300X70
মঙ্গলবার , ১৬ মার্চ ২০২১ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ছেলের বাবা হলেন সাকিব আল হাসান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১৬, ২০২১ ১২:২৯ অপরাহ্ণ

মাঠে মাঠে প্রতিবেদক: দুই কন্যার পর এবার প্রথমবারের মতো পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সাকিব-শিশিরের ঘর আলো করে পৃথিবীতে আসে তাদের তৃতীয় সন্তান।

সাকিবের মেজো মামা মো. বাবলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা গতকাল রাতে খবর পাই সাকিবের ছেলে হয়েছে। ওরাতো যুক্তরাষ্ট্রে থাকে সবার সঙ্গে কথা হয় না। সাকিবের ছোট বোন আমাদেরকে জানিয়েছে।‘

এ ছাড়া সাকিবের পারিবারিক বন্ধু খান নয়নও রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মা-ছেলে দুজনই সুস্থ আছেন।

প্রায় এক বছরের ব্যবধানে সাকিব দুই সন্তানের বাবা হন। ২০২০ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইরাম হাসানের জন্ম হয়। এরপর এই বছরের প্রথম দিনই স্ত্রী শিশিরের বেবি বাম্পে চুম্বনরত অবস্থায় সাকিব একটি ছবি প্রকাশ করে তৃতীয় সন্তানের ইঙ্গিত দেন।

২০১২ সালের স্মরণীয় ১২.১২.১২ তারিখে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। তাদের প্রথম সন্তান আলায়ানা হাসান অব্রির জন্ম হয় ২০১৫ সালের ৯ নভেম্বর।

স্ত্রীর পাশে থাকার জন্য বাংলাদেশ দলের নিউ জিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :