300X70
রবিবার , ১৬ জানুয়ারি ২০২২ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সড়ক সংস্কারের দাবিতে ডাকা ময়মনসিংহ বিভাগের পরিবহন ধর্মঘট স্থগিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৬, ২০২২ ১২:৫১ অপরাহ্ণ

আরএন শ্যামা, ময়মনসিংহ : ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও জিলা মোটর মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করেছে। আজ রোববার বেলা ১১টার দিকে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয় সংগঠনটি। ধর্মঘট স্থগিত ঘোষণার পর চার জেলায় যান চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির সভাপতি মো. মমতাজ উদ্দিন মন্তা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, যোগাযোগ সচিবের অনুরোধ ও আশ্বাস এবং বিভাগীয় কমিশনারের সঙ্গে ২৬ জানুয়ারি আলোচনা আহ্বানের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়। ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সহসভাপতি শংকর সাহা, জিলা মোটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা প্রমুখ।

এর আগে, সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে দৃশ্যমান উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছিল ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজ ও ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি। এজন্য ১৫ জানুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছিল। তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেয়ায় রোববার ভোর থেকে বৃহত্তর ময়মনসিংহ থেকে ঢাকামুখী সব যান চলাচল বন্ধ থাকে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :