300X70
বৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শওকত ওসমান বাবু ছিলেন বিরল প্রতিভার অধিকারি: মোস্তাফা জব্বার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৯, ২০২১ ৪:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট কথা সাহিত্যিক, গীতিকার ও সাবেক উপ সচিব বীর মুক্তিযোদ্ধা এসএম শওকত ওসমান বাবু‘র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ বুধবার এক শোকবার্তায়, মহান মুক্তিযুদ্ধে শওকত ওসমানের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, শওকত ওসমান ছিলেন এক বিরল প্রতিভার অধিকারি। মন্ত্রী ১৯৭২ সালে তার সাংবাদিকতা জীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত শওকত ওসমানের সাথে গভীর বন্ধত্বের স্মৃতি রোমন্থন করেন। তিনি বলেন, মানুষ তার কর্মের মাঝে বেঁচে থাকে। শওকত ওসমান তার সৃষ্টির মধ্য দিয়ে বেঁচে থাকবেন। মন্ত্রী বলেন, ১৯৮০ এর দশক থেকে তিনি বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত গীতিকার ও নাট্যকার হিসেবে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

তার মৃত্যুতে দেশ একজন অসাধারণ কর্মবীর হারালো।‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি, একফোটা বিশ আজ আমার’ ইত্যাদি গানের গীতিকার হিসেবে দূর্লভ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার মৃত্যুতে অপুরণীয় ক্ষতি হয়েছে বলে মন্ত্রী শোকবার্তায় উল্লেখ করেন।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :