৎস্য গন্ধ্যা (১৯৯৯), মাতি কিসকু (২০০০), বিষখালি সন্ধ্যা (২০০৩), নির্বাচিত কবিতা (২০০৩), কালাপানি (২০০৬), নির্বাচিত কবিতা (২০০৭), নোনাঝাউ (২০০৮), দোমাটির মুখ (২০০৯), ত্রয়ী (২০০৯), মোহাম্মদ রফিক রচনাবলী-১ (২০০৯), মোহাম্মদ রফিক রচনাবলী-২ (২০১০)।

কবিতার পাশাপাশি তার গদ্যগ্রন্থের মধ্যে রয়েছে ভালবাসার জীবনানন্দ (২০০৩), আত্মরক্ষার প্রতিবেদন (২০০১), স্মৃতি বিস্মৃতির অন্তরাল (২০০২)।

বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার পান মোহাম্মদ রফিক।

এ ছাড়া আলাওল পুরস্কারসহ (১৯৮১) বিভিন্ন পুরস্কার, পদক ও সম্মাননা পেয়েছেন তিনি।

The post একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ রফিক আর নেই first appeared on বাঙলা প্রতিদিন.

The post একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ রফিক আর নেই appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
https://banglapratidin.net/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%95%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9/feed/ 0