নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় বাবা-মায়ের পর বুধবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে মেয়ে আয়েশাও (৫) মারা গেছেন। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া খবর জানা গেছে।
এর আগে গত ১০ জুলাই বিস্ফোরণে অগ্নিদগ্ধ বাবা আব্দুল মতিন (৪০) ও মা ইয়াসমিন আক্তার ময়না (৩৫) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই নিয়ে মৃত্যুর সংখ্যা তিনজন।
রাজধানীর কামরাঙ্গীরচরে শুক্রবার (৯ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই ঘটনায় দগ্ধরা হন- আব্দুল মতিন (৪০), তার স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৫), মেয়ে মায়েশা (৯) ও আয়েশা (৫) এবং ভাগ্নে আবুল খায়ের রায়হান (২৫)।