300X70
মঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ঢাবি ও জবির উপাচার্যের পদত্যাগ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৬, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯তম উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেছে।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ছয়টায় উপাচার্য দপ্তরের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাবির রেজিস্ট্রার অফিসের কর্মকর্তাদের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এর আগে ‘সাময়িকভাবে’ নিয়োগ পেয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করে আসা অধ্যাপক ড. মাকসুদ কামাল গত বছরের ৪ নভেম্বর তার দায়িত্ব বুঝে নেবেন। উপাচার্যের দায়িত্বে তিনি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হন।

এর পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে অধ্যাপক পদে কর্মরত ছিলেন। এছাড়াও অধ্যাপক মাকসুদ কামাল ২০২৭ সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্বে রয়েছেন।

পদত্যাগ করছেন জবি উপাচার্য সাদেকা হালিম : পদত্যাগ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় উপাচার্য দপ্তরের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করবেন। আমিও পদত্যাগ করব।

এর আগে, গত ৩০ নভেম্বর ২০২৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম।

১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। সাদেকা হালিম কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি নেন।

পরে কমনওয়েলথ স্টাফ ফেলোশিপ নিয়ে যুক্তরাজ্যের বাথ ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক্টরেট সম্পন্ন করেন। তথ্য কমিশনের প্রথম নারী তথ্য কমিশনার ছিলেন তিনি।

এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির কার্যকরী সদস্য ও সিনেট সদস্য ছিলেন সাদেকা হালিম। তিনি জাতীয় শিক্ষানীতি কমিটি-২০০৯ এর কমিটিতে সদস্য ছিলেন। তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম নারী ডিন।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

মিরপুরের অনুশীলনে সাকিবের নিরাপত্তায় ছিল গানম্যান

মানিকগঞ্জে করোনায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

এশিয়া প্যাসিফিক অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে প্রান্তিক পর্যায়ে ডিজিটাল কানেক্টিভিটি বাড়ানোর আহবান বিশেষজ্ঞদের

একমাসে ৯৭ মোটরসাইকেল দুর্ঘটনায় ১০৬ জন নিহত

বাংলাদেশ নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রানঢালা অভিনন্দন

বাংলাদেশি দূত আইএমওর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

সবাইকে সাথে নিয়ে বনাঞ্চল রক্ষা করা হবে : পরিবেশমন্ত্রী

মানসম্পন্ন না হওয়ায় ন্যাশনাল ডেভলপমেন্টের চালান আটক

বিএনপির দাবি নিয়ে বিদেশিরা কোনো চাপ দেয়নি: ওবায়দুল কাদের

জনস্বাস্থ্য রক্ষায় ই-সিগারেট নিষিদ্ধ করার দাবি