300X70
বুধবার , ২৭ জুলাই ২০২২ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

তরকারিতে তেল বেশি দেওয়ায় স্ত্রীর ৭ আঙুল কর্তন, স্বামী গ্রেপ্তার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ২৭, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ

সংবাদদাতা, নাটোর : নাটোরে তরকারিতে তেল বেশি দেওয়ায় স্ত্রী মুক্তি বেগমের (৩০) হাতের সাতটি আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল হাইকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত মুক্তি বেগম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায়।

র‌্যব জানান, ১৩ বছর আগে সদর উপজেলার বড় হরিশপুর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে আব্দুল হাইয়ের সঙ্গে সদর উপজেলার আটঘরিয়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের মেয়ে মুক্তি বেগমের বিয়ে হয়।

তাদের সংসারে বৃষ্টি (১১) ও স্বাধীন (৮) নামের দুই ছেলেমেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তুচ্ছ ঘটনা নিয়ে আব্দুল হাই স্ত্রী মুক্তি বেগমকে নির্যাতন করে আসছিলেন। তারপর সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্ত্রী মুক্তি সব সহ্য করে চলছিলেন।

গত রবিবার দুপুরে তরকারি রান্না করার সময় তেল বেশি দেওয়াকে কেন্দ্র করে আব্দুল হাই ক্ষিপ্ত হয়ে ধারালো হাঁসুয়া দিয়ে স্ত্রী মুক্তি বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে দুই হাতের ৭টি আঙুল কেটে দেন। এ সময় মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে চলে যান।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার রাতে র‌্যাব অভিযান চালিয়ে সদর উপজেলার হালসা ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

আহত মুক্তি বেগম বলেন, দুপুরে তরকারিতে বেশি তেল দিয়েছি বলে মারপিট করা শুরু করে। একপর্যায়ে হাঁসুয়া দিয়ে আমার গলাকাটার চেষ্টা করলে আমি হাত দিয়ে বাধা দেই। তারপরও এলোপাতাড়ি কোপাতে থাকে। আমার মুখে হাঁসুয়া দিয়ে আঘাত করে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেজা উন নবী জানান, তার হাতের আঙুলের অবস্থা খুবই খারাপ। একটা হাত ভেঙে গেছে। জরুরি ভিত্তিতে অপারেশন করার না হলে আঙুলগুলো হারাতে পারে।

নাটোর থানার ওসি নাসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল হাই’র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট সোহেল রানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

টফি অ্যাপে অর্থ উপার্জনের সুযোগ আনলো বাংলালিংক

ইউরো রোবটিক সার্জারী বিষয়ে ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু

পুষ্টি সচেতনতায় তৃণমূল পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

ফের বাড়ল স্বর্ণের ভরিতে ১৮৩২ টাকা

ঢাবি শিক্ষার্থীদের বাস উপহার দিল প্রাইম ব্যাংক

খুব শীঘ্রই উদ্বোধন হবে মিরপুরের হরিরামপুর শ্মশানঘাটের 

করোনায় আরও রাজশাহী ১৩ জন, চট্টগ্রামে ২ জন ও খুলনায় ২ জনের মৃত্যু

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় ও কিন্টাগার্টেন ছুটি বাড়লো

ব্রেকিং নিউজ :