300X70
শুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ক্ষুদ্র অর্থায়ন বর্তমান দেশের অর্থনৈতিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ অংশীদার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২৭, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামে ঘাসফুল কর্মকর্তাদের প্রশিক্ষণে বক্তারা


বাঙলা প্রতিদিন ডেস্ক : উন্নয়ন সংস্থা ঘাসফুল এর চট্টগ্রাম চান্দগাঁওস্থ প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে গত ২৫ ও ২৬ অক্টোবর কর্মকর্তাদের দুইদিনব্যাপী ক্ষুদ্র অর্থায়ন পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়।

সরকারি নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক আয়োজিত ”ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনা” শীর্ষক দুইদিনব্যাপী এক প্রশিক্ষণে বক্তারা বলেন, ক্ষুদ্র অর্থায়ন আজকের বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ অংশীদার। দেশের অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠেছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী এমএফআই-গুলোর মাধ্যমে।

ঘাসফুল এর ক্ষুদ্র অর্থায়ন ও ফিন্যান্সিয়াল ইনক্লুশান কার্যক্রম দীর্ঘ ২৭ বছর ধরে অন্যান্য প্রতিষ্ঠানের মতো নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরী, দক্ষ জনবল ও কর্ম-সংস্থান সৃষ্টি, প্রশিক্ষণ, গৃহায়ন, পয়ঃনিষ্কাশন ও পানীয়জলের সংস্থান, নিরাপদ কৃষি, নিরাপদ পোল্ট্রি ও পশুসম্পদের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের উন্নয়ন, মার্কেট ভ্যালু-চেইন উন্নয়ন এমনকি সংস্থার কর্ম-এলাকার শিক্ষা, স্বাস্থ্যসহ অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে যাচ্ছে।

অনলাইনে সংযুক্ত হয়ে প্রশিক্ষণটির শুভ উদ্বোধন করেন এমআরএ’র এক্সিকিউ‌টিভ ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ্। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি’র নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক, পরিচালক নুরে আলম মেহেদী, উপ-পরিচালক জিনাত আমান বন্যা এবং ঘাসফুল এর সিইও আফতাবুর রহমান জাফরী।

দুইদিনব্যপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি’র উপ-পরিচালক প্রদীপ কুমার ঘোষ, সিনিয়র সহকারী পরিচালক সুমন চাকমা। প্রশিক্ষণে পঁচিশ জন অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ঘাসফুল এর পরিচালক (অপারেশন) মোহাম্মদ ফরিদুর রহমান, উপ-পরিচালক মারুফুল করিম চৌধুরীসহ সংস্থার চারজন সহকারি পরিচালক, চারজন এরিয়া ম্যানেজার, ছয়জন শাখা ব্যবস্থাপক ও চারজন শাখা হিসাবরক্ষক।

এছাড়াও ব্যবস্থাপক (প্রশাসন), ব্যবস্থাপক (এমআইএস), ব্যবস্থাপক (অডিট), সহকারি ব্যবস্থাপক (অডিট) ও অর্থ ও হিসাব বিভাগের ডেপুটি ব্যবস্থাপক অংশ নেন। প্রশিক্ষণ শেষে গত ২৬ অক্টোবর পঁচিশজন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়।

সৈয়দ মামুনুর রশীদের সঞ্চালনায় সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে ঘাসফুল এর সিইও আফতাবুর রহমান জাফরী এই আয়োজনের জন্য এমআরএ এর এক্সিকিউ‌টিভ ভাইস-চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামীতেও এধরণের উদ্যোগে ঘাসফুলকে সম্পৃক্ত করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

উল্লেখ্য প্রশিক্ষণে এমআরএ আইন ও বিধি, সার্কুলার, গেজেট, সিটিজেন চার্টার, অভিযোগ ও প্রতিকার ব্যবস্থাপনা, শুদ্ধাচার ব্যবস্থাপনা, মানবসম্পদ ব্যবস্থাপনা, সম্পদ ক্রয় ও ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ ও বাজেট, আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ, এমএফ সিবিআই ইত্যাদি প্রাসঙ্গিক বিষয়ে সেশন নেয়া হয়।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :