300X70
মঙ্গলবার , ২৯ জুন ২০২১ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চট্টগ্রামের লিচুবাগান শাখার উদ্বোধন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৯, ২০২১ ১:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৯০তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম।

অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাফর, শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মোঃ মাহ্মুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, মোঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, মোঃ মুজিবুল কাদের, আখতার কামাল, এআইবিটিআরআই এর ডিরেক্টর জেনারেল মোঃ আব্দুল আউয়াল সরকারসহ ব্যাংকের র্ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

এছাড়া অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন লিচু বাগান ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হারুন অর রশিদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোনাফ শিকদার, মক্কা ট্রেডার্স এর স্বত্তাধিকারী কারী মোঃ রফিক, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আজগর, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, রাঙ্গুনিয়া সমবায় সমিতির সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। নতুন শাখা ব্যবস্থাপক আব্দুল হান্নান উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

আল-আরাফাহ ব্যাংকের বন্ড ইস্যুর প্রস্তাবে পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড তার বে-মেয়াদী বন্ড (চবৎঢ়বঃঁধষ ইড়হফ) ইস্যুর প্রস্তাবে পরিবর্তন এনেছে। ব্যাংকটি প্রস্তাবিত ৫০০ কোটি টাকার বন্ডের সব ইউনিট/লট প্রাইভেট প্লেসমেন্টে বিক্রি না করে এর একটি অংশ প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবে।

গত ৩০ ডিসেম্বর, ২০২০ তারিখে ব্যাংকটি পারপেচুয়াল বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছিল। ওই সিদ্ধান্ত অনুসারে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সব ইউনিট/লট বরাদ্ধ দেওয়ার কথা ছিল। গত রোববার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আগের সিদ্ধান্তটি পরিবর্তন করা হয়। ব্যাংক সূত্র অনুসারে, ব্যাংকটি প্রস্তাবিত বন্ডের ৯০ শতাংশ তথা ৪৫০ কোটি টাকার লট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ দেবে। বাকী ১০ শতাংশ তথা ৫০ কোটি টাকার ইউনিট/লট প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবে।

উল্লেখ, গত ২৩ মে, ২০২১ তারিখে জারি করা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর নির্দেশনা অনুসারে, প্রত্যেক ব্যাংকের বে-মেয়াদি বন্ডকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। আর বন্ডের মোট আকারের ন্যুনতম ১০ শতাংশ পাবলিক অফারের মাধ্যমে বরাদ্দ দিতে হবে। ওই নির্দেশনার প্রেক্ষিতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বন্ড ইস্যুর প্রস্তাবে পরিবর্তন আনা হয়েছে।

বন্ড ইস্যুর বিষয়টি আগামী ৯ আগস্ট অনুষ্ঠেয় ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকবে। বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা (জরংশ ইধংবফ ঈধঢ়রঃধষ অফবয়ঁধপু) নিশ্চিতে ব্যবহৃত হবে। ব্যাসেল-৩ এর আওতায় টিয়ার-১ অতিরিক্ত মূলধন হিসেবে কাজ করবে এই তহবিল।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ভাইবার লেন্স ব্যবহারকারীদের পরিসংখ্যান প্রকাশ করলো ভাইবার

সাংবাদিক কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা

জনগণ আরটিআই আইনের সুবিধা পেতে শুরু করেছে : তথ্য কমিশনার ড. মালেক

হবু স্ত্রী ফেল করতে পারেন, এমন শঙ্কায় স্কুলে আগুন দিলেন তরুণ

টিকার সরবরাহ নিশ্চিতে জেনেভা যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী

দারাজ সেলার সামিটে ডায়মন্ড সেলস অ্যাওয়ার্ড সম্মাননা পেল রিয়েলমি

পদ্মা সেতু নিয়ে মিথ্যাচারকারীদের আইনের আওতায় আনা প্রয়োজন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে থেমে থেমে যানজট

করোনা সংক্রমণে রেড জোনে ঢাকা ও রাঙামাটি : স্বাস্থ্য অধিদফতর

কলাবাগানে গৃহকর্মীর মরদেহ উদ্ধার, বিচার দাবিতে স্থানীয় গৃহকর্মীদের বিক্ষোভ

ব্রেকিং নিউজ :