গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার যাত্রী রাব্বি মিয়া (৩৫) নামে ১ জন নিহত ও ২জন আহত হয়েছেন। নিহত রাব্বি উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তরসিঙ্গা গ্রামের নাজমুল ইসলামের পুত্র।
আজ বুধবার ( ১০ এপ্রিল) বেলা ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের নুনদহ ব্রীজ নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হতাহতরা বালুবাজার থেকে ঈদের মার্কেট করে ঘরে ফিরছিলেন। এসময় রংপুরমুখি একটি দ্রæতগামী অজ্ঞাতনামা ট্রাক অটোরিক্সাটিকে সজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে অটোরিক্সা যাত্রী রাব্বি মিয়া ঘটনাস্থলেই নিহত হয় এবং অটোর চালক সহ অপর ২যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে গুরুতর অবস্থায় রগুড়া শজিমেক হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান দ্রুত পালিয়ে যাওয়ায় ট্রাকটি আটক করা যায়নি। দুর্ঘটনার পরপরই মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।