300X70
শনিবার , ২৯ জুলাই ২০২৩ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সকাল ১০টায় বের হবে ঢাকায় তাজিয়া মিছিল

প্রতিবেদক
sahana akter
জুলাই ২৯, ২০২৩ ১০:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকায় আজ শনিবার (২৯ জুলাই) সকাল ১০টায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে লালবাগের হোসেনি দালান থেকে আশুরার তাজিয়া মিছিল বের হবে। এরই মধ্যে পুরান ঢাকার ধর্মপ্রাণ মুসলিমরা সকাল থেকে হোসেনি দালানে জড়ো হচ্ছেন। তাজিয়া মিছিলে থাকবে শিশু-বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষ। হোসেনি দালান ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাজিয়া মিছিল ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

১০ মহররম বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। দিনটি পবিত্র আশুরা নামে পরিচিত। হিজরি ৬১ সনের এ দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। কারবালার এ বিয়োগাত্মক ঘটনাকে স্মরণ করে ত্যাগ ও শোকের প্রতীকে প্রতিবছর দিবসটি পালন করা হয়।

তাজিয়া মিছিলের প্রস্তুতি হিসেবে এর আগে গত বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় মিছিলের মহড়া দিয়েছে শিয়া সম্প্রদায়ের লোকজন। শনিবার (২৯ জুলাই) সকাল ১০টায় আশুরার মূল মিছিল হোসেনি দালান থেকে বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

আশুরা উপলক্ষে আজ সরকারি ছুটি। ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসাইন (রা.)–এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার শোকাবহ ঘটনা মানবজাতিকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে যুগে যুগে প্রেরণা জোগাচ্ছে।

তাজিয়া মিছিল ঘিরে আজ রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সতর্ক অবস্থানে থাকবে পুলিশ-র্যাব। তাজিয়া মিছিলে নিরাপত্তা নিশ্চিত ও চলাচল নির্বিঘ্ন করতে তাজিয়া মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আঁতশবাজি ও পটকা ফোটানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এদিকে আশুরার নানা আয়োজন হোসেনি দালান ছাড়াও আরও বেশ কয়েকটি স্থানে অনুষ্ঠিত হয়। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, বকশিবাজার, লালবাগ, ফরাশগঞ্জ, পল্টন, মগবাজার থেকেও তাজিয়া মিছিল বের হবে।

মহররম ৩ তারিখ থেকে মানুষের আনাগোনা শুরু হয়। ৫ মহরমের পর থেকে মানুষের আনাগোনা বাড়তে থাকে। অনেকেই হোসেনি দালানে রওজা জিয়ারত করেন।

হোসেনি দালান ইমামবাড়া ম্যানেজমেন্ট কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফারহান হোসেন জাগো বলেন, ১০ মহররম ইমাম হোসেন (রা.) এর প্রতি শোক জানাতে শত শত বছর ধরে তাজিয়া মিছিল বের করে আসছে শিয়া সম্প্রদায়ের লোকজন। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। সময়মত সবকিছু আয়োজন করা হবে। তাজিয়া মিছিল ১০ মহররম সকালেই হোসেনি দালান থেকে শুরু হয়ে জিগাতলায় গিয়ে শেষ হবে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে বিনামূল্যে মাস্ক বিতরণ

টঙ্গী থানা মহিলা আওয়ামীলীগের কম্বল বিতরণ

মৃত্যুর পরও যে আমলের বিনিময় চালু থাকে

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিবাচনে সর্বশেষ ফলাফল : বাইডেন ৩০৬, ট্রাম্প ২৩২

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন : জিতলেন ম্যাক্রোঁই, স্বস্তিতে ইউরোপ

আমন ধান, চাল ও গমের সরকারি সংগ্রহ মূল্য নির্ধারণ, সংগ্রহ শুরু ৭ নভেম্বর 

ঈশ্বরগঞ্জে ভূমি কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানববন্ধন

উন্নত বাংলাদেশ বিনির্মাণে জ্ঞান ও দক্ষতা ভিত্তিক মানব সম্পদ গড়ে তুলতে হবে: আইনমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ইউএনএফপিএ’র বাংলাদেশে নিযুক্ত রিপ্রেজেন্টিভের সৌজন্য সাক্ষাৎ

1xBet Azərbaycan: rəsmi saytın nəzərdən keçirilməs

1xBet Azərbaycan: rəsmi saytın nəzərdən keçirilməs

ব্রেকিং নিউজ :