অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : শরী‘আহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়েইউনিয়ন ব্যাংক লিমিটেডের ছাগলনাইয়া উপশাখা, ফেনী এবং টানবাজার উপ-শাখা, নারায়ণগঞ্জ শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা থেকেভিডিও কনফারেন্সের মাধ্যমে ছাগলনাইয়া উপশাখাএবংটানবাজার উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকমোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের এসইভিপি গোলাম মোস্তফা, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূর আহমেদ মজুমদার এবং নারায়ণগঞ্জের বাংলাদেশ হোসিয়ারী সমিতির সাবেক পরিচালক আব্দুস সবুর খান (সেন্টু)।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ফেনী এবং নারায়ণগঞ্জের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।