300X70
বুধবার , ১৭ নভেম্বর ২০২১ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

হাসানকে মধ্যযুগীয় কায়দায় শিকল দিয়ে বেঁধে রেখেছিল সজল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৭, ২০২১ ৮:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ অপহরন হওয়া ভিকটিম উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতরের অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যা হতে গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ২ টা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হিজলতলা ও শুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে অন্যায়ভাবে আটক করে রাখা ভিকটিম মোঃ হাসান (১৯) কে মধ্যযুগীয় কায়দায় শিকল দিয়ে বাধা অবস্থায় উদ্ধার করেছে। এসময় সজল (৩৫) নামের আটককারীকে গ্রেফতার করে।

এসময় তার নিকট থেকে ১টি লোহার শিকল, ৩টি তালা, ২টি চাবি ও ১টি মোবাইল ফোন জব্দ করে।

ভিকটিম মোঃ হাসান (১৯) গ্রেফতারকৃত আসামী মোঃ সজল (৩৫) এর পোশাক তৈরির কারখানায় দীর্ঘদিন যাবত দর্জির কাজ করত। বিগত কয়েক মাস যাবত আসামী মোঃ সজল সঠিক সময়ে বেতন পরিশোধ না করায় ভিকটিম মোঃ হাসান (১৯) উক্ত কারখানায় কাজ করতে অসম্মতি জানায়। এতে ক্ষুদ্ধ হয়ে আসামী মোঃ সজল গত ১৬ নভেম্বর সকালে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পিকার স্কুল এলাকা হতে ভিকটিম মোঃ হাসান (১৯)কে অপহরণ করে আসামী তার উল্লেখিত পোশাক তৈরির কারখানায় নিয়ে মধ্যযুগীয় কায়দায় ভিকটিমকে শিকল দিয়ে বেঁধে আটকে রাখে।

পরে সংবাদ পেয়ে ভিকটিমের বাবা মোঃ গুড্ডু (৪৮) আসামী মোঃ সজল (৩৫) এর নিকট তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে আসামী ভিকটিমের বাবার নিকট ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে।

পরবর্তীতে ভিকটিমের বাবা মোঃ গুড্ডু (৪৮) নিরুপায় হয়ে র‌্যাব-১০ এর নিটক অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ১৫ নভেম্বর সন্ধ্যায় দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন হিজলতলা সাকিনস্থ সজলের শার্ট ও থ্রী পিচের কারখানায় অভিযান পরিচালনা করে মধ্যযুগীয় কায়দায় শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ভিকটিম মোঃ হাসান (১৯)কে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

র‌্যাব যাওয়ার সংবাদ পেয়ে আসামী মোঃ সজল (৩৫) ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তিতে র‌্যাব তথ্য ও প্রযুক্তির মাধ্যমে গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে সজল (৩৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পরিকল্পিত ভাবে ভিকটিম মোঃ হাসান (১৯)কে উক্ত কারখানায় অন্যায়ভাবে আটকে রেখে মারধর করে মধ্যযুগীয় কায়দায় শিকল দিয়ে বেঁধে রেখেছিল এবং ভিকটিমের মুক্তির জন্য ভিকটিমের বাবার নিকট ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করেছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ভিকটিমের বাবা বাদী হয়ে নিয়মিত মামলা রুজু করেছে

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

দেশকে বিশ্বের সাইবার সিকিউরিটি সার্ভিস প্রোভাইডিং হাব হিসেবে গড়ে তোলা হবে : প্রতিমন্ত্রী পলক

বরগুনায় হঠাৎ করে শুরু হয়েছে ডায়রিয়ার প্রকোপ

শহীদ নুর হোসেন দিবসে জাসদের শ্রদ্ধা নিবেদন

প্রতিষ্ঠার দুই যুগেও বশেমুরবিপ্রবিতে নেই প্রো-ভিসি ও ট্রেজারার

সেজেছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ

কেরাণীগঞ্জে ৬ লক্ষ টাকার গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেফতার

কমনওয়েলথ গেমসের আসর থেকে উধাও শ্রীলঙ্কা ক্রীড়া দলের ১০ সদস্য

চবির শাটল ট্রেন লাইনচ্যুত, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা

তত্ত্বাবধায়ক সরকারের দাবি মাঠে মারা গেছে, বাস্তবতা মেনে নির্বাচনে আসুন : তথ্যমন্ত্রী

দ্বিতীয় পর্বের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের অনুরোধ

ব্রেকিং নিউজ :