300X70
বুধবার , ৬ এপ্রিল ২০২২ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

পানি সম্পদ উপ-মন্ত্রীর পক্ষে নড়িয়া-সখিপুরের খেজুর উপহার বিতরণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৬, ২০২২ ৯:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : পবিত্র মাহে রমজান উপলক্ষে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র পক্ষ থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানার সকল মসজিদ, মাদরাসা এবং এতিমখানায় সাড়ে তিন টন উন্নত মানের খেজুর উপহার দিয়েছেন।

আজ দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে এ উপহার স্ব স্ব প্রতিষ্ঠানে পাঠানো হয়। এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারন সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, সখিপুর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার প্রমূখ।

এব্যাপারে নড়িয়া উপজেলা আওয়ামীলীগের ও সাধারন সম্পাদক বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে পানি সম্পদ উপমন্ত্রীর পক্ষ থেকে নড়িয়া উপজেলার ১ টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের সকল মসজিদ, মাদরাসা এবং বিভিন্ন মাজার শরীফ ও এতিমখানা এবং থানায় মুসল্লিদের জন্য খেজুর উপহার পাঠিয়েছেন। দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে স্ব স্ব প্রতিষ্ঠানে পৌছে দেয়া হয়েছে।

তারা বলেন, প্রতি বছর রমজানে উপমন্ত্রী মুসল্লীদের জন্য উপহার পাঠান। তার ধারাবাহিকতায় এবারও আমাদের সখিপুর থানার ৯টি ইউনিয়নের সকল মসজিদ, মাদরাসা ও এতিমখানা এবং থানায় মুসল্লিদের উন্নত মানের খেজুর উপহার পাঠিয়েছেন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :