300X70
রবিবার , ২০ মার্চ ২০২২ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

‘তাসকিন বাংলাদেশের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২০, ২০২২ ৯:২৫ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ের আগে দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশ কোনো ফরম্যাটে জয়ের দেখা পায়নি। শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নের মাঠে ৩৮ রানের বিশাল জয় তুলে নেয় তামিম ইকবালের দল।

তবে এই জয়ে ব্যাটারদের পাশাপাশি পেস বোলারও তাসকিন আহমেদও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১০ ওভার বল করে ৩৬ রানের খরচায় তুলে নেন প্রোটিয়াদের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট।

এজন্যই হয়তো প্রোটিয়াদের বিপক্ষে পারফরম্যান্সের পর ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করে জানিয়েছেন যে, তিনি বিশ্বাস করেন তাসকিন বাংলাদেশের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন।
তিনি বলেন, ‘বাংলাদেশকে তাসকিন এবং শ্রীলঙ্কাকে চামিরা বোলিং আক্রমণে নেতৃত্ব দিতে পারে। কেননা তাদের বলে পেস আছে। তাদের এমনটা (বোলিং আক্রমণে নেতৃত্ব দেয়া) বারবার করা উচিত।

হার্শার ভাষ্যমতে, ‘বাংলাদেশের দারুণ ফলাফল। আশা করি, তাসকিন যেমন উন্নতি দেখিয়েছে সে তা ধরে রাখতে পারবে। তাসকিন এবং চামিরা- দুজনেরই তাদের জাতীয় দলের বড় অংশ হওয়া উচিত। আর যখন সাকিব তিনে ব্যাটিং করে তখন বাংলাদেশ শক্তিশালী।’

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :