300X70
শনিবার , ১৮ মার্চ ২০২৩ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতেই হবে : শেরিফা কাদের এমপি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১৮, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ

নরসিংদী প্রতিনিধি : জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা শেরিফা কাদের এমপি বলেছেন, দেশের মানুষ ভালো নেই। অর্থনৈতিক সংকটে মানুষের মাঝে হাহাকার উঠেছে। মানুষ বাজার করতে পারছে না, অষুধ কিনতে পারছে না। প্রতিদিন দ্রব্যমূল্য বেড়েই চলছে। রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতেই হবে।

আজ বিকেলে নরসিংদী জেলার পলাশ উপজেলার গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় শেরিফা কাদের এমপি এ কথা বলেন। এ সময় শেরিফা কাদের এমপি ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম এর হাতে ফুল দিয়ে বিভিন্ন দলের শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগ দেন।

জাতীয় পার্টি নেতা এএনএম রফিকুল আলম সেলিম এর সভাপতিত্বে জনসভায় বক্তৃতা করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, নরসিংদী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ওমর ফারুক মিয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হাসান আলাল।

উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এডভোকেট রেজাউল করিম বাসেত, ফররুখ আহমেদ, কেন্দ্রীয় সদস্য মোতাহার হোসেন চৌধুরী শাহীন, পলাশ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা, সদস্য সচিব এডভোকেট সরোয়ার মোল্লা, পৌর সভাপতি রেজাউলকরিম বাবুল, সাধারণ সম্পাদক শামীম আল আজাদ, জিনারদী ইউনিয়নের আহ্বায়ক দেলোয়ার হোসেন স্বপন, সদস্য সচিব কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম জহির, ছাত্র সমাজ কেন্দ্রীয় সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক আশরাফ খান।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :