নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নরম মাটিতে ভূমিকম্প প্রতিরোধী মোড়ানো বাঁধ উদ্ভাবন করে KANS সাইন্টিফিক পুরস্কার ২০২১ এর চুড়ান্ত রাউন্ডের জন্য মনোনিত হয়েছেন বাংলাদেশী তরুণ গবেষক ড. রিপন হোড়। প্রতিযোগিতার চুড়ান্ত পর্বটি ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। KANS প্রতিযোগিতা হলো মুসলিম বিশে^র (OIC-ভুক্ত দেশ) তরুণ গবেষক ও বৈজ্ঞানিকদের সর্বোচ্চ প্রতিযোতা, যা মর্যাদাপূর্ণ মোস্তফা বিজ্ঞান ও প্রযুক্তি ফাউন্ডেশন আয়োজন করে থাকে। KANS প্রতিযোগিতার জন্য গত বছরের আগস্টে বিজ্ঞাপন দিয়েছিল KANS কমিটি। যেখানে ২৫টি দেশের ৬৫৮টি উদ্ভাবন জমা পড়ে। উদ্ভাবনগুলো পৃথিবীর বিখ্যাত গবেষক ও বৈজ্ঞানিকরা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে গত বছরের ডিসেম্বরে ১০০টি উদ্ভাবনকে দ্বিতীয় রাউন্ডে মনোনয়ন দেয় হয়। এই ১০০টি উদ্ভাবনকে সুনির্দিষ্ট নির্ণায়ক (Criteria) এর মাধ্যমে যাচাই করে ১৭টি উদ্ভবনকে চুড়ান্তপর্বের জন্য মনোনয়ন দেয়া হয়। সমস্ত উদ্ভাবনকে মোট ৬টি প্রযুক্তি ক্ষেত্রে ভাগ করা হয়। সেগুলো হলো ১) অর্থনীতি ও ব্যাংকিং ২) শক্তি, পানি ও পরিবেশ ৩) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৪) স্বাস্থ্য ৫) পরিবহন ৬) খনি ও খনিজ শিল্প। চুড়ান্ত পর্বে ৬ ক্যাটগড়িতে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের মধ্যে ৩০ গ্রাম গোল্ড পদক, ২০০০ ডলার এবং নেটওয়ার্ক প্লাটফর্ম হতে উপকৃত হওয়ার জন্য বিশেষ সুবিধাগুলো। এখানে উল্লেখ্য KANS শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয় এবং উদ্ভাবকরা তাদের বৈজ্ঞানিক সাফল্যের জন্য বিদেশী গ্রাহক খুঁজে পেতে পারে। এর আগে KANS প্রতিযোগিতা ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল।
এর আগে বাংলাদেশের নরম মাটিতে ড. রিপন হোড়ের উদ্ভাবিত ভূমিকম্প প্রতিরোধী মোড়ানো বাঁধ নিয়ে বাংলাদেশের দৈনিক বিভিন্ন পত্রিকায় যেমন ইত্তেফাক, জনকন্ঠ, ঢাকা পোষ্ট, ঢাকা ট্রিবিউন, এশিয়ান এইজ, বাংলাদেশ প্রতিদিন, দ্যা নিউ নেশন, বাংলাদেশ সংবাদ সংস্থা, সমকাল সহ ইলেকট্রিনিক্স মিডিয়া বিটিভি, এটিএন বাংলা, মাছরাঙ্গা এবং আরটিভিতে প্রতিবেদন প্রকাশিত হয়।
ইতিমধ্যে ড. রিপন হোড়ের এ গবেষনার ফলাফল ৬টি বিখ্যাত আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। ড. রিপন হোড়ের এ উদ্ভাবিত বাঁধ শুধু ভূমিকম্প প্রতিরোধই হবে না- এটি বন্যা প্রতিরোধক বাঁধ হিসেবে বেশ কাজ করবে এবং এ বাঁধটি খাড়া হবার কারণে সরকারের ব্যাপক ভূমি অধিগ্রহণ ব্যয় কমিয়ে দিবে, পাশাপাশি ব্যাপক কৃষি জমির সাশ্রয় হবে।
ড. রিপন হোড়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সিনিয়র সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।