300X70
শনিবার , ২০ মে ২০২৩ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আটক ২৫

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২০, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ

সংবাদদাতা, রাজবাড়ী: রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ মে) দুপুর ১২টার দিকে শহরের বকুলতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে আগে থেকেই কর্মসূচি ঘোষণা দেয় জেলা বিএনপি। সকাল থেকেই পুলিশের বাধা উপেক্ষা করে শহরের সজ্জনকান্দা এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসায় নেতাকর্মীরা সমবেত হতে থাকে। সেখান থেকে মিছিল নিয়ে শহরের আজাদী ময়দান এলাকায় দলীয় কার্যালয়ে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু দুপুর ১২টার দিকে মোটরসাইকেল যোগে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা খৈয়মের বাসার সামনে সমবেত বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করলে তারা পাল্টা ধাওয়া দেয়। এসময় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা পিছু হটলে তাদের ফেলে যাওয়া কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা।

এরপর আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে তার বাসভবন থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ সেটি আটকানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি শহরের প্রধান সড়কে পৌরসভার কার্যালয়ের সামনে এলে পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ অন্তত ২৫ জনকে আটক করে।

এ ঘটনার পর আবারও আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনের সামনে সমবেত হয় বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা মিছিল করতে করতে আবারও বকুল তলার দিকে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও শটগান দিয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :