ফুটবল বিশ্বকাপ-২০২২ - বাঙলা প্রতিদিন https://banglapratidin.net/category/খবর/ক্রিকেট/ফুটবল-বিশ্বকাপ/ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল Mon, 16 Oct 2023 18:06:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 বাংলাদেশে বার্সা একাডেমির কার্যক্রম শুরু হতে যাচ্ছে আইএসডি’তে https://banglapratidin.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf/ https://banglapratidin.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf/#respond Mon, 16 Oct 2023 18:06:23 +0000 https://banglapratidin.net/?p=128545 বাঙলা প্রতিদিন ডেস্ক : বার্সেলোনা ফুটবল ক্লাবের অফিসিয়াল ফুটবল স্কুল বার্সা একাডেমি বাংলাদেশে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে। আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বার্সা একাডেমি চালু হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা – আইএসডি’তে। আইএসডি ও দেশের অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২২ অক্টোবর থেকে অনুষ্ঠিত হচ্ছে এই শরৎকালীন প্রশিক্ষণ ক্যাম্প। ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছেন বার্সা একাডেমির […]

The post বাংলাদেশে বার্সা একাডেমির কার্যক্রম শুরু হতে যাচ্ছে আইএসডি’তে first appeared on বাঙলা প্রতিদিন.

The post বাংলাদেশে বার্সা একাডেমির কার্যক্রম শুরু হতে যাচ্ছে আইএসডি’তে appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
বাঙলা প্রতিদিন ডেস্ক : বার্সেলোনা ফুটবল ক্লাবের অফিসিয়াল ফুটবল স্কুল বার্সা একাডেমি বাংলাদেশে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে। আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বার্সা একাডেমি চালু হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা – আইএসডি’তে।

আইএসডি ও দেশের অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২২ অক্টোবর থেকে অনুষ্ঠিত হচ্ছে এই শরৎকালীন প্রশিক্ষণ ক্যাম্প। ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছেন বার্সা একাডেমির হেড কোচ গোর্কা পুজল ও টেকনিক্যাল কো-অর্ডিনেটর জোয়েল লিনাস। সপ্তাহব্যাপী এই ক্যাম্প চলবে আইএসডি’র মাঠে।

পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে আইএসডি সম্প্রতি তাদের নতুন কৌশল ‘আইএসডি ২.০’ উন্মোচন করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে দেশে বার্সা একাডেমি নিয়ে আসছে স্কুলটি। এর মাধ্যমে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষাবিদ, অভিভাবক ও স্থানীয় মানুষ সকলের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।

এই ক্যাম্পে ৬ থেকে ১৭ বছর বয়সী পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ক্যাম্প চলাকালে বার্সেলোনার প্রশিক্ষণ পদ্ধতি এবং এই ক্লাবের মূল্যবোধ সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ থাকছে। যে পদ্ধতি অনুসরণ করে অসংখ্য খেলোয়াড় বিশ্বের সেরা হওয়ার যোগ্যতা অর্জন করেছে সে পদ্ধতি রপ্ত করারও সুযোগ পাবে শিক্ষার্থীরা।

The post বাংলাদেশে বার্সা একাডেমির কার্যক্রম শুরু হতে যাচ্ছে আইএসডি’তে first appeared on বাঙলা প্রতিদিন.

The post বাংলাদেশে বার্সা একাডেমির কার্যক্রম শুরু হতে যাচ্ছে আইএসডি’তে appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
https://banglapratidin.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf/feed/ 0
বিশ্বকাপ আয়োজনে ২২০ বিলিয়ন ডলার খরচ করলো কাতার https://banglapratidin.net/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2/ https://banglapratidin.net/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2/#respond Tue, 20 Dec 2022 20:03:06 +0000 https://banglapratidin.net/?p=94807 স্পোর্টস ডেস্ক : কোষাগারে বিলিয়ন বিলিয়ন ডলার। তাই ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ আয়োজনে ভয় পায়নি কাতার। ২০১০ সালে ফিফার থেকে আয়োজক স্বত্ত্ব পাওয়ার পরই কাতার ঘোষণা দেয়, বিশ্বকে তাক লাগিয়ে দেবেন তারা। কথা মতো কাজ তাদের। ১২ বছরের ব‌্যবধানে কাতারকে পাল্টে ফেলেছে আয়োজকরা। এজন‌্য খরচ করেছে বিলিয়ন বিলিয়ন ডলার। সংখ‌্যাটা কতো? এ নিয়ে আগ্রহের শেষ নেই। […]

The post বিশ্বকাপ আয়োজনে ২২০ বিলিয়ন ডলার খরচ করলো কাতার first appeared on বাঙলা প্রতিদিন.

The post বিশ্বকাপ আয়োজনে ২২০ বিলিয়ন ডলার খরচ করলো কাতার appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
স্পোর্টস ডেস্ক : কোষাগারে বিলিয়ন বিলিয়ন ডলার। তাই ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ আয়োজনে ভয় পায়নি কাতার। ২০১০ সালে ফিফার থেকে আয়োজক স্বত্ত্ব পাওয়ার পরই কাতার ঘোষণা দেয়, বিশ্বকে তাক লাগিয়ে দেবেন তারা। কথা মতো কাজ তাদের। ১২ বছরের ব‌্যবধানে কাতারকে পাল্টে ফেলেছে আয়োজকরা। এজন‌্য খরচ করেছে বিলিয়ন বিলিয়ন ডলার। সংখ‌্যাটা কতো? এ নিয়ে আগ্রহের শেষ নেই।

মধ্যপ্রাচ্যরে দেশটি এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। গণমাধ্যমে এসেছে, কাতার বিশ্বকাপ আয়োজনের জন্য ২২০ বিলিয়ন ডলার খরচ করেছে। ৩২ দলের এই প্রতিযোগিতা রোববার থেকে শুরু হচ্ছে। পর্দা নামবে ১৮ ডিসেম্বর। বিশ্বকাপ আয়োজনের জন্য কাতারের সবচেয়ে বেশি খরচ হয়েছে অবকাঠামো নির্মাণে। নতুন করে ছয়টি স্টেডিয়াম নির্মাণ করেছে আয়োজকরা। সংস্কার করেছে দুটি স্টেডিয়াম। খেলোয়াড়দের প্রস্তুতির জন্য বানাতে হয়েছে অনুশীলনের জায়গা। সেসব আধুনিকিকরণেও ব‌্যয় হয়েছে মোটা অঙ্কের টাকা।

ফিফার কাছে যে পরিকল্পনা কাতার দিয়েছিল তাতে বলা হয়েছে শুধু ফুটবলের অবকাঠামো নির্মাণে ৪ বিলিয়ন ডলার খরচ করবে তারা। কিন্তু আদতে খরচ করেছে ৬.৫ বিলিয়ন থেকে ১০ বিলিয়ন ডলার। ইউএস স্পোর্টস ফাইন্যান্স কনসালটেন্সি ফ্রন্ট অফিস স্পোর্টসের মতে, বাকি প্রায় ২১০ বিলিয়ন ডলার বিমানবন্দর, নতুন রাস্তা, হোটেলসহ উদ্ভাবনী হাব এবং অত্যাধুনিক পাতাল পরিবহনের উন্নয়নে ব‌্যয় করেছে কাতার।

শুধুমাত্র দোহাতেই, ‘দ্য পার্ল’ নামে আবাসন কমপ্লেক্সে ১৫ বিলিয়ন ডলার খরচ করা হয়েছে এবং দোহা মেট্রোতে খরচ হয়েছে ৩৬ বিলিয়ন ডলার। রাশিয়ার নিউজ এজেন্সি টাসের মতে, কাতারের অর্থমন্ত্রী স্বীকার করছেন প্রতি সপ্তাহে অন্তত ৫০০ মিলিয়ন ডলার খরচ করেছে অবকাঠামো নির্মাণে।

সব মিলিয়ে যে ২২০ বিলিয়ন ডলার খরচের কথা বলা হচ্ছে তা কতোটুকু সত‌্য তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। তবে কাতার যে এরচেয়েও বেশি খরচ করতে পারে সেই ধারণা আছে সবারই। আগের বছরগুলোর তুলনায় বিশ্বকাপ আয়োজনের খরচ বহুগুণে বাড়িয়েছে কাতার। ২০১৮ সালে সফলভাবে বিশ্বকাপ আয়োজনের জন‌্য রাশিয়া ১১.৬ বিলিয়ন ডলার খরচ করেছিল। ব্রাজিল ২০১৪ সালে করেছিল ১৫ বিলিয়ন ডলার। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের খরচ ছিল ৩.৬ বিলিয়ন ডলার। এর আগে জার্মানি ২০০৬ সালে ৪.৩ বিলিয়ন ডলার, জাপান ২০০২ সালে ৭ বিলিয়ন ডলার, ফ্রান্স ১৯৯৮ সালে ২.৩ বিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্র ১৯৯৪ সালে ৫০০ মিলিয়ন ডলার খরচ করেছিল।

কাতার এমনি এমনিতেই তো কাড়ি কাড়ি ডলার খরচ করেনি। মহা আয়োজন থেকে লাভ করতে পারবে সেই হিসেব কষেই মাঠে নেমেছে তারা। আট স্টেডিয়ামে ফুটবল তারকাতের পায়ের জাদুতে বুঁদ হয়ে থাকবেন সমর্থকরা। ফিফা জানিয়েছে, আট স্টেডিয়ামে মোট তিন মিলিয়ন টিকিট তারা বিক্রি করেছে। শুধু টিকিট বিক্রি থেকেই ফিফা রেকর্ড রেভেনিউ পেতে পারে। রাশিয়া বিশ্বকাপে টিকিট বিক্রি থেকে ফিফার আয় ছিল ৫.৪ বিলিয়ন ডলার। এবার সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলেই রিপোর্টে এসেছে। এর পেছনে কারণ, ম‌্যাচ টিকিটির দাম বৃদ্ধি।

জার্মানির ক্রীড়া ক্রোড়পত্র আউটফিটার এক গবেষণায় বলেছে, ২০১৮ সালের টিকিটের থেকে ৪০ শতাংশ বেশি দামে কাতার বিশ্বকাপের টিকিট কিনেছে দর্শকরা। ফাইনালের টিকিটের সর্বনিম্ন দাম পড়েছে ৬৮৪ পাউন্ড। সর্বোচ্চ ৫ হাজার পাউন্ড ছাড়িয়ে। এছাড়া ম‌্যাচপ্রতি গড় টিকিটের মূল‌্য ২৮৬ পাউন্ড, রাশিয়া বিশ্বকাপে যা ছিল ২১৪ পাউন্ড।

কিলার স্পোর্টসের ভাষ‌্যমতে, ‘শেষ ২০ বছরে সবচেয়ে বেশি টিকিটমূল‌্য দিয়ে মাঠে প্রবেশ করতে যাচ্ছেন সমর্থকরা। ফাইনালে যারা টিকিট পেয়েছেন তারা শেষ চার বছরের তুলনায় ৫৯ শতাংশ বেশি অর্থ খরচ করছে।’

ধারণা করা হচ্ছে, শুধু টিকিট থেকেই ২০ বিলিয়ন ডলার আয় করবে আয়োজকরা। এছাড়া ২ লাখ ৪০ হাজার হসপিটালিটি প‌্যাকেজ বিক্রি করেছে আয়োজকরা। এছাড়া ব্রডকাস্টটিং স্বত্ব, স্পন্সর স্বত্ব থেকেও বিশাল আয়ের সম্ভাবনা রয়েছে কাতারের।

The post বিশ্বকাপ আয়োজনে ২২০ বিলিয়ন ডলার খরচ করলো কাতার first appeared on বাঙলা প্রতিদিন.

The post বিশ্বকাপ আয়োজনে ২২০ বিলিয়ন ডলার খরচ করলো কাতার appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
https://banglapratidin.net/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2/feed/ 0
বাংলালিংকের বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখলো হাজারো মানুষ https://banglapratidin.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/ https://banglapratidin.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/#respond Mon, 19 Dec 2022 18:34:05 +0000 https://banglapratidin.net/?p=94657 সুর এবং নান্দনিক ফুটবল নৈপুণ্যে সাক্ষী হয়ে রইলো বাংলাদেশ নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের পর্দা নামলো গত ১৮ ডিসেম্বর। মেসি এম্বাপ্পেদের গোলে বার বার উল্লাসে কেপে ওঠে পুরো আইসিসিবি এক্সপো জোন। টান টান উত্তেজনায় সকলের প্রিয় লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ৩৬ বছরের তীব্র উত্তেজনার পর দীর্ঘ প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ জিতে ট্রফি […]

The post বাংলালিংকের বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখলো হাজারো মানুষ first appeared on বাঙলা প্রতিদিন.

The post বাংলালিংকের বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখলো হাজারো মানুষ appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
সুর এবং নান্দনিক ফুটবল নৈপুণ্যে সাক্ষী হয়ে রইলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের পর্দা নামলো গত ১৮ ডিসেম্বর। মেসি এম্বাপ্পেদের গোলে বার বার উল্লাসে কেপে ওঠে পুরো আইসিসিবি এক্সপো জোন। টান টান উত্তেজনায় সকলের প্রিয় লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ৩৬ বছরের তীব্র উত্তেজনার পর দীর্ঘ প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ জিতে ট্রফি নিলো। হাজারো মানুষ সাক্ষী হয়ে রয় এক অবিস্মরনীয় ফাইনালের।

বলছিলাম বাংলালিংক ফুটবল কার্নিভাল এর গালা ফাইনাল ইভেন্টের কথা। বাংলালিংক এবারের বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল প্রেমীদের জন্য বিশাল আয়োজন রেখেছিল। এরই অংশ হিসেবে ছিলো সারাদেশের বিভিন্ন স্থানে বড়পর্দায় বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখার সুযোগ। এই ফুটবল কার্নিভালের গালা ফাইনাল ইভেন্টে আইসিসিবি এক্সপো জোনে সমাগম ঘটে হাজারো মানুষ। অনুষ্ঠানটির ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করেছে স্কাই ট্র্যাকার লিমিটেড।

খেলা দেখতে আসা দর্শকদের মাতাতে বাংলালিংক আয়োজন করেছিল ৬টি সনামধন্য ব্যান্ডের চোখধাধানো পারফরমেন্স। ওয়ারফেজ, আর্টসেল, ক্রিপটিক ফেইট, নেমেসিস, এভোয়েড রাফা, ক্যালিপ্সো একে এক দর্শক মাতানো পার্ফরমেন্স উপহার দেয়। অনুষ্ঠানটির পেমেন্ট পার্টনার হিসেবে ছিল বিকাশ। ব্রডকাস্টিং পার্টনার হিসেবে কাজ করেছে টি-স্পোর্টস। এছাড়াও অনুষ্ঠানে সংযুক্ত রয়েছে বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফোরাম কমিউনিটি।

বাংলালিংক দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশে মেগা স্পোর্টস ইভেন্টের লাইভ স্ট্রিমিং একমাত্র ডিজিটাল বিনোদন অ্যাপ টফি বাস্তবায়ন করেছে। দেশসেরা এই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটি সারাদেশের দর্শকদের জন্য যেকোন নেটওয়ার্ক থেকে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার সুযোগ করে দিয়েছে।

বাংলালিংক এর ব্রান্ড এন্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফী আহমদ ‘বাংলালিংক ফুটবল কার্নিভাল’ নিয়ে বলেন, “বাংলালিংক সবসময়ই মিউজিক এবং যুব সমাজের সাথে থেকেছে। এরই ধারাবাহিকতায় আমরা সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০ টির বেশি কনসার্ট করেছি সেখানে আমরা বিপুল পরিমাণ যুব সম্প্রদায়কে আমরা একসাথে করতে পেরেছি।

এছাড়াও ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে আমরা নিয়ে এসেছি বাংলালিংক ফুটবল কার্নিভাল, এই প্রোগ্রামের আওতায় আমরা সারা দেশে বিভিন্ন স্থানে বড় পর্দায় ফিফা বিশ্বকাপ দেখার ব্যবস্থা করে দিয়েছি, এই ফুটবল কার্নিভালের গালা ইভেন্ট অনুষ্ঠিত হয়ে গেল আইসিসিবি এক্সপো জোনে। বাংলালিংক এর এই আয়োজনে দর্শক মাতাতে ছিল সনামধন্য ৬টি ব্যান্ডের সঙ্গীত পরিবেশনা।

একইসাথে এই মাসেই বাংলালিংক ওয়ার্ল্ড কাপ কার্নিভাল- আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করেছিল। সেখানে মোট ১২টি ইউনিভার্সিটির শতাধিক ছাত্র অংশগ্রহন করে। পুরো ডিসেম্বর মাস জুড়ে বাংলালিংক মিউজিক নিয়ে আরো অনেক কাজ করবে।

The post বাংলালিংকের বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখলো হাজারো মানুষ first appeared on বাঙলা প্রতিদিন.

The post বাংলালিংকের বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখলো হাজারো মানুষ appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
https://banglapratidin.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/feed/ 0
দ্বিতীয়বারের মত বিশ্বকাপের ফাইনালে উঠলো ফ্রান্স https://banglapratidin.net/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be/ https://banglapratidin.net/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be/#respond Wed, 14 Dec 2022 21:36:33 +0000 https://banglapratidin.net/?p=93996 ক্রীড়া ডেস্ক : সেমিফাইনাল থেকেই বিদায় নিলো মরক্কো। সেমিফাইনালে দারুণ জমজমাট লড়াই শেষে আফ্রিকার সিংহ মরক্কোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপের ফাইনালে উঠলো ফ্রান্স। ফলে উড়ছেন এমবাপে, উড়ছে ফ্রান্স। আবারো বিশ্বকাপের ফাইনালে উঠলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এমবাপেরা গত ২০১৮ বিশ্বকাপ যেখান থেকে শুরু করেছিল সেখান থেকেই যেন এই বিশ্বকাপ শুরু করে ৷ […]

The post দ্বিতীয়বারের মত বিশ্বকাপের ফাইনালে উঠলো ফ্রান্স first appeared on বাঙলা প্রতিদিন.

The post দ্বিতীয়বারের মত বিশ্বকাপের ফাইনালে উঠলো ফ্রান্স appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
ক্রীড়া ডেস্ক : সেমিফাইনাল থেকেই বিদায় নিলো মরক্কো। সেমিফাইনালে দারুণ জমজমাট লড়াই শেষে আফ্রিকার সিংহ মরক্কোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপের ফাইনালে উঠলো ফ্রান্স। ফলে উড়ছেন এমবাপে, উড়ছে ফ্রান্স। আবারো বিশ্বকাপের ফাইনালে উঠলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

এমবাপেরা গত ২০১৮ বিশ্বকাপ যেখান থেকে শুরু করেছিল সেখান থেকেই যেন এই বিশ্বকাপ শুরু করে ৷ দুর্দান্ত খেলেই আবারো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল ফ্রান্স৷ অথচ পুরো ম্যাচেই দাপট দেখিয়ে খেলেছে মরক্কো।

ফেবারিটের তকমা লাগিয়ে বিশ্বকাপে আসা ফ্রান্স শুরুটাও করে স্বপ্নের মত। থিও হার্নান্দেজের বা পায়ের দারুণশটে ম্যাচের ৫ মিনিটের মাথায় ১-০ ব্যবধানে এগিয়ে গেল ফ্রান্স। বিশ্বকাপে প্রথমবারের মত প্রতিপক্ষ ফুটবলারের কাছ থেকে গোল হজম করল মরক্কো।

এক গোল খেলেও দারুণভাবে খেলতে থাকে মরক্কো। ১১ মিনিটে ডি বক্সের বাইরে থকে উনাহির দূরপাল্লার শট বা পাশে ঝাপিয়ে পড়ে রুখে দেন ফ্রেঞ্চ গোলরক্ষক হুগো লরিস।

১৮ মিনিটে আবারো গোলের সুযোগ পায় মরক্কো। বৌফালের পাস থেকে ডি বক্সে বল পেলেও বা পায়ের দুর্বল শটে গোল করতে ব্যর্থ হন জিয়েচা এর ঠিক ১ মিনিট পরে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ফ্রান্সও। ডি বক্সের ভেতর গোলরক্ষককে একা পেয়ে বা পায়ে শট নেন জিরুড। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বারে লেগে বল চলে যায় বাইরে।

৩৬ মিনিটে দারুণ এক কাউন্টার এটাকে মরিক্কোর রক্ষণভাগে ভয় ধরিয়ে দেয় এমবাপে ও জিরুড। এমবাপের পেসের কাছে পরাস্ত হন মরক্কোর ডিফেন্ডার।

ফলে এমবাপের দুর্বল শট ক্লিয়ার করেন মরক্কোর ডিফেন্ডার। কিন্তু ফোফানার পাস থেকে দারুণ ভাবে একা বল পেয়ে গোলবারের বাইরে শট নেন জিরুড।

৪১ নিনিটে গ্রিজম্যানের কর্নার থেকে ভারানের ডান পায়ের শট আবারো লক্ষ্যভ্রষ্ট হয়ে বাইরে চলে যায়। ম্যাচের ৪৭ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় মরক্কো। কিন্তু এল ইয়ামিকের ওভার হেড কিক গোলবারে লেগে প্রতিহত হয়, ফলে গোলবঞ্চিত হয় মরক্কো।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরো আক্রমণাত্মকভাবে খেলতে থাকে মরক্কো। ৫৫ মিনিটে ফ্রেঞ্চ রক্ষণভাগে ভয় ধরিয়ে দেন মরক্কোর ফুটবলাররা। বৌফাল, এল নাসিরের দুই প্রচেষ্টা রুখে দেন ভারান ও থিও হার্নান্দেজ।

পুরো ম্যাচে দারুণভাবে বল দখলে নিয়ে খেলতে থাকে মরক্কো। কিন্তু আক্রমণভাগে গিয়েই যেন খেই হারিয়ে ফেলছিল তাদের ফুটবলাররা।

মরক্কোর ভুলের খেসারত দিতে হয় ৮০ মিনিটে। দারুণ এক কাউন্টার এটাক থেকে এমবাপের একক নৈপুণ্যে ডিবক্সের ভেতর শট নিলে সেট প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লেগে যায় কোলো মুয়ানির কাছে৷ এমন সুযোগ আর তিনি মিস করেননি৷ বদলি হিসেবে নামার ২ মিনিটের ভেতরেই ফ্রান্সের জার্সি গায়ে নিজের প্রথম গোলটি করেন তিনি।

দুই গোলে পিছিয়ে থেকে আর ম্যাচে ফিরতে পারেনি মরক্কো। ৯২ মিনিটে ডিবক্সের বাইরে থেকে মরক্কোর উনাহির শট চলে যায় গোলবারের উপর দিয়ে। শেষ দিকে আরো কয়েকবার ফ্রান্স আক্রমণভাগে বল নিয়ে ঢুকলেও ফিনিশিংটাই করতে পারেনি ফ্রান্স। ফলে বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হল আফ্রিকান প্রতিনিধি মরক্কোকে।

The post দ্বিতীয়বারের মত বিশ্বকাপের ফাইনালে উঠলো ফ্রান্স first appeared on বাঙলা প্রতিদিন.

The post দ্বিতীয়বারের মত বিশ্বকাপের ফাইনালে উঠলো ফ্রান্স appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
https://banglapratidin.net/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be/feed/ 0
চমক দেখালেন মেসি ও অ্যালভারেজ, দুই গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা https://banglapratidin.net/%e0%a6%9a%e0%a6%ae%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ad/ https://banglapratidin.net/%e0%a6%9a%e0%a6%ae%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ad/#respond Tue, 13 Dec 2022 20:25:09 +0000 https://banglapratidin.net/?p=93847 ক্রীড়া ডেস্ক : ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে প্রথম থেকে আর্জেন্টিনা ছিল বেশ বিবর্ণ। সেই আর্জেন্টিনা সুযোগ সৃষ্টি করল একটা। সেই একটাতেই বক্সে ফাউলের শিকার হলেন ইউলিয়ান অ্যালভারেজ। পেনাল্টি গেল আর্জেন্টিনার পক্ষে। লিওনেল মেসি এগিয়ে এলেন। দারুণ এক পেনাল্টি থেকে করলেন গোল। আর্জেন্টিনা তাতেই গেল এগিয়ে। সেই এক গোলে মেসি একটা রেকর্ডও গড়ে ফেললেন। আর্জেন্টিনার জার্সি গায়ে […]

The post চমক দেখালেন মেসি ও অ্যালভারেজ, দুই গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা first appeared on বাঙলা প্রতিদিন.

The post চমক দেখালেন মেসি ও অ্যালভারেজ, দুই গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
ক্রীড়া ডেস্ক : ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে প্রথম থেকে আর্জেন্টিনা ছিল বেশ বিবর্ণ। সেই আর্জেন্টিনা সুযোগ সৃষ্টি করল একটা। সেই একটাতেই বক্সে ফাউলের শিকার হলেন ইউলিয়ান অ্যালভারেজ। পেনাল্টি গেল আর্জেন্টিনার পক্ষে। লিওনেল মেসি এগিয়ে এলেন। দারুণ এক পেনাল্টি থেকে করলেন গোল। আর্জেন্টিনা তাতেই গেল এগিয়ে।

সেই এক গোলে মেসি একটা রেকর্ডও গড়ে ফেললেন। আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা এতদিন ছিল গ্যাব্রিয়েল বাতিস্তুতার। নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টিতে গোল করে মেসির গোলও হয়ে গিয়েছিল বাতিগোলের সমান ১০টিই। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলে আজ তাকে ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

আর্জেন্টিনা সেই এক গোলে সন্তুষ্ট রইল না। দারুণ খেলেও গোলটা হজম করে কোয়াট রক্ষণ খানিকটা নড়বড়েই হয়ে গিয়েছিল। সেই নড়বড়ে রক্ষণের সুযোগটাই নিয়েছেন প্রথম গোলের কুশীলব অ্যালভারেজ।

প্রথম গোলের পাঁচ মিনিট পর মেসি মাঠের মধ্যরেখার কাছ থেকে বল বাড়িয়ে দেন তাকে। সেই থেকে টেনে নিয়ে ক্রোয়েশিয়ার রক্ষণ ভাঙেন তিনি, গোলরক্ষকের কাছে গিয়ে চতুর ফিনিশে করেন চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় গোলটা। তাতেই আকাশি-সাদারা এগিয়ে যায় দুই গোলে।

The post চমক দেখালেন মেসি ও অ্যালভারেজ, দুই গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা first appeared on বাঙলা প্রতিদিন.

The post চমক দেখালেন মেসি ও অ্যালভারেজ, দুই গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
https://banglapratidin.net/%e0%a6%9a%e0%a6%ae%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ad/feed/ 0
খেলার চেয়েও বেশি কিছু-আবেগ ও অনুপ্রেরণায় ভরপুর ফুটবল https://banglapratidin.net/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%86%e0%a6%ac/ https://banglapratidin.net/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%86%e0%a6%ac/#respond Sun, 04 Dec 2022 18:14:43 +0000 https://banglapratidin.net/?p=92717 অপো ইন্সপিরেশনাল গেমসের সাক্ষাৎকারে উঠে এলো তিনজন ফুটবল প্রেমীর গল্প নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতি কি ছিল? হয়তোবা যখন আপনি ও আপনার বন্ধুরা বিদ্যালয়ের গণ্ডি পার হয়েছেন, অথবা প্রথমবার যেদিন বেতন পেয়েছেন? নাকি যেদিন সকল প্রতিকূলতা উপেক্ষা করে আপনার টিম চ্যাম্পিয়ন হয়েছিল? সেটা যেদিনই হোক না কেন, সেই স্মরণীয় স্মৃতি […]

The post খেলার চেয়েও বেশি কিছু-আবেগ ও অনুপ্রেরণায় ভরপুর ফুটবল first appeared on বাঙলা প্রতিদিন.

The post খেলার চেয়েও বেশি কিছু-আবেগ ও অনুপ্রেরণায় ভরপুর ফুটবল appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
অপো ইন্সপিরেশনাল গেমসের সাক্ষাৎকারে উঠে এলো তিনজন ফুটবল প্রেমীর গল্প

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতি কি ছিল? হয়তোবা যখন আপনি ও আপনার বন্ধুরা বিদ্যালয়ের গণ্ডি পার হয়েছেন, অথবা প্রথমবার যেদিন বেতন পেয়েছেন? নাকি যেদিন সকল প্রতিকূলতা উপেক্ষা করে আপনার টিম চ্যাম্পিয়ন হয়েছিল? সেটা যেদিনই হোক না কেন, সেই স্মরণীয় স্মৃতি আমাদের মন থেকে কখনো মুছে যাবে না।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ৬৭ বছরের ইতিহাস আবেগী মুহূর্ত ও স্মরণীয় স্মৃতিতে পরিপূর্ণ। খেলোয়াড়দের দলগত নৈপুণ্য এবং খেলার প্রতি তাদের অনুরাগ ছিল চোখে পড়ার মতো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ভক্তদের জন্য অপো আয়োজন করে একটি গ্লোবাল ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে উত্তেজনাপূর্ণ তিনটি ম্যাচ বাছাই করতে বলা হয়। প্রথমে, এমন মানুষদের খুঁজে বের করা হয় যারা ম্যাচগুলো সরাসরি দেখেছেন, পরবর্তীতে তাদের সাক্ষাত্কার নেয়া হয় এবং তাদের গল্প সবার কাছে তুলে ধরা হয়। ‘ইন্সপিরেশনাল গেমস’ শীর্ষক এই ক্যাম্পেইন ফুটবল ভক্তদের একত্রিত করবে বলে বিশ্বাস করে অপো।

মানুষ যখন কঠিন সময়ে বিশ্বাস ও মানসিক শক্তি হারিয়ে ফেলে, তখন এমন অনুপ্রেরণামূলক মুহূর্ত মানুষের জীবনে নতুন করে সাহস যোগায়। এই ক্যাম্পেইনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচের সাথে জড়িত আবেগঘন মুহূর্ত মনে করতে বলা হয়। এই গল্পগুলো বিশ্বজুড়ে আরও অনেক মানুষকে অনুপ্রাণিত করবে।

প্যারিস ভিত্তিক গ্রাফিক ডিজাইনার ও ফটোগ্রাফার ন্যাম কুন বলেন, “খেলা দেখতে স্টেডিয়ামে যাওয়া সবসময় রোমাঞ্চকর। ফুটবল সবসময় আপনাকে আবেগী করে তুলবে এবং আপনি কখনোই বিরক্ত হবেন না। ন্যাম একজন ফিল্ড ফটোগ্রাফার হিসেবে পিএসজি ও বার্সেলোনার ঐতিহাসিক ম্যাচ দেখেছেন। প্রথম লেগে ৪-০ গোলে হারের পর, দ্বিতীয় লেগে ১-৬ গোলের জয় তুলে নেয়ার সাক্ষী ছিলেন তিনি।

টোনিন এল তোরেরো নামের আরেকজন ভক্ত বলেন, “রিয়াল মাদ্রিদের প্রতি আবেগ ফ্যানদের মধ্যে এক ধরণের বন্ধন তৈরি করে।” টোনিন সেই সময়ের কথা স্মরণ করেন যখন তাদের দল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একটি চমৎকার গোল করে। সেই মুহূর্ত ছিল আনন্দ ও আশার এক অদ্ভুত মিশেল।

অপো সম্প্রতি মাইক ফার্নির সাক্ষাৎকার গ্রহণ করেছে, যিনি বিশেষভাবে সক্ষম ফ্যান হওয়ায় ভিন্নভাবে ফুটবল ম্যাচ উপভোগ করেন। দৃষ্টিগতভাবে বিশেষভাবে সক্ষম একজন কীভাবে স্টেডিয়ামে বসে ফুটবল ম্যাচ উপভোগ করতে পারে – এই প্রশ্নের উত্তর হল কোন জিনিসের প্রতি আপনার অনুরাগ। ফুটবলের প্রতি ছোটবেলার অনুরাগই তার আজীবনের অভ্যাসে পরিণত হয়েছে; আর এ কারণেই তার উপভোগ করা সবগুলো ম্যাচ তাকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

মাইক ফার্নি জন্ম থেকেই দৃষ্টিগতভাবে বিশেষভাবে সক্ষম, কিন্তু এটি ফুটবলের প্রতি তার ভালোবাসা কমাতে পারেনি। লিভারপুলের মাধ্যমে ফুটবলের প্রতি ভালোবাসা জন্ম নেয় তার, যা আজ পর্যন্ত একই রকম আছে। দৃষ্টিগতভাবে বিশেষভাবে সক্ষমতার কঠিন সময়ে মাত্র ১৩ বছর বয়সে ইস্তাম্বুলে লিভারপুলের বিজয় তাকে গভীরভাবে নাড়া দেয়।

“তারা ইউরোপের সেরা একটি দলের বিপক্ষে তিন-শূন্যতে পিছিয়ে ছিল।” এখনও মাইক সেই সময়ের কথা খুব ভালোভাবে মনে করতে পারে। “খুব সহজেই হাল ছেড়ে দেয়া তখন সবচেয়ে সহজ কাজ ছিল। কিন্তু তারা সামনের দিকে এগিয়ে গেছে। ওই মুহুর্তটি আসলে খুবই স্মরণীয় ছিল। তখন যা ঘটে তা আমার চিন্তার জগতকে নাড়া দিতে সক্ষম হয়। যদিও এটা ফুটবল খেলা ছিল, কিন্তু এটা আসলে আমার জীবনের জন্য খুব শিক্ষণীয় ছিল।”

মাঠে যা ঘটছিল তার সবকিছুর নিখুঁত বর্ণনা দিয়ে মাইককে সাহায্য করছিল তার ভাই স্টিফেন। আর মাইক স্টেডিয়ামে বসে থেকেই খেলার আনন্দ উপভোগ করছিল। স্টেডিয়ামে ভিড়ের মধ্যে উপস্থিত থেকে একটি আলাদা অনুভূতি পাওয়া যায়। সেই অনুভূতি মাইককে উদ্বেলিত করে, ম্যাচ উপভোগ করতে সাহায্য করে।

অপো এর মূলমন্ত্র ‘ইন্সপিরেশন এহেড’ দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষের খেলা উপভোগ করার মাধ্যমে নতুন মাত্রা যোগ করতে কাজ করছে। এর মধ্যে রয়েছে মাইকের মতো যারা দৃষ্টিগতভাবে ও অন্যান্যভাবে বিশেষভাবে সক্ষম তাদেরকে এগিয়ে নিয়ে যেতে উপযুক্ত প্রযুক্তি। উদাহরণ হিসেবে বলা যায় কালার ভিশন এনহান্সমেন্ট টেকনোলজির কথা, যা অপো ফাইন্ড এক্স৩ সিরিজে সংযোজন করা হয়েছে। কালার ভিশন সমস্যায় ভুগছেন এমন মানুষদের সাহায্য করতে এটি ডিজাইন করা হয়েছে।

এছাড়া, সহজে ব্যবহারোপযোগী প্রযুক্তি তৈরির চেষ্টা করছে অপো রিসার্চ ইনস্টিটিউট ইনোভেশন অ্যাক্সিলারেটর, যা এবছর বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। অ্যাক্সিলারেটরের প্রধান উদ্দেশ্য ছিল যুগান্তকারী সব ভাবনাকে বাস্তবে রূপদান করা। যতো বাধাই আসুক না কেন, অপো এর ‘ইন্সপিরেশন এহেড’ মূলমন্ত্রের ওপর ভিত্তি করে সমস্ত সীমাবদ্ধতা কাটিয়ে উঠে প্রযুক্তিগত উদ্ভাবন চালিয়ে যাবে। মানুষের জীবনকে আরও বেশি উপভোগ্য করে তুলতে কাজ করে যাবে অপো; যেন সবাই তাদের নিজস্ব কাজের মাধ্যমে অনুপ্রেরণার উৎস খুঁজে নিতে পারে।

The post খেলার চেয়েও বেশি কিছু-আবেগ ও অনুপ্রেরণায় ভরপুর ফুটবল first appeared on বাঙলা প্রতিদিন.

The post খেলার চেয়েও বেশি কিছু-আবেগ ও অনুপ্রেরণায় ভরপুর ফুটবল appeared first on বাঙলা প্রতিদিন.

]]>
https://banglapratidin.net/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%86%e0%a6%ac/feed/ 0