300X70
শুক্রবার , ২৬ নভেম্বর ২০২১ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কালকিনি ও ডাসারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২৬, ২০২১ ৮:৩৭ অপরাহ্ণ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় আলাদা স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা ও ডাসার উপজেলায় আলাদা দুটি ঘটনা ঘটে।

নিহত মোহাম্মাদ (১৮মাস) ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই গ্রামের শাহাদাত খানের ছেলে এবং আবির হাসান (২ বছর) কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিন রাজদী গ্রামের কৃষক আহসান হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ডাসার উপজেলার মেলাকাই গ্রামের মোহাম্মাদ নামে শিশু খেলার ছলে বাড়ীর সামনে পুকুরে পড়ে যায় কিন্তু অনেক সময় পর ঘরে না পেয়ে হঠাৎ বাড়ীর সামনে পুকরে ভাসতে থাকতে দেখে তুলে নিয়ে কালকিনি উপজেলা হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

অন্যদিকে কালকিনি পৌরসভার দক্ষিণ রাজদী গ্রামের বাড়ীর সামনে খেলতে ছিল হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোজাখুজি করে দেখতে পায় বাড়ীর পাশে পুকরে পড়ে আছে। তাকেও তুলে নিয়ে কালকিনি হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। দুটি শিশু সন্তুানের জন্যই দুটি পরিবারের মাঝে শোকের মাতম বইছে।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সবিজ ভক্ত জানান, কালকিনি ও ডাসার উপজেলার আলাদা দুটি স্থান থেকে পানিতে ডুবে যাওয়ার ঘটনায় দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসে কিন্তু শিশু দুইজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

কালকিনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি দুুপুরে দুটি শিশু পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা জানতে পেরেছি।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :