300X70
রবিবার , ৭ নভেম্বর ২০২১ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মেঘনায় মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলেন বাবা-ছেলে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ৭, ২০২১ ১২:৪৬ অপরাহ্ণ

সংবাদদাতা. লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকাডুবির ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন। উপজেলার চরফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকায় মেঘনা নদীতে গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন—মো. নুরুজ্জামান (৫০) ও তাঁর ছেলে নুর উদ্দিন (২৮)। তাঁরা চরফলকন ইউনিয়নের জাজিরা গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজন ও স্বজনেরা রাত থেকে নদীর বিভিন্ন স্থানে খুঁজেও তাঁদের সন্ধান পাননি।

স্বজনেরা জানিয়েছেন, নুর উদ্দিন একটি বিমা কোম্পানিতে চাকরি করতেন। গতকাল শনিবার শখ করে তাঁর বাবা নুরুজ্জামানের সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। তবে, নুর উদ্দিন সাঁতার জানতেন না।

নুরুজ্জামানের ভাগনে মো. জিল্লাল হোসেন জানান, রাতে নৌকায় করে মাছ ধরার সময় একটি পল্টুনের সঙ্গে ধাক্কা লেগে ছয় জনসহ নৌকাটি ডুবে যায়। এ সময় চার জন সাঁতরে কূলে যেতে পারলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যান।

ধারণা করা হচ্ছে, সাঁতার না জানা ছেলে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন।

চরফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল দেওয়ান বলেন, ‘নদীতে ডুবে বাবা-ছেলে নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা চেষ্টা করেও তাঁদের খুঁজে পাচ্ছেন না। তাঁদের উদ্ধারে চেষ্টা চলছে।’

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :