300X70
শনিবার , ১৯ মার্চ ২০২২ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কিয়েভে হামলার প্রধান পথ বন্ধের দাবি ইউক্রেন সেনাবাহিনীর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১৯, ২০২২ ৯:৩১ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: ইউক্রেনের সশস্ত্র বাহিনী রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে আশাব্যঞ্জক খবর দিয়েছে। হামলার ২৩তম দিনে তারা রাজধানী কিয়েভে রুশ আক্রমণের প্রধান দুই পথ বন্ধ করার খবর দিয়েছে। খবর সিএনএনের।

ইউক্রেন সেনাবাহিনীর উপ প্রধান বিগ্রেডিয়ার ওলেকজান্ডার রুজেভিজ বলেন, দখল চেষ্টার অংশ হিসেবে তারা (রুশ বাহিনী) স্পষ্টত রাজধানী ঘিরে ফেলতে চেয়েছিল। তবে দিনিপ্রো নদীর উভয় পার্শ্বে তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এই দিনিপ্রো নদী রাজধানী কিয়েভকে উত্তর-দক্ষিণে বিভক্ত করেছে।
ইউক্রেন সেনাবাহিনীর এই কর্মকর্তারা বলেন, আজ (শুক্রবার) পর্যন্ত শত্রুরা শহরের দক্ষিণ তীর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে থেমে আছে। এত দূরে অবস্থানের ফলে তারা রকেট ছাড়া অন্য কোনো ধরনের গোলা চালাতে সক্ষম হবে না। বাম দিকেও তাদের অগ্রসর থেমে গেছে।

এই অবস্থায় রুশ বাহিনী ইউক্রেনের অবকাঠামোসমূহে আক্রমণ করছে উল্লেখ করে তিনি বলেন, আক্রমণের প্রধান পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

রুশ সেনাবাহিনীর ক্রুজ মিসাইল আক্রমণের বিষয়ে ইউক্রেনের এই বিগ্রেডিয়ার জেনারেল বলেন, কিয়েভজুড়ে এখনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল রয়েছে। তবে শহর ক্ষেপণাস্ত্র হুমকির মুখে রয়েছে স্বীকার করে তিনি বলেন, কৃষ্ণ সাগর এবং বেলারুশ দুইটি কঠিন দিকে যেখান থেকে শত্রুপক্ষ হামলা চালাচ্ছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :