300X70
সোমবার , ৬ মার্চ ২০২৩ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শাহজালালে ৭২ যাত্রী নিয়ে উড়োজাহাজ জরুরি অবতরণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৬, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ঢাকায় জরুরি অবতরণ করেছে। মাঝ আকাশে ফ্লাইটের একটি চাকার টায়ার ফেটে গেলে এটি জরুরি ভিত্তিতে  অবতরণ করার সিদ্ধান্ত নেয় পাইলট।

আজ সোমবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স  (বিজি)-৩৯২ নম্বর ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

আজ সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানের পেছনের ডান পাশের টায়ার ফেটে গেলে এটি জরুরি অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন। ফ্লাইটে মোট ৭২ জন যাত্রী ছিলেন।

গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, টায়ার ফেটে গেলেও পাইলটের দক্ষতা ও পেছনের অন্যান্য চাকা ঠিক থাকায় তেমন কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, শাহজালাল বিমানবন্দরের একাধিক  সূত্র জানায়, সোমবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স  (বিজি)-৩৯২ নম্বরের একটি উড়োজাহাজ কলকাতা থেকে সকাল  ৮টা ৪৯ মিনিটের সময় ঢাকায় আসছিল। মাঝ আকাশে ওই  বিমানের পেছনের ডান পাশের টায়ার ফেটে গেলে এটি জরুরি অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন। ফ্লাইটে মোট ৭২ যাত্রী ছিলেন।

বিমানবন্দর সূত্র জানায়,  উড়োজাহাজটি কানাডা থেকে আমদানি করা ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্রাফট দ্বারা পরিচালিত হচ্ছিল। এটি ভারতের স্থানীয় সময় সকাল  ৮ টা ৪৯ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়। সকাল পৌনে ১০টার দিকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিলে হযরত  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্তুতি সম্পন্ন করে। পরে সকাল ১০টা ৩ মিনিটের সময় এটি শাহজালালে  নিরাপদে অবতরণ করে।

এদিকে,  অবতরণের সময় যেকোনো বড় ধরনের  দুর্ঘটনা এড়াতে বিমানবন্দরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট মোতায়েন করা ছিল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়। তবে, পাইলটের দক্ষতায় ৭২ যাত্রী এবং ৫ জন ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে।

উল্লখ্য, রোববার মাঝ আকাশে ফ্লাইটের নোজ হুইল টায়ার বার্স্ট (চাকা ফেটে যাওয়া) হওয়ায় বরিশাল থেকে ঢাকাগামী একটি ক্যালিব্রেশন ফ্লাইট ঢাকায় জরুরি অবতরণ করেছিল।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

মৃতের সংখ‌্যা বেড়ে ২৩জন মসজিদে বিস্ফোরণের ঘটনায়

আমরা শান্তিতে বিশ্বাস করি, আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট: প্রধানমন্ত্রী

দক্ষিণ কেরাণীগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রেবেকা মমিন ছিলেন মানুষের সেবায় নিবেদিত এক প্রাণ : মোস্তাফা জব্বার

ফেরত যাবে মিয়ানমারের ১৮০ সেনা, ফিরবে ১৭০ বাংলাদেশি : পররাষ্ট্রমন্ত্রী

‘প্রযুক্তি নির্ভর হজ ব্যবস্থাপনায় অংশগ্রহণের জন্য হজযাত্রীদের প্রশিক্ষণ প্রদান করা হবে’

রাজধানীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেশের এসএমই খাতের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও মেটা

প্রধানমন্ত্রীকে নিয়ে কুটিক্তির প্রতিবাদে লাখো মানুষের ঢল

পল্টন ও কেরাণীগঞ্জে ৫ ছিনতাইকারী গ্রেফতার

ব্রেকিং নিউজ :