300X70
বুধবার , ১৩ জানুয়ারি ২০২১ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

দক্ষিণ কেরাণীগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ২৩ জুয়াড়ি গ্রেফতার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৩, ২০২১ ৩:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ২৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কেসিনোর (জুয়াড়ি) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) ৬ টার দিকে র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন মীরেরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে আলম (৪২), মিলন শেখ (৩৮), আব্দুর রউফ সেন্টু (৫০), ফরিদ শেখ (৪৫), রফিকুল ইসলাম (৩০), তপন দেব (৫০), সোহেল (৪০) এবং আনোয়ার হোসেন (৪৫) বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে ৮টি মোবাইল ফোন, ৭ প্যাকেট ও খোলা অবস্থায় ১৫৫ পিস কার্ড (তাস) এবং নগদ ১৯ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ অনুমান ১৯.১৫ ঘটিকার সময় র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন দোলেশ্বর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ৭ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে হারুন মাতুব্বর (৪৮),  মিজানুর রহমান (৩৬), সুজন (৩৬), মনির হোসেন (৩৬), হানিফ শেখ (৩৫), এমদাদুল হাওলাদার (৪০) এবং বাবুল (৬০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ৬টি মোবাইল ফোন, ৩৬৪ পিস কার্ড (তাস) ও নগদ ৪ হাজার ১শ’ ৮০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও একই তারিখ অনুমান ২০.৫০ ঘটিকার সময় র‌্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ০৮ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে জামাল (৪০), শাকিল (৩০), শহিদ (৪০), আলমগীর হোসেন (২৭),  আলাউদ্দিন (৩৭), মিলন (৪৫), ইলিয়াস খান (৪৭) এবং নজরুল ইসলাম (৩৮) বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে ৮টি মোবাইল ফোন, জুয়া খেলায় ব্যবহৃত ৩১২ পিস কার্ড (তাস) ও নগদ ৪ হাজার ১শ’ ৭০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :