300X70
সোমবার , ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

খালের পাড়ে কাঁদছিল নবজাতক, মাছ ধরতে গিয়ে চোখে পড়ে দম্পতির

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ণ

সংবাদদাতা. বান্দরবান: বান্দরবান সদর উপজেলায় খালের পাড়ে কাঁদছিল এক নবজাতক। সে সময় ওই খালে মাছ ধরতে গিয়ে নবজাতকের কান্না শুনতে পান এক দম্পতি। এরপর তীব্র শীতে খালি গায়ে পড়ে থাকা অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করে ঘরে নিয়ে যান তাঁরা। কিন্তু, স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেওয়ার পর শিশুটির ঠাঁই হয় বান্দরবান সদর হাসপাতালে।

রোববার রাত ৯টা থেকে সদর হাসপাতালের বেবি কেয়ারে নিবিড় পরিচর্যায় শিশুটিকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

আব্দুল করিম ও হাসিনা বেগম ওই দম্পতি জানান, সুয়ালক ইউনিয়নের কদুখোলা এলাকায় বাড়ির পাশে খালের পাড়ে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। এরপর বেলা ১১টার দিকে খালের পাড়ে এক শিশুর কান্না শুনতে পান। পরে এগিয়ে গেলে বস্তায় মোড়ানো অবস্থায় এক ছেলে শিশুকে দেখতে পেয়ে বাসায় নিয়ে যান তাঁরা। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, নবজাতকের মা-বাবা ও স্বজনেরা সামাজিকভাবে পরিচয় গোপন রাখতে শিশুটিকে বস্তায় মুড়িয়ে খালের পাড়ে ফেলে রেখে গেছেন।

কদুখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রফিকুল আলম বলেন, ‘স্থানীয় বাসিন্দা আবদুল করিম ও হাসিনা বেগম দম্পতি খালের পাড়ে ফেলে রাখা শিশুটিকে উদ্ধার করেছেন। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে সদর থানা পুলিশ রাত ৯টার দিকে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। পরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।’

সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মনজুরুল আলম বলেন, ‘শিশুটিকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। বর্তমানে সে সুস্থ রয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এরপর হাসপাতালের বেবি কেয়ারে পর্যবেক্ষণের জন্য রাখা হয়। পরবর্তী সময়ে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

সরকারের লক্ষ্য মানবিক ও সামাজিক কল্যাণ রাষ্ট্র গঠন : তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের চেয়ারম্যানের শ্রদ্ধা

রাকুতেন ভাইবারের ২০২০-২০২১ মৌসুমের নতুন উদ্যোগের উন্মোচন

যাত্রাবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ তিন পেশাদার মদক সরবারহকারী গ্রেফতার

শহীদ মিনারের পাশে লাইব্রেরিসহ ভাষা জাদুঘর নির্মাণের নির্দেশনা ১১ বছরেও বাস্তবায়ন হয়নি

ছাত্রকে বলাৎকারের ঘটনায় শিক্ষক গ্রেফতার

প্রধানমন্ত্রীকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ

দেশের ১২টি জেলায় হাই-টেক পার্ক স্থাপনে সহযোগিতা করবে ভারত

করোনায় নোয়াখালীতে আরও ১ জনের মৃত্য, নতুন শনাক্ত ১০২ জন

বিএনপি যাই বলুক, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী : কৃষি মন্ত্রী

ব্রেকিং নিউজ :