বাহিরের দেশ ডেস্ক: ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মাথাতেই গোল করলেন লিওনেল মেসি, আর তাতে তাকে সাহায্য করেছেন নেইমার। দুই বন্ধুর কারিকুরিতেই আজ লিঁওকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি।
ৎলিওঁয়ের মাঠে নেইমারের পাস থেকে বাঁ পায়ে গোলটা করলেন মেসি। তবে এরপর আর লিওঁয়ের জালে বল পাঠাতে পারেনি পিএসজি।
আর এই জয়ে ফরাসি লিগ ওয়ানের শীর্ষে উঠেছে পিএসজি।
প্রথম ২০ মিনিটে সেভাবে নিজেদের অর্ধ থেকে বেরই হতে পারল না অলিম্পিক লিওঁ। এই শুরু যে আভাস দিয়েছিল সেই পথে এগোয়নি লড়াই। বল দখল ও আক্রমণে পিছিয়ে থাকলেও দারুণ সব প্রতি-আক্রমণে পিএসজির রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলে লিওঁ। সেই লড়াইয়ে জিতে শীর্ষে ফিরল পিএসজি।
লিগ ওয়ানের ম্যাচে রবিবার শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্তফ গালতিয়ের দল।