300X70
শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

দুইজন কৃষিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব (AIP)-কে বারি’র সম্মাননা প্রদান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২৪, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ

সমন্বিত খামার ব্যবস্থাপনা বিষয়ক কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : দেশের কৃষি উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ কৃষিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব (Agriculturally Important Person- AIP ২০২২), মনোনীত হওয়ায় পাবনার ঈশ্বরদী উপজেলার আলহাজ্ব মো. শাহজাহান আলী বাদশা এবং নূরুন্নাহার বেগম-কে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা। গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ডাল গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদেরকে এ সম্মাননা প্রদান করেন। ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা এর পরিচালক ড. মো. মহি উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এফ এম আবদুর রউফ ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলতাফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা এ এ এম মোহাম্মদ মোস্তাকিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে এআইপি খেতাবে ভূষিত হওয়ায় ঈশ্বরদী অঞ্চলের দুজনকে আমরা সম্মানিত করলাম। আমরা আগামীতে এ অঞ্চল থেকে আরও অনেকে এআইপি খেতাবে ভূষিত হোক এবং আমরা তাদেরও সম্মানিত করতে চাই। একই সাথে আশা করি তারা ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে যে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তা অব্যহত থাকবে এবং দেশের কৃষি খাতের উন্নয়নে তারা কাজ করে যাবে।

এর আগে বারি’র ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা এর আয়োজনে ‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জন এবং জীবনযাত্রার মান উন্নয়নে সমন্বিত খামার ব্যবস্থাপনা’ শীর্ষক কৃষক সমাবেশ ডাল গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কৃষক সমাবেশের উদ্বোধন করেন। কৃষক সমাবেশে ‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় সমন্বিত খামার ব্যবস্থাপনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বারি’র সরেজমিন গবেষণা বিভাগ, পাবনা এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শামীম হোসেন মোল্লা। সমাবেশে বারি’র বিভিন্ন কেন্দ্র, উপ-কেন্দ্র, বিভাগের বিজ্ঞানী ছাড়াও পাবনা ও নাটোর জেলার শতাধিক সফল কৃষক অংশগ্রহণ করেন। সমাবেশে কৃষকেরা তাদের অভিমত, বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।

এর আগে সকালে ডাল গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে বারি উদ্ভাবিত ফসলের জাত ও উৎপাদন প্রযুক্তির উপর বৈজ্ঞানিক সহকারী ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ ২০২২ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা এর পরিচালক ড. মো. মহি উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলতাফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এফ এম আবদুর রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফারুক হোসেন।

এছাড়াও বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার শুক্রবার ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা এর বিভিন্ন গবেষণা মাঠ পরিদর্শন ও বিজ্ঞানীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

আজ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন উজরা জেয়া

৬ ঘণ্টা পর উত্তরের পথে ট্রেন চলাচল শুরু

লেফটেন্যান্ট শেখ জামালের নামে জাতীয় টেনিস কমপ্লেক্সের নামকরণের সিদ্ধান্ত

 মুক্তি পেল ‘মেঘের কপাট’

মুক্তিযুদ্ধের বাংলাদেশের বুনিয়াদ ঠিক রেখে সর্বোচ্চ আনুগত্য নিয়ে কাজ করতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

এ কে ক্যাবলস ও জেরিন কেমিক্যালসহ ১০ প্রতিষ্ঠানকে ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

দেশের আইসিটি ও টেলিকম খাতের জন্য মাসব্যাপী সেমিনার আয়োজন হুয়াওয়ের

নারীর অধিকার আদায়ে ইসলামী ব্যাংকের মুদারাবা মোহর সঞ্চয়ী হিসাব

মহান স্বাধীনতা দিবস: শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ

ব্রেকিং নিউজ :