নিজস্ব প্রতিবেদক: অবৈধ সাইনবোর্ড অপসারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের চলমান অভিযানে এক হাজার ৯০টি অবৈধ সাইনবোর্ড অপসারণ করেছে নগর কর্তৃপক্ষ।
সোমবার চলমান অভিযানের দ্বিতীয় দিনে এসব অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়। উচ্ছেদকৃত সাইনবোর্ড নিলামে ২৫ হাজার ২৫০ টাকা বিক্রি করেছে ডিএনসিসি। এছাড়া বিভিন্ন অপরাধে ২৭টি মামলায় মোট দুই লাখ ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ডিএনসিসির অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিক আবেদ আলী, অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সাজিয়া আফরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. আবদুল হামিদ মিয়া, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম জুলকার নায়ন, অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোতাকাব্বীর আহমেদের নেতৃত্বে পরিচালিত পৃথক পৃথক অভিযানে এ সাইনবোর্ড অপসারণ ও জরিমানা আদায় করা হয়।
অবৈধ সাইনবোর্ড উচ্ছেদে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।