300X70
শনিবার , ৪ সেপ্টেম্বর ২০২১ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ঈশ্বরগঞ্জে অটোরিক্সা ছিনতাইকারী জনতার হাতে আটক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৪, ২০২১ ৭:১৯ অপরাহ্ণ

জাকির মোল্লা, ঈশ্বরগঞ্জ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেনতন করে অটোরিক্সা ছিনতাই করার সময় জনতার হাতে ধরা পড়েছে এক ছিনতাইকারী। শনিবার উপজেলা পরিষদ চত্তরে এ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ছিনতাইকারী কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও বাজারহাটি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সোহরাব মিয়া (৩৫)।

প্রত্যক্ষদর্শী আবুল হোসেন ও সাইদুর রহমান জানান, শনিবার সকাল ১০টার দিকে একটি অটোরিক্সা আঠারোবাড়ি থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এসে দাঁড়ায়। চালক রাস্তার পাশে অটোরিক্সাটি দাঁড় করালে ছিনতাই চক্রের এক সদস্য অটোরিক্সা থেকে নেমে দোকান থেকে বিস্কুট এনে চালককে খেতে দেয়। চালক বিস্কুট ও পানি খেয়েই ঘুমে অচেতন হয়ে পড়েন। বিষয়টি স্থানীয় লোকজন প্রত্যক্ষ করছিল। পরে চক্রটি অটোরিক্সাটিকে উপজেলা পরিষদের শহীদ মিনারের কাছে নিয়ে চালককে নামানোর চেষ্টার সময় স্থানীয় এলাকাবাসী ছিনতাইকারীদের ধাওয়া করে একজনকে আটক করেও বাকীরা পালিয়ে যায়।

স্থানীয় অটোরিক্সা চালক আলাউদ্দিন ও শাহিন মিয়া জানান, সাম্প্রতিক কালীন সময়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ১৫/২০টি রিক্সা ও অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কিন্তু ছিনতাইকারী চক্রের মূল হোতারা রয়েছে ধরা ছোয়ার বাইরে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া বলেন, অচেতন চালকের নাম রফিকুল ইসলাম (৩৫) তার বাড়ি উপজেলার আঠারোবাড়ি এলাকায়। আটক ব্যক্তিকে থানা এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :