300X70
রবিবার , ২৯ আগস্ট ২০২১ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ছয় বছরেও কষ্টের টাকা ফেরত না পাওয়ায় প্রবাসী দিন মুজুরি করে চলছে সংসার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৯, ২০২১ ১২:০৪ পূর্বাহ্ণ

জাহিদুল ইসলাম, ঝিনাইদহ:
গত বছর ব্যাংকের বিরুদ্ধে মামলা করেন আব্দুল হাই। তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। এখনও মামলার শুনানি শুরু হয়নি।
আব্দুল হাই(৪০) জমি বিক্রি করে বিদেশ গিয়েছিলেন। সাত বছর পরিশ্রম করে দেশে নিজ নামের ব্যাংক হিসাবে টাকাও জমিয়েছিলেন। আশা ছিল, দেশে ফিরে এসে সেই টাকায় ব্যবসা করবেন। জীবনের পরিবর্তন ঘটাবেন। কিন্তু দেশে ফিরে ব্যাংকে জমানো টাকা পাননি আব্দুল হাই। ব্যাংকের পক্ষ থেকে জানোন হয়েছে, স্বাক্ষর জাল করে আব্দুল হাইয়ের এক ভাই ওই হিসাব থেকে প্রায় পাঁচ লাখ টাকা উঠিয়ে নিয়েছে।

ওই টাকা পেতে আব্দুল হাই গত ছয় বছর সংশ্লিষ্ট ব্যাংকসহ নানা দপ্তরে ধরনা দিয়েছেন। কিন্তু কোন প্রতিকার মেলেনি। দিনমজুরি করে সংসার চলছে তার। স্ত্রী-সন্তান নিয়ে কষ্টে আছেন। গত বছর ব্যাংকের বিরুদ্ধে মামলা করেন আব্দুল হাই। তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। মামলার শুনানি শুরু হয়নি আজও।
আব্দুল হাই ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ধান্যহাড়িয়া গ্রামের মোসলেম আলীর ছেলে। ছয় ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ।

আব্দুল হাই বলেন তিনি ২০০৮সালে ২৭ শতক জমি বিক্রি করে সৌদি আরব যান। তখন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চৌগাছা শাখায় একটি হিসাব খোলেন। ব্যাংক থেকে কোন চেক বই উত্তোলন করেননি তিনি। বিদেশ থেকে তিনি এই ব্যাংক হিসাবে ২০১০ সালের ৭ নভেম্বর থেকে ২০১৩ সালের ৫ মে এর মধ্যে ৭ দফায় প্রায় ৫ লক্ষ টাকা পাঠান। ২০১৫ সালে তিনি দেশে ফিরে ব্যাংক থেকে চেক বই উত্তোলন করেন। সেই চেক জমা দিলে ব্যাংক বর্তৃপক্ষ জানান তাঁর একাউণ্ডে কোন টাকা নেই।

আব্দুল হাই ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য উত্তোলন করে দেখতে পান ২০১২ সালের ১৪ আগষ্ট থেকে ২০১৩ সালের ১৭ জুন পর্যন্ত ৮টি চেকের মাধ্যমে ৪ লক্ষ ৩৬৮ টাকা উঠিয়ে নেওয়া হয়েছে।

আব্দুল হাই আরও জানান ব্যাংক কর্তৃপক্ষ বলছে তার এক ভাই জালিয়াতি করে চেক বই উত্তোলন করে টাকা উঠিয়ে নিয়েছে। তারা ভাইয়ের সঙ্গে সমঝোতা করার জন্য বলে দায়িত্ব শেষ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। টাকা ফেরতের জন্য তিনি ইসলামী ব্যাংকের ঢাকা অফিস পর্যন্ত গেছেন। লিখিত অভিযোগও দিয়েছেন। কিন্তু কোনো সুরাহা হয়নি। অবশেষে তিনি ২০২০ সালে যশোর আদালতে একটি মামলা করেন।

মামলায় দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন ইসলামী ব্যাংক যশোরের চৌগাছা শাখার সাবেক ব্যবস্থাপক শরিফুল ইসলাম ও সাবেক জেষ্ঠ কর্মকর্তা হাফিজুর রহমান।

ওই শাখার বর্তমান ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, অপরাধ করেছেন তার ভাই। আব্দুল হাইয়ের স্বাক্ষর জাল করে এই টাকা ওঠান, যা ব্যাংক কর্তৃপক্ষের চোখে ধরা পড়েনি। তবে তারা বিষয়টি সমাধানের চেষ্টা করে যাচ্ছেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই যশোর কার্যালয়ের এসআই গৌতম কুমার বলেন তিনি আদালতে নির্দেশ পেয়ে মামলাটির তদন্ত শেষ করেছেন। আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদন জমা পড়েছে, এটা তিনি শুনেছেন। তবে করোনার কারণে বিচারকাজ দীর্ঘদিন বন্ধ থাকায় মামলাটির তারিখ এখনো ধার্য হয়নি। তদন্ত প্রতিবেদন সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে ভারতীয় কোস্ট গার্ডের বৈঠক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ফের সভাপতি মামুন, সম্পাদক হৃদয়

বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ডা. মোহাম্মদ হোসেন বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জনসের সভাপতি নির্বাচিত

আপন আলোয় উদ্ভাসিত আলহাজ্জ্ব আব্দুল মজিদ

ফেসবুকে সেলিব্রেটি হতে ধর্ষণবিরোধী প্রতিবাদ নিয়ে উস্কানি, গ্রেপ্তার ১

লেফটেন্যান্ট শেখ জামালের নামে জাতীয় টেনিস কমপ্লেক্সের নামকরণের সিদ্ধান্ত

বাজারে বোমা মেরে ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

“চা দোকানদার’” হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামী ২৯ বছর পর গ্রেফতার

ব্রেকিং নিউজ :