300X70
সোমবার , ১২ ডিসেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বিএনপি কোয়ার্টার ফাইনালে হেরেছে, সেমিতেও হারবে: কাদের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১২, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ

সংবাদদাতা, চুয়াডাঙ্গা: বিএনপি সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বর গেল। শুধু আতঙ্ক সৃষ্টি ছাড়া বিএনপি কিছুই করতে পারেনি। ১০ দফা দাবি দিয়েছে তার মধ্যে নতুন কোনো দাবি নেই।

তিনি বলেন, ‘আন্দোলনে হেরেছে মানে নির্বাচনেও হারবে। বিএনপির সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে। এরপর সেমি ফাইনাল খেলা হবে। নির্বাচনে হবে ফাইনাল খেলা। সব খেলায় বিএনপি হারবে।’

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন।

শহরের টাউন ফুটবল মাঠে আজ সোমবার বেলা ১১টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

দলটির জেলা সম্মেলনের আগে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কেন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে হবে।

এ জন্য চুয়াডাঙ্গায় আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তদন্ত করে দেখতে বলেন তিনি।

রিজার্ভ নিয়ে সেতুমন্ত্রী বলেন, দেশে ৫ মাসের রিজার্ভ মজুত আছে। তিন মাসের রিজার্ভ জমা থাকলেই দেশ স্বাভাবিক পরিস্থিতিতে থাকে। সেখানে ৫ মাসের রিজার্ভ মানে দেশে কোনো সংকট নেই। সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রধান বক্তা এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় অন্য নেতৃবৃন্দের বক্তৃতা করেন। এর আগে সকাল সাড়ে ৮টায় সম্মেলনস্থলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সংঘর্ষে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এই সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

পদপ্রত্যাশী, নেতা-কর্মীদের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণে তোরণে ছেয়ে গেছে পুরো জেলা শহর।

২০১৫ সালের ২ ডিসেম্বর টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

সেরা উদ্যোক্তাকে পুরস্কার দিল প্রিমিয়ার ব্যাংক

আজ এলপিজির চলতি মাসের মূল্য ঘোষণা

লালমনিরহাটে এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে ২০ বছর কারাদণ্ড 

গুলিস্তান-সায়েন্সল্যাবের বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই : আইজিপি

কুয়াকাটায় পর্যটকদের উচ্ছ্বাসে-উল্লাসে মুখরিত

অবহেলিত মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

করোনায় গর্ভবতী মায়েদের উদ্বেগ কমানোর সহজ উপায়

বেগম জিয়া কেনো কালো টাকা সাদা করেছিলেন : প্রশ্ন তথ্যমন্ত্রীর

উদ্দমী ও অভিজ্ঞদের সমন্বয়ে ‘সিনার্জি স্কোয়াড’

চকবাজারে নকল কসমেটিক্স উৎপাদন, মজুদ ও বিক্রি করায় সাড়ে ১৭ লক্ষ টাকা জরিমানা

ব্রেকিং নিউজ :