নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের মাঠ পর্যায়ের একমাত্র প্রচার প্রতিষ্ঠান হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। সারাদেশে ৬৮ তথ্য অফিস সড়ক প্রচার বা মাইকিং এর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক বার্তা প্রচার করছে। এছাড়া, তথ্য অফিসগুলো মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডেঙ্গু বিষয়ে বিভিন্ন তথ্যচিত্র বা প্রামাণ্যচিত্র প্রদর্শন করছে।
ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে জনসচেতনতামূলক নানা কনটেন্ট। এরই ধারাবাহিকতায় আজ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের সদর দপ্তরে ‘ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে আমাদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ নিজামূল কবীরের সভাপতিত্বে উক্ত কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিসেফ বাংলাদেশের এসবিসি কনসালটেন্ট জনাব রাজওয়ান নবীন।
কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধে অধিদপ্তরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার। কর্মশালার শেষে অধিদপ্তরের মহাপরিচালক ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পরিছন্নতা অভিযানের উদ্বোধন করেন।