300X70
বৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

পহেলা বৈশাখ উদযাপনে শিল্পকলা একাডেমির নানান আয়োজন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১৩, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলা বছরের প্রথম মাস বৈশাখের প্রথম দিন, পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালির জন্য ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন, বাংলা নতুন বছর এলেই বর্ষ বরণের আনন্দে মেতে ওঠে পুরো জাতি। পহেলা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছে।

বাংলাদেশে অবস্থানরত সকল ভাষাভাষি সম্প্রদায় নানান আয়োজনে ভিন্ন ভিন্ন নামে উৎসবমুখর দিনটি পালন করে থাকে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা, হালখাতা, বৈশাখী গ্রামীণ মেলা, পান্তা-ইলিশ খাওয়া, ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের পানি খেলা, ফুলবিজু, পাজন সহ নানা আয়োজন ও কর্মকান্ডের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে।

কুসংস্কার আর পুরোনো জীর্ণতাকে পেছনে ফেলে ব্যক্তিগত, ধর্মীয়, সাম্প্রদায়িক, শ্রেণিগত অবস্থানের উর্ধ্বে উঠে বাঙালির শত শত বছরের ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি ও অসাম্প্রদায়িক মানবিক চেতনার লালন ও বার্তা সর্বত্র ছড়িয়ে দেয়ার মুলমন্ত্র নিয়েই প্রতিবছরের ন্যায় এবারও উৎসবমুখর আয়োজনে পালিত হতে যাচ্ছে দিনটি।

বাংলা বর্ষবরণকে ঘিরে পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী উৎসব ‘বৈসাবি’ আনন্দমুখর পরিবেশে পালিত হয়। বর্ষ বরণের এ উৎসবকে চাকমা সম্প্রদায় বিজু, মারমা সম্প্রদায় সাংগ্রাই এবং ত্রিপুরা সম্প্রদায় ‘বৈসুক’ নামে উদযাপন করে থাকে। পুরানো বছরের বিদায় এবং নতুন বছরকে বরণ উপলক্ষ্যে এ বর্ষবরণ উৎসব সেই আদিকাল থেকেই পালিত হয়ে আসছে।

পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরই বর্নাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালন করে থাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এবারও নতুন বছরকে বরণ করে নিতে সকাল থেকেই রয়েছে নানা কর্মসূচি।

আগামীকাল সকাল ৯.৩০ মিনিটে থাকবে আলপনা অঙ্কন কর্মশালার সনদপত্র প্রদান অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেবেন।

নববর্ষের এবারের আয়োজনে থাকছে নতুন বর্ষ বরণ ও পহেলা বৈশাখের আলোচনা। আলোচনা পর্বের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরতেই নজরুল সংগীত পরিবেশন করবেন সুজিত মোস্তফা। রবীন্দ্রসংগীত লাইসা আহমেদ লিসা, বাউল গান পরিবেশন করবেন শরীফ সাধু ও জনপ্রিয় কন্ঠশিল্পী পুতুল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সঙ্গীত দলের পরিবেশনায় থাকবে সমবেত সংগীত। লোকসংগীত ভাওয়াইয়া ও বাউল গান পরিবেশিত হবে। পূজা ও পলাশ এর কন্ঠে পরিবেশিত হবে ভাওয়াইয়া এবং বিউটি ও সন্দিপন এর কন্ঠে পরিবেশিত হবে বাউল গান।

এছাড়াও গান পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পী ও প্রতিশ্রুতিশীল শিল্পীরা। একাডেমির জৈষ্ঠ্য শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে বৈশাখের নৃত্য। এছাড়াও থাকবে মঙ্গল শোভাযাত্রা নৃত্য, ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের নৃত্য- বৈসাবি, একাডেমির নৃত্যশিল্পীদের ধামাইল ও বাউল নৃত্য পরিবেশনা, পুঁথিপাঠ। আরো থাকবে নিঃসঙ্গ লড়াই যাত্রার অংশবিশেষ এবং রুপা চক্রবর্তী ও জয়ন্ত চট্টোপাধ্যায়ের আবৃত্তি।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর