নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : UNODC কর্তৃক প্রথমবারের মত বাংলাদেশ কোস্ট গার্ডে VBSS for Boarding Team কোর্স এর ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
UNODC (United Nations Office on Drugs and Crime) এর তত্ত্বাবধানে প্রথমবারের মত বাংলাদেশ কোস্ট গার্ডের ট্রেনিং ঘাঁটি বিসিজি বেইস অগ্রযাত্রার “মেরিটাইম সেফটি এন্ড মেরিটাইম সিকিউরিটি” স্কুলে অনুষ্ঠিত হলো VBSS (Visit, Board, Search and Seizure) for Boarding Team কোর্স ।
তিনি বলেন, গত ২১ নভেম্বর হতে ০২ ডিসেম্বর ২০২১ পর্যন্ত অনুষ্ঠিত কোর্সে প্রশিক্ষক হিসেবে রাশিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ০৩ জন প্রশিক্ষক দায়িত্ব পালন করেন। বাংলাদেশ কোস্ট গার্ড এর ০৪ জন কর্মকর্তা ও ১২ জন নাবিকদের সমন্বয়ে উক্ত কোর্স সমাপনীর ব্যাবহারিক প্রশিক্ষন পরিদর্শন এবং প্রশিক্ষনার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে Certificate প্রদান করেন বাংলাদেশ কোস্ট গার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি (Rear Admiral Ashraful Hoq Chowdhury, ndu, afwc, psc)।
তিনি আরও বলেন, উক্ত প্রশিক্ষণের মাধ্যমে কোস্ট গার্ড সদস্যগণ উপকূলীয় অঞ্চলে অপরাধমূলক কর্মকান্ড প্রতিহত করা এবং মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পূর্বের তুলনায় আরো সুচারু রূপে পরিচালনা করতে সক্ষম হবে মর্মে আশা করা যায়।