300X70
শুক্রবার , ১১ আগস্ট ২০২৩ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে ছিনতাইয়ের চেষ্টা, টঙ্গীতে আটক ৯

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১১, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরে টঙ্গীতে চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (১১ আগস্ট) সকালে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে টঙ্গী রেল স্টেশনে কর্ণফুলী কমিউটার ট্রেনে চলন্ত ট্রেনে ঢিল ছুঁড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বেশ কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায়। ঠিক সে সময় হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাহির থেকে পাথর ছুড়তে থাকে দুর্বৃত্তরা।

এ সময় আতঙ্কিত যাত্রীরা আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন, কেউ কেউ ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন। এতে বেশ কয়েকজন আহতও হন। পরে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে কয়েকজনের মোবাইল ফোন নিয়ে নেয়।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, ৯৯৯ এ একজন যাত্রীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে সে সময় কাউকে পাওয়া যায়নি।

পরে টঙ্গী পূর্ব থানা ও আমরা সারারাত অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে ওই চক্রের ৯ সদস্যকে আটক করেছি।

আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :