300X70
শুক্রবার , ২১ জানুয়ারি ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

অভাব, অ্যাসিড খেয়ে আত্মহত্যা!

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২১, ২০২২ ১১:১০ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: ছাত্রদের দেওয়া বাড়িভাড়ার টাকাতেই চলত সংসার। কিন্তু করোনার কারণে গত প্রায় দু’বছর কলেজ-বিশ্ববিদ্যালয় কার্যত না খোলায় আয়ের সেই পথও বন্ধ হয়ে গিয়েছিল। ফলে দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন গৃহকর্ত্রী। অভিযোগ, সেই কারণেই বুধবার সকালে অ্যাসিড খান তিনি। পরিবারের সদস্যেরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের যাদবপুর থানার বাপুজিনগর এলাকায়। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম দীপা সরকার (৫৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, বাপুজিনগরে নিজেদের তেতলা বাড়িতে স্বামী ও মেয়ের সঙ্গে থাকতেন দীপা। বাড়ির দু’টি তল তারা ভাড়া দিতেন আশপাশের কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। সেই টাকাতেই চলত সংসার। কিন্তু দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গত কয়েক মাস কোনো ছাত্র ভাড়া থাকছিলেন না। ফলে দীপার পরিবারে দেখা দিয়েছিল আর্থিক অনটন। স্থানীয় সূত্রের খবর, এর জেরে মাঝেমধ্যেই বাড়িতে অশান্তি হত।

পরিবার সূত্রে পুলিশ জেনেছে, সকালে অ্যাসিড খাওয়ার পরে দীপাকে ঘরের ভেতরে পড়ে থাকতে দেখা যায়।
পরিবারের লোকজন তাকে বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। যাদবপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :