300X70
শনিবার , ৩০ এপ্রিল ২০২২ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সংকট কটিয়ে জনতা ব্যাংকের সব সূচকে ঊর্ধ্বগতি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৩০, ২০২২ ৮:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আগের প্রায় সব সংকটকে অতিক্রম করে জনতা ব্যাংকের সব সূচক এখন ঊর্র্ধ্বগতিতে বিরাজ করছে। বিশ্লেশকদের মতে এ অবস্থা ধরে রাখতে পারলে ব্যাংকটি আগের অবস্থান ফিরে পাবে।

ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২১ সালের ব্যাংকের অনুমোদিত চূড়ান্ত আর্থিক বিবরনী অনুযায়ি অপারেটিং প্রফিট (পরিচালন মুনাফা) ১০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ২০১২ সালের পর আবার ব্যাংকটি এ অবস্থান ফিরে পেয়েছে। এছাড়া ব্যাংকটি ৩০০ কোটি টাকার অধিক নীট মুনাফা অর্জন করেছে।

শ্রেণীকৃত ঋণ হ্রাসে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে ব্যাংকটি। গত বছরের চেয়ে শতকরা ৫ দশমিক ০৮ ভাগ হ্রাস পেয়েছে। ১৩ হাজার ৭০০ কোটি টাকা থেকে এখন ব্যাংকটির মোট শ্রেণীকৃত ঋণ ১২ হাজার ৩০০ কোটি টাকায় নেমে এসেছে। ব্যাংকটির মোট আমানত বেড়ে এখর ১ লক্ষ ২ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

এছাড়াও রপ্তানী, স্প্রেড এবং ইল্ড অব এডভান্স (ঋণ থেকে আয়) বৃদ্ধি এবং কস্ট অব ফান্ড হ্রাস পেয়েছে। এছাড়া অন্যান্য সূচকগুলোতেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। শনিবার এসব বিষয় ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হয়।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :