300X70
মঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৮৭

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৩১, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: পাকিস্তানের পেশোয়ারে নামাজের সময় এক বিস্ফোরণের পর এখন পর্যন্ত ৮৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি। সোমবার স্থানীয় সময় বেলা দেড়টার সময় যখন জোহরের নামাজ চলছিল, তখন ওই বিস্ফোরণ হয়। এসময় মসজিদটি কানায় কানায় ভরতি ছিল। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে বিবিসি জানিয়েছিল, বিস্ফোরণের মাত্রা এত ভয়াবহ ছিল যে মসজিদটির একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, অনেক মুসল্লি ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে। তবে এখনও কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানি তালেবানকে সন্দেহ করা হচ্ছে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এই হামলা ছিল আত্মঘাতী। হামলাকারী সামনের কাতারে বসে নিজের শরীরে বাধা বোমা ফাটিয়ে দেয়।
এদিকে পাকিস্তানের সরকারি একজন কর্মকর্তা বলেছেন, হামলার টার্গেট ছিল সম্ভবত পুলিশ।

কারণ নিহতদের সিংহভাগই ছিল পুলিশ সদস্য। পেশোয়ার নগর পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইজাজ খান স্থানীয় মিডিয়াকে বলেন বিষ্ফোরণের সময় ঐ এলাকায় ৩০০ থেকে ৪০০ পুলিশ সদস্য মোতায়েন ছিল। পেশোয়ারের লেডি রেডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন আহতদের অনেকের অবস্থা গুরুতর। তিনি বলেন, জরুরী পরিস্থিতি তৈরি হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনার তীব্র নিন্দা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন এই হামলার পেছনের লোকদের সাথে ইসলামের কোনও সম্পর্ক নেই। সন্ত্রাসের এই হুমকি মোকাবেলায় জাতি ঐক্যবদ্ধ। ঘটনার পর দ্রুত পেশোয়ার সফরে যান প্রধানমন্ত্রী শরিফ। এছাড়া আরও হামলার আশঙ্কায় রাজধানী ইসলামাবাদে পুলিশ উচ্চ-সতর্কাবস্থা জারী করেছে। রাজধানীতে ঢোকার এবং বেরুনোর সব পথে নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে।

 

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :