300X70
বৃহস্পতিবার , ১৮ মে ২০২৩ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুবি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১৮, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ

রাজীব শেখ, কুবি প্রতিনিধি : দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে সমন্বিত গুচ্ছ পদ্ধতির ‘খ’ ইউনিটের (কলা ও মানবিক) ভর্তি পরীক্ষা আগামী ২০ মে (শনিবার) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে অংশগ্রহণ করবে মোট ৬ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী ।

জানা যায়, ইতোমধ্যে ভর্তি পরীক্ষা নেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটি। এবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সকল একাডেমিক ভবন ও ক্যাম্পাসের বাহিরে অবস্হিত ৫টি উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে খ’ ইউনিটের সদস্য সচিব ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে সবকিছু ঠিক আছে কিনা দেখা হয়েছে। তাছাড়া শিক্ষার্থীদের নাম, রেজিষ্ট্রেশন নাম্বার ও ছবি ঠিকমতো লাগানো হয়েছে। কেন্দ্র পরিদর্শনের তালিকাও হয়ে গেছে। পরীক্ষা কেন্দ্রে কী কী নিয়ে ঢুকা যাবে ও কী কী নিষেধাজ্ঞা আছে সে বিষয়ে প্রতিটি কেন্দ্রে নীতিমালা প্রদান করেছি। সকলের সার্বিক সহযোগিতায় ভর্তি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।
ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, সবকিছু একটু চাপাচাপির মধ্যে ছিলো। তারপরও আমরা সবকিছু ওভারকাম করে চালিয়ে নিচ্ছি। আশাকরি পূর্বের ন্যায় এবারও সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পারবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আইনশৃংখলা কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনসহ আমরা প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছি। কীভাবে সুষ্ঠু ও সুন্দর ভাবে পরীক্ষা সম্পন্ন করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। আশাকরি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সমপূন্ন হবে।

প্রসঙ্গত, ২০ মে মানবিক, ২৭ মে বিজ্ঞান এবং ৩ জুন ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :