300X70
বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান ২০২২ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৮, ২০২২ ২:৪১ অপরাহ্ণ

# ৫ জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হবে

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামীকাল ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক ২০২২ উপলক্ষে অনুষ্ঠানের বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের স্বাগত জানিয়ে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্ন পূরণের মাস। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা এবং অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর লাল-সবুজের নিজস্ব পতাকা।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা ও নেতৃত্বে দেশে নারীর ক্ষমতায়নের শুরু। তিনি সংবিধানে নারীর সম-অধিকার, মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের বীরাঙ্গনা সম্মানে ভূষিত, চিকিৎসা ও পূর্নবাসন করেন। তাদের কর্মসংস্থান ও প্রশিক্ষণের ব্যবস্থা করেন।

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, বেগম রোকেয়া বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত। নারী শিক্ষা, অধিকার এবং নারী আন্দোলনে তার রয়েছে অসাধারণ অবদান। সরকার নারী জাগরণে বেগম রোকেয়া অবদান চিরস্মরণীয় করান নারীদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে সরকার বেগম রোকেয়া পদক প্রদান করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ৯ ডিসেম্বর সকাল ১০.০০টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। এ অনুষ্ঠানে ৫ জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান প্রদান করা হবে। পদক প্রাপ্তরা ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক গ্রহণ করবেন। পদক প্রাপ্তদের প্রত্যেকে আঠারো ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণ নির্মিত একটি পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মোঃ মুহিবুজ্জামান, প্রধান তথ্য কর্মকর্তা মোঃ শাহেনুর মিয়া উপস্থিত ছিলেন।

এ বছর বেগম রোকেয়া পদক প্রাপ্ত ৫ জন বিশিষ্ট নারী ও তাদের অবদানের ক্ষেত্র হলো- নারী শিক্ষায় বিশেষ অবদান রাখায় ২০২২ সালে বেগম রোকেয়া পদক বিজয়ী হলেন ফরিদপুর জেলার রহিমা খাতুন। নারী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় এ বছর বেগম রোকেয়া পদক বিজয়ী হলেন চট্রগ্রাম জেলার প্রফেসর কামরুন নাহার বেগম (এ্যাডভোকেট)। নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ বছর বেগম রোকেয়া পদক বিজয়ী হলেন সাতক্ষীরা জেলার ফরিদা ইয়াসমিন (জন্মস্থান খুলনা)। নড়াইল জেলার ড. আফরোজা পারভীন সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদক পেয়েছেন। পল্লী উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ বছর বেগম রোকেয়া পদক বিজয়ী হলেন ঝিনাইদহ জেলার নাছিমা বেগম।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীর উন্নয়ন,ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠায় সময়োপযোগী বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন তাঁরই নির্দেশনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। শিক্ষা, চাকুরি, ব্যবসা ও আত্মকর্মসংস্থান সকল ক্ষেত্রে নারীর আজ সফল অগ্রযাত্রা যা দেশের উন্নয়ন ও অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। নারীর শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, নারী অধিকার রক্ষা, নারীর ক্ষমতায়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বেগম রোকেয়া দিবস নারীর অগযাত্রায় বেগম রোকেয়া দিবস নারীদের নিকট অন্তহীন প্রেরণার উৎস। বাংলাদেশে নারী সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন, নারী অধিকার রক্ষা, নারীর ক্ষমতায়ন ও সমতা সৃষ্টির জন্য দিবসটির গুরুত্ব অপরিসীম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর বাণীসহ বিশেষ ক্রোড়পত্র ও স্মরণিকা প্রকাশ করা হবে, বেগম রোকেয়া দিবস ও পদক প্রদান উদযাপন অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। বেগম রোকেয়ার জীবনী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে, টেলিভিশন ও রেডিওতে নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে নারী শিক্ষা, নারীর অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতা বৃদ্ধি করতে ব্যানার, ফেস্টুন, পোস্টার বিতরণ ও স্থাপন করা হবে।

বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে দেশের সকল জেলা ও উপজেলায় নারী উন্নয়ন, ক্ষমতায়ন, অধিকার এবং এ বিষয়ে প্রচার ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালী, সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনাদের বহুল প্রচারিত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় মাধ্যমে বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে গৃহিত সকল কর্মসুচি সর্বস্তরের মানুষ জানতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারী উন্নয়নে অসামান্য অগ্রগতি, শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, সমতা প্রতিষ্ঠা, বৈষম্য হ্রাস, সুরক্ষা ও নারীর প্রতি সকল ধরণের সহিংসতা প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে গুরিত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১. রহিমা খাতুন
বেগম রোকেয়া পদক ২০২২
অবদানের ক্ষেত্র : নারী শিক্ষা
রহিমা খাতুন ১৯৫৫ সালের ১ নভেম্বর যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর নিজ জেলা ফরিদপুর। তাঁর পিতার নাম আব্দুস সামাদ শিকদার ও মাতা জবেদা বেগম।

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় মেয়েদের কোন স্কুল না থাকায় ১৯৮১ সালে তিনি বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার স্বপ্ন ছিল এ অঞ্চলের নারী শিক্ষা প্রসারে অগ্রনী ভূমিকা পালন করবে এই বিদ্যালয়। ১৯৮১ সাল হতে ১৯৮৬ সাল পর্যন্ত এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে বাড়ি বাড়ি ঘুরে নারী শিক্ষায় উদ্বুদ্ধ করে ছাত্রী সংগ্রহ করতেন তিনি।

রহিমা খাতুনের হার না মানা সংগ্রাম ও কঠোর পরিশ্রমে আজ তার প্রতিষ্ঠিত স্কুলটি এলাকায় নারী শিক্ষায় আলোর দিশারী। এছাড়াও রহিমা খাতুন ২০১২ সাল থেকে গ্রাম সমাজ সেবামূলক সংস্থা ‘অগ্রনী’ প্রতিষ্ঠা করেন যার মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধ ও প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন।

তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ ২০০৮ সালে ‘মেডেল অব মেরিট’ এবং ২০১৭ সালে ‘লং সার্ভিস অ্যাওয়ার্ড’ লাভ করেন।

বাংলাদেশের নারী শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার কর্তৃক “নারী শিক্ষা” ক্ষেত্রে রহিমা খাতুনকে ‘বেগম রোকেয়া পদক-২০২২’-এ ভূষিত করা হয়

২. প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট)
বেগম রোকেয়া পদক ২০২২
অবদানের ক্ষেত্র : নারী অধিকার
প্রফেসর কামরুন নাহার বেগম ১৯৫৩ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আব্দুল মালেক এবং মাতা রাবেয়া খানম।

তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন। এছাড়াও যুদ্ধ চলাকালীন জীবন বাজি রেখে ওই এলাকার অনেক মুক্তিযোদ্ধার নিয়মিত খাবারের ব্যবস্থা করতেন তিনি।

প্রফেসর কামরুন নাহার নারী অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছেন। “নারী মানবাধিকার ও বর্তমান সমাজ” শীর্ষক গ্রন্থ রচনার মাধ্যমে সমাজে নারীদের অধিকার রক্ষায় উদ্বুদ্ধ করেছেন। সমাজের অধিকার বঞ্চিত নারীদের অধিকার প্রতিষ্ঠায় আইনি সহায়তা প্রদান করে যাচ্ছেন নিরলসভাবে।

প্রফেসর কামরুন নাহার বেগম বাংলাদেশ হিউম্যান রাইটস এসোসিয়েশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নারী অধিকার প্রতিষ্ঠায় মহিলাদের উদ্বুদ্ধ করায় দু’বার সম্মানজনক ‘ন্যাশনাল হিউম্যান রাইটস’ অ্যাওয়ার্ড অর্জন করেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে তিনি সিলেক্টেড ওমেন-২০০৩ মনোনীত হন।

এছাড়াও এই মহিয়সী নারী ২০১০ সালে ‘আবুল ফজল ফাউন্ডেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেন। প্রফেসর কামরুন নাহার বেগম পাঁচ পুত্র এবং তিন কন্যা সন্তানের জননী। এই রতœগর্ভা মায়ের আট সন্তানের সকলেই সমাজে নানা পেশায় প্রতিষ্ঠিত।

সমাজে নারী অধিকার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার কর্তৃক “নারী অধিকার” ক্ষেত্রে প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট)-কে ‘বেগম রোকেয়া পদক-২০২২’-এ ভূষিত করা হয়

৩. ফরিদা ইয়াসমিন
বেগম রোকেয়া পদক ২০২২
অবদানের ক্ষেত্র : নারীর আর্থ-সামাজিক উন্নয়ন
ফরিদা ইয়াসমিন ১৯৬৭ সালের ১৯ জুন খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. ফিরোজ এবং মাতা মেহেরুনন্নেছা। বাংলাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীÑ বিশেষ করে অনগ্রসর ও প্রতিবন্ধী নারী-শিশুদের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় ডিজঅ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি।

ফরিদা ইয়াসমিন ডিআরআরএ এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দীর্ঘ ২৬ বছর যাবত ২০ লক্ষাধিক প্রতিবন্ধীকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনমান পরিবর্তনে সহযোগিতা করেছেন। তাঁর সংগঠন ৩০টি প্রারম্ভিক শিশু বিকাশ কেন্দ্র এবং ৫টি বিশেষ স্কুল প্রতিষ্ঠা করেছে। এছাড়া কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ডিআরআরএ-এর রয়েছে ৩টি নিজস্ব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং স্নায়ুবিক প্রতিবন্ধী বালকদের জন্য আবাসিক কেন্দ্র।

ফরিদা ইয়াসমিন প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির সদস্য এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য। আন্তর্জাতিক পর্যায়ে গেøাবাল সিবিআর নেটওয়ার্ক বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার কর্তৃক “নারীর আর্থ-সামাজিক উন্নয়ন” ক্ষেত্রে ফরিদা ইয়াসমিনকে ‘বেগম রোকেয়া পদক-২০২২’-এ ভূষিত করা হয়।

৪. ড. আফরোজা পারভীন
বেগম রোকেয়া পদক ২০২২
অবদানের ক্ষেত্র : সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ
ড. আফরোজা পারভীন ১৯৫৭ সালের ৪ ফেব্রুয়ারি নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক আফসার উদ্দীন আহমেদ এবং মাতা বেগম মতিয়া আহমেদ।

সাহিত্যিক ড. আফরোজা পারভীন এর লিখিত গ্রন্থসমূহের মধ্যে ‘বঙ্গবন্ধুর ভাষণ মানব মুক্তির সনদ’, ‘মুক্তিযুদ্ধের অনুপ্রেরণায় বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব’, ‘মুজিব দুলালী শেখ হাসিনা শেখ রেহানা ও বাংলাদেশ’, ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু’, ‘মুক্তিযুদ্ধে নারী’, ‘নারী নক্ষত্রপুঞ্জ’, ‘কর্মজীবী মহিলা হোস্টেল’, ‘নাম তার নারী’, ‘একাত্তরের আলোমতি’ অন্যতম।

ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে নারীর অসামান্য ভূমিকা নিয়ে তাঁর লেখা গ্রন্থ ‘বাংলাদেশ গণআন্দোলন ও মুক্তিযুদ্ধ’। এছাড়াও মুক্তিযুদ্ধের উপর রচিত নাটক ‘গ্রেনেড’ এ চিত্রিত হয়েছে মুক্তিযুদ্ধে একজন নারীর অবদানের বীরত্ব গাথা।

সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার কর্তৃক ড. আফরোজা পারভীন-কে ‘বেগম রোকেয়া পদক-২০২২’ এ ভূষতি করা হয়।

৫. নাছিমা বেগম
বেগম রোকেয়া পদক ২০২২
অবদানের ক্ষেত্র : পল্লী উন্নয়ন
নাছিমা বেগম ১৯৬৪ সালের ২৩ জানুয়ারি ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আহসানুল করিম খান এবং মাতা মাজেদা বেগম।

নছিমা বেগম যশোর জেলার সদর উপজেলায় চূড়ামানকাঠি ইউনিয়নে ১৯৮৫ সালে “শিশু নিলয় ফাউন্ডেশন” নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধ, গর্ভবতী ও প্রসুতি মায়েদের সেবা, শিশু মৃত্যু প্রতিরোধ, নবজাতকের স্বাস্থ্যসেবা, শিশু শিক্ষা, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাসহ পল্লী উন্নয়নে নানাবিধ অবদান রেখে যাচ্ছেন তিনি।

তাঁর প্রতিষ্ঠিত “শিশু নিলয় ফাউন্ডেশন” ৮ শত ৯৬ জন কিশোরীকে সংগঠিত করে ৩১টি কিশোরী ক্লাব গঠন করেছে, যারা বর্তমানে বাল্যবিয়ে প্রতিরোধ, নারী নেতৃত্বের বিকাশ, সামাজিক মূল্যবোধ ও সচেতনতা সৃষ্টিতে কাজ করে চলেছে।

‘শিশু নিলয় ফাউন্ডেশন’ তাদের ক্ষুদ্রঋণ এবং প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত ১ হাজার ১ শত ১৬ জন নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছে। তাদের সমিতিতে বর্তমানে ৬৭ হাজার ৯ শত ৮৩ জন মহিলা সদস্য রয়েছে যারা প্রত্যেকেই স্বাবলম্বী। ফাউন্ডেশনটির ব্যবস্থাপনায় এ পর্যন্ত ৬ শত ৬৭ জন মহিলা চোখের ছানি অপারেশনের মাধ্যমে তাদের দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন।

পল্লী উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার কর্তৃক নাসিমা বেগমকে ‘বেগম রোকেয়া পদক-২০২২’ প্রদানরে জন্য মনোনীত করা হয়।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত 

এলজিইডির কুমিল্লা অঞ্চলে “জলবায়ু পরিবর্তন, ক্রিম্প ও ক্রিলিক” শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশকে স্বপ্নের ঠিকানায় নিতে ভূমিকা রাখবে ছাত্রলীগ : তথ্যমন্ত্রীর প্রত্যাশা

ইন্ডিয়ান স্কুল অফ হসপিটালিটি’র সাথে কৌশলগত চুক্তির মাধ্যমে ভারতে যাত্রা শুরু সোমেট এডুকেশনের

ঝিনাইদহে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

বিকাশ ‘অটো পে’-তে কখনোই মিস হবেনা মোবাইল রিচার্জ, সেন্ড মানি কিংবা বিল পরিশোধ

রেলের অব্যবস্থাপনার বিষয়ে হাইকোর্টে আসুন : আন্দোলনরত শিক্ষার্থীকে আদালত

‘বসুন্ধরা সিটিতে থিমপার্ক টগি ফান ওয়ার্ল্ড’ বিদেশী গেম জোনের অনুভূতি দেশে

জিয়া ছিলেন মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর : তথ্যমন্ত্রী

ন্যাম সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে হাছান মাহমুদের বৈঠক

ব্রেকিং নিউজ :