300X70
শনিবার , ৭ জানুয়ারি ২০২৩ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

উচ্চশিক্ষার ক্ষেত্রে ই-লার্ণিংকে পরিবেশ বান্ধব : বাউবি উপাচার্য

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৭, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : উচ্চশিক্ষার ক্ষেত্রে ই-লার্ণিংকে পরিবেশ বান্ধব শিক্ষার বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমাযুন আখতার ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে ভারতের দিল্লীতে অনুষ্ঠিত কানাডার কমন ওয়েলথ অব লার্ণিং (COL) কর্তৃক প্রতিষ্ঠিত কমন ওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া’র উপদেষ্টা পরিষদের ২২ তম সভায় এ কথা বলেন।

তিনি ব্লেন্ডেড লার্ণিং এর সম্প্রসারণে সেমকার প্রতি আহবান জানান। বাউবি’র শিক্ষক কর্মকর্তাদের ব্লেনডেড লার্ণিং এর ওপর প্রশিক্ষণ-কর্মশালার জন্য সভায় প্রস্তাব দেন। তিনি ঈঊগঈঅ এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে এ সভায় যোগদান করেন।

কমন ওয়েলথ অব লার্ণিং (ঈঙখ) এর প্রেসিডেন্ট ও সিইও অধ্যাপক ড. আশা কানওয়ার এ সভায় সভাপতিত্ব করেন। তিনি সভায় ব্লেন্ডেড লার্ণিং (Blended learning) এর ওপর জোর দিয়ে বলেন, এটি পরিবেশ বান্ধব কারণ শিক্ষাার্থীদের অনলাইন ক্লাসে যোগদানের মাধ্যমে জ্বালানী খরচ ও কার্বন নি:সরণ অনেকাংশে হ্রাস করা যাবে। সভায় উপস্থিত সদস্যগণ এতে স্বত:স্ফুর্ত ভাবে একমত পোষণ করেন।

সভায় এশীয় অঞ্চলে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং ম্যাসিভ অনলাইন ওপেন কোর্স (MOOCs) উন্নয়নের ওপর সেমকার কর্মকান্ড সম্প্রসারনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও সেমকার উপদেষ্টা পরিষদে ওপেন এডুকেশণ রিসোর্স (OER) নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য যে সেমকা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের শিক্ষা উন্নয়ন ও সম্প্রসারণের ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা করে আসছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :